ETV Bharat / city

এখানে নেত্রীর নাম মমতা,তাই কোনও হিংসা হয়নি : পার্থ - Partha's speech

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি বিধানসভা কেন্দ্রের মতো নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) বিরোধিতায় বেহালাতে আজ ধরনা সভা হয় । সেখানে উপস্থিত থেকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় CAA র বিরোধিতায় বক্তব্য রাখেন ।

image
পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Dec 28, 2019, 7:08 PM IST

কলকাতা,28 ডিসেম্বর : মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) বিরোধী বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে । তাই আজ রাজ্যজুড়ে ধরনায় বসেছিলেন প্রতিটি বিধানসভার তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা । সেই মতো বেহালায় নিজের বিধানসভা কেন্দ্রে ধরনা ও বিক্ষোভ কর্মসূচি পালনে ব্যস্ত থাকলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন,"এখানে যেহেতু নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাই কোনও হিংসা হয়নি । এখানে শান্তি, গণতান্ত্রিক পদ্ধতি, সংবিধান মেনে ঐক্য ও সংস্কৃতিকে বজায় রাখার জন্য "আমরা নাগরিক" স্লোগান তুলে আন্দোলন করছি ।"

তিনি আরও বলেন , "BJP মানুষকে ভুল বোঝাচ্ছে । কিন্তু সুখের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম অসমে যখন NRC এর কাজ শুরু হয় তখন তার বিপদের কথা বুঝতে পেরে বিধানসভায় বিল পাস করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । শুধু তাই নয়, অসমে প্রতিনিধি পাঠিয়েছিলেন তিনি । একই রকম ভাবে উত্তরপ্রদেশ ও কর্নাটকেও প্রতিনিধি পাঠিয়েছেন । ঘটনাটি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতে ছড়িয়ে পড়েছে । কিন্তু এখানে নেত্রীর নাম যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তাই কোনও হিংসা হয়নি । আমরা এখানে শান্তিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে, সংবিধান মেনে ঐক্য ও সংস্কৃতিকে বজায় রাখার জন্য 'আমরা নাগরিক" স্লোগান তুলে আন্দোলন করছি ।"

প্রতিটি বিধানসভা কেন্দ্রের মতো বেহালাতেও আজ এই ধরনা সভা শুরু হয় সকাল 10 টা থেকে । সেখানে উপস্থিত থেকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় CAA বিরোধী এই বক্তব্য রাখেন ।

কলকাতা,28 ডিসেম্বর : মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) বিরোধী বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে । তাই আজ রাজ্যজুড়ে ধরনায় বসেছিলেন প্রতিটি বিধানসভার তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা । সেই মতো বেহালায় নিজের বিধানসভা কেন্দ্রে ধরনা ও বিক্ষোভ কর্মসূচি পালনে ব্যস্ত থাকলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন,"এখানে যেহেতু নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাই কোনও হিংসা হয়নি । এখানে শান্তি, গণতান্ত্রিক পদ্ধতি, সংবিধান মেনে ঐক্য ও সংস্কৃতিকে বজায় রাখার জন্য "আমরা নাগরিক" স্লোগান তুলে আন্দোলন করছি ।"

তিনি আরও বলেন , "BJP মানুষকে ভুল বোঝাচ্ছে । কিন্তু সুখের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম অসমে যখন NRC এর কাজ শুরু হয় তখন তার বিপদের কথা বুঝতে পেরে বিধানসভায় বিল পাস করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । শুধু তাই নয়, অসমে প্রতিনিধি পাঠিয়েছিলেন তিনি । একই রকম ভাবে উত্তরপ্রদেশ ও কর্নাটকেও প্রতিনিধি পাঠিয়েছেন । ঘটনাটি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতে ছড়িয়ে পড়েছে । কিন্তু এখানে নেত্রীর নাম যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তাই কোনও হিংসা হয়নি । আমরা এখানে শান্তিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে, সংবিধান মেনে ঐক্য ও সংস্কৃতিকে বজায় রাখার জন্য 'আমরা নাগরিক" স্লোগান তুলে আন্দোলন করছি ।"

প্রতিটি বিধানসভা কেন্দ্রের মতো বেহালাতেও আজ এই ধরনা সভা শুরু হয় সকাল 10 টা থেকে । সেখানে উপস্থিত থেকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় CAA বিরোধী এই বক্তব্য রাখেন ।

Intro:নেত্রীর নাম মমতা তাই এখানে হিংসা নয় : ধরনা মঞ্চ থেকে বললেন পার্থ

কলকাতা, ২৮ ডিসেম্বর: CAA বিরোধী ধরনা মঞ্চ থেকে আজ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, "এখানে যেহেতু নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সে কারণে কোনও হিংসা নয়। এখানে শান্তি, গণতান্ত্রিক পদ্ধতি, সংবিধান মেনে ঐক্য ও সংস্কৃতিকে বজায় রাখার জন্য "আমরা নাগরিক" স্লোগান তুলে আন্দোলন করছি।"





Body:মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ গোটা রাজ্য জুড়ে CAA বিরোধী ধর্না ও বিক্ষোভ কর্মসূচি সম্পন্ন করছে তৃণমূল কংগ্রেসের নেতা- নেত্রীরা। সেই মতো বেহালায় নিজের বিধানসভা এলাকায় ধর্না ও বিক্ষোভ কর্মসূচি পালনে ব্যস্ত থাকলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, "অসমে যখন NRC এর কাজ শুরু হয় তখন তার বিপদের কথা বুঝতে পেরে বিধানসভায় বিল পাস করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায। শুধু তাই নয় অসমে প্রতিনিধি পাঠিয়েছিলেন তিনি। একই রকম ভাবে উত্তর প্রদেশ ও কর্নাটকেও প্রতিনিধি পাঠিয়েছেন। ঘটনাটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। এখানে শান্তিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে, সংবিধান মেনে ঐক্য ও সংস্কৃতিকে বজায় রাখার জন্য 'আমরা নাগরিক" স্লোগান তুলে আন্দোলন করছি।"




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.