কলকাতা,28 ডিসেম্বর : মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) বিরোধী বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে । তাই আজ রাজ্যজুড়ে ধরনায় বসেছিলেন প্রতিটি বিধানসভার তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা । সেই মতো বেহালায় নিজের বিধানসভা কেন্দ্রে ধরনা ও বিক্ষোভ কর্মসূচি পালনে ব্যস্ত থাকলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন,"এখানে যেহেতু নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাই কোনও হিংসা হয়নি । এখানে শান্তি, গণতান্ত্রিক পদ্ধতি, সংবিধান মেনে ঐক্য ও সংস্কৃতিকে বজায় রাখার জন্য "আমরা নাগরিক" স্লোগান তুলে আন্দোলন করছি ।"
তিনি আরও বলেন , "BJP মানুষকে ভুল বোঝাচ্ছে । কিন্তু সুখের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম অসমে যখন NRC এর কাজ শুরু হয় তখন তার বিপদের কথা বুঝতে পেরে বিধানসভায় বিল পাস করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । শুধু তাই নয়, অসমে প্রতিনিধি পাঠিয়েছিলেন তিনি । একই রকম ভাবে উত্তরপ্রদেশ ও কর্নাটকেও প্রতিনিধি পাঠিয়েছেন । ঘটনাটি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতে ছড়িয়ে পড়েছে । কিন্তু এখানে নেত্রীর নাম যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তাই কোনও হিংসা হয়নি । আমরা এখানে শান্তিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে, সংবিধান মেনে ঐক্য ও সংস্কৃতিকে বজায় রাখার জন্য 'আমরা নাগরিক" স্লোগান তুলে আন্দোলন করছি ।"
প্রতিটি বিধানসভা কেন্দ্রের মতো বেহালাতেও আজ এই ধরনা সভা শুরু হয় সকাল 10 টা থেকে । সেখানে উপস্থিত থেকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় CAA বিরোধী এই বক্তব্য রাখেন ।