ETV Bharat / city

EC All Party Meeting : কমিশনের বৈঠকে ত্রুটিমুক্ত ভোটার তালিকার দাবিতে সরব সব দল - সর্বদলীয় বৈঠক

বৃহস্পতিবার কলকাতায় নির্বাচন কমিশনে কার্যালয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হয় ৷ সেখানে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা ভোটার তালিকায় ত্রুটি নিয়ে সরব হন ৷ কমিশনের তরফে জানানো হয়, আগামী 1 নভেম্বর থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে রাজ্যে ৷

party representatives demand perfect voter list at EC meeting
EC All Party Meeting : কমিশনের বৈঠকে ত্রুটিমুক্ত ভোটার তালিকার দাবিতে সরব সব দল
author img

By

Published : Oct 28, 2021, 6:36 PM IST

কলকাতা, 28 অক্টোবর : নির্বাচন কমিশনের ডাকা সর্বদলীয় বৈঠকে ভোটার তালিকায় ত্রুটি নিয়ে সরব হলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ৷ সকলেরই বক্তব্য, (বিধানসভা উপনির্বাচনের পর) পরবর্তী নির্বাচন পর্বের আগেই ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত করতে হবে ৷ উল্লেখ্য, আগামী 1 নভেম্বর থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে রাজ্যে ৷ এই বিষয়ে সকলের মতামত জানতেই বৃহস্পতিবার কলকাতায় নির্বাচন কমিশনে কার্যালয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হয় ৷ সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাঁদের পরামর্শ ও প্রস্তাব দেন ৷

আরও পড়ুন : তালিকায় নাম ‘ডিলিট’, ভোট দিতে না পেরে হতাশ ভোটার

নির্বাচন কমিশন সূত্রে খবর, 2022 সালের 1 জানুয়ারি যাঁদের বয়স 18 বছর হবে, তাঁরা নতুন ভোটার হিসাবে তালিকায় নাম তুলতে পারবেন ৷ আগামী মাস অর্থাৎ নভেম্বর মাসের সাতটি দিনকে চিহ্নিত করা হয়েছে ৷ এই দিনগুলিতেই বুথে বুথে ভোটার তালিকা সংশোধনের কাজ করা হবে ৷ নির্ধারিত এই দিনগুলি হল 7, 13, 14, 20, 21, 27 ও 28 নভেম্বর ৷ এই সাতদিন সকাল 11 টা থেকে বিকেল 4 টে পর্যন্ত চলবে ভোটার তালিকা সংশোধনের শিবির ৷ এছাড়াও প্রতিদিন দু’ঘণ্টা করে শিবির চালানো হবে ৷ তবে সেই সময়সীমা স্থির করা হবে জেলাশাসকের দফতরের তরফে ৷

এদিনের সর্বদলীয় বৈঠকে সবক’টি রাজনৈতিক দলই ভোটার তালিকায় ত্রুটি নিয়ে অভিযোগ করেছে ৷ শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন দেবাশিস কুমার ৷ তিনি এই প্রসঙ্গে বলেন, ‘‘আজকের বৈঠকে দলের তরফ থেকে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করার দাবিতে প্রস্তাব পেশ করা হয়েছে ৷’’

বামফ্রন্টের তরফে সিপিএম নেতা রবীন দেব বলেন, ‘‘79 হাজার 702টি বুথে বিশেষ শিবির করে ভোটার তালিকা সংশোধনের কাজ করা হবে ৷ কিন্তু ভোটার তালিকা সংশোধনের সঙ্গে যুক্ত কর্মীরা কারা ? এঁরা কি সরকারি কর্মী ? কমিশনের কাছে এই বিষয়টি আমরা স্পষ্টভাবে জানতে চেয়েছি ৷ ভোটার তালিকা সংশোধনের কাজে নিরপেক্ষতা বজায় রাখতে হবে ৷ কিন্তু, এই প্রশ্নের উত্তর মুখ্য নির্বাচনী আধিকারিক আজিজ আফতাব দিতে পারেননি ৷ গত বিধানসভা নির্বাচনে যে ভোটার তালিকা অনুযায়ী ভোট করানো হয়েছে, সেখানে মোট ভোটার ছিলেন 7 কোটি 32 লক্ষ ৷ নির্বাচন কমিশনের ভোটার তালিকা নিয়ে অনেক অভিযোগ উঠেছিল ৷ অভিযোগ ছিল, বহু মৃত ও ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে সরানো হয়নি ৷ কেন সরানো হয়নি তাঁদের নাম ? এই কাজ তো নির্বাচন কমিশনেরই ।’’

আরও পড়ুন : WB ByPolls : উপনির্বাচনে চার কেন্দ্রেই থাকছে সিসিটিভির ব্যবস্থা, সুষ্ঠ ভোট করাতে মরিয়া কমিশন

অভিযোগের একই সুর শোনা গিয়েছে বিজেপি ও কংগ্রেসের প্রতিনিধিদের গলাতেও ৷ বিজেপির পক্ষ থেকে অর্জুন সিং এবং কংগ্রেসের তরফে আশুতোষ চট্টোপাধ্য়ায় জানান, ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির জন্য তাঁরা বেশ কিছু প্রস্তাব দিয়েছেন নির্বাচন কমিশনকে ৷

কলকাতা, 28 অক্টোবর : নির্বাচন কমিশনের ডাকা সর্বদলীয় বৈঠকে ভোটার তালিকায় ত্রুটি নিয়ে সরব হলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ৷ সকলেরই বক্তব্য, (বিধানসভা উপনির্বাচনের পর) পরবর্তী নির্বাচন পর্বের আগেই ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত করতে হবে ৷ উল্লেখ্য, আগামী 1 নভেম্বর থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে রাজ্যে ৷ এই বিষয়ে সকলের মতামত জানতেই বৃহস্পতিবার কলকাতায় নির্বাচন কমিশনে কার্যালয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হয় ৷ সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাঁদের পরামর্শ ও প্রস্তাব দেন ৷

আরও পড়ুন : তালিকায় নাম ‘ডিলিট’, ভোট দিতে না পেরে হতাশ ভোটার

নির্বাচন কমিশন সূত্রে খবর, 2022 সালের 1 জানুয়ারি যাঁদের বয়স 18 বছর হবে, তাঁরা নতুন ভোটার হিসাবে তালিকায় নাম তুলতে পারবেন ৷ আগামী মাস অর্থাৎ নভেম্বর মাসের সাতটি দিনকে চিহ্নিত করা হয়েছে ৷ এই দিনগুলিতেই বুথে বুথে ভোটার তালিকা সংশোধনের কাজ করা হবে ৷ নির্ধারিত এই দিনগুলি হল 7, 13, 14, 20, 21, 27 ও 28 নভেম্বর ৷ এই সাতদিন সকাল 11 টা থেকে বিকেল 4 টে পর্যন্ত চলবে ভোটার তালিকা সংশোধনের শিবির ৷ এছাড়াও প্রতিদিন দু’ঘণ্টা করে শিবির চালানো হবে ৷ তবে সেই সময়সীমা স্থির করা হবে জেলাশাসকের দফতরের তরফে ৷

এদিনের সর্বদলীয় বৈঠকে সবক’টি রাজনৈতিক দলই ভোটার তালিকায় ত্রুটি নিয়ে অভিযোগ করেছে ৷ শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন দেবাশিস কুমার ৷ তিনি এই প্রসঙ্গে বলেন, ‘‘আজকের বৈঠকে দলের তরফ থেকে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করার দাবিতে প্রস্তাব পেশ করা হয়েছে ৷’’

বামফ্রন্টের তরফে সিপিএম নেতা রবীন দেব বলেন, ‘‘79 হাজার 702টি বুথে বিশেষ শিবির করে ভোটার তালিকা সংশোধনের কাজ করা হবে ৷ কিন্তু ভোটার তালিকা সংশোধনের সঙ্গে যুক্ত কর্মীরা কারা ? এঁরা কি সরকারি কর্মী ? কমিশনের কাছে এই বিষয়টি আমরা স্পষ্টভাবে জানতে চেয়েছি ৷ ভোটার তালিকা সংশোধনের কাজে নিরপেক্ষতা বজায় রাখতে হবে ৷ কিন্তু, এই প্রশ্নের উত্তর মুখ্য নির্বাচনী আধিকারিক আজিজ আফতাব দিতে পারেননি ৷ গত বিধানসভা নির্বাচনে যে ভোটার তালিকা অনুযায়ী ভোট করানো হয়েছে, সেখানে মোট ভোটার ছিলেন 7 কোটি 32 লক্ষ ৷ নির্বাচন কমিশনের ভোটার তালিকা নিয়ে অনেক অভিযোগ উঠেছিল ৷ অভিযোগ ছিল, বহু মৃত ও ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে সরানো হয়নি ৷ কেন সরানো হয়নি তাঁদের নাম ? এই কাজ তো নির্বাচন কমিশনেরই ।’’

আরও পড়ুন : WB ByPolls : উপনির্বাচনে চার কেন্দ্রেই থাকছে সিসিটিভির ব্যবস্থা, সুষ্ঠ ভোট করাতে মরিয়া কমিশন

অভিযোগের একই সুর শোনা গিয়েছে বিজেপি ও কংগ্রেসের প্রতিনিধিদের গলাতেও ৷ বিজেপির পক্ষ থেকে অর্জুন সিং এবং কংগ্রেসের তরফে আশুতোষ চট্টোপাধ্য়ায় জানান, ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির জন্য তাঁরা বেশ কিছু প্রস্তাব দিয়েছেন নির্বাচন কমিশনকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.