ETV Bharat / city

জাতীয় শিক্ষানীতি নিয়ে কেন্দ্রের বৈঠকে থাকবেন পার্থ চট্টোপাধ্যায় - পার্থ চট্টোপাধ্যায়

7 সেপ্টেম্বর কেন্দ্রের তরফে আয়োজিত ওই বৈঠকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও থাকবেন ।

partha chatterjee will be present in nep meeting
NEP নিয়ে কেন্দ্রের বৈঠকে থাকবেন পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Sep 6, 2020, 7:02 AM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর : জাতীয় শিক্ষানীতি নিয়ে আগামীকাল প্রতিটি রাজ্যের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক । এই নিয়ে বিরোধিতা করলেও সেই বৈঠকে তিনি ও রাজ্যের শিক্ষা সচিব উপস্থিত থাকবেন বলে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

গতকাল তিনি বলেন, "NEP নিয়ে কেন্দ্রের ওই ভার্চুয়াল বৈঠকে আমি থাকব । থাকবেন শিক্ষা সচিব মণীশ জৈনও ।” 7 সেপ্টেম্বর কেন্দ্রের তরফে আয়োজিত ওই বৈঠকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও থাকবেন । গতকাল শিক্ষক দিবস উপলক্ষে 40 জন স্কুল শিক্ষক ও 21 জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাকে "শিক্ষারত্ন" সন্মানে সন্মানিত করা হয় । তাঁদের হাতে তুলে দেওয়া হয় 25 হাজার টাকার চেক, বই, মানপত্র, ফুল ও মিষ্টি । তবে কোরোনা পরিস্থিতিতে অন্য বছরের মতো কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠান করা সম্ভব না হওয়ায় শিক্ষক-শিক্ষিকাদের হাতে সংশ্লিষ্ট জেলাশাসকের অফিস থেকে সেগুলি তুলে দেওয়া হয় । পাশাপাশি "সেরা বিদ্যালয়"-এর শিরোপা পাওয়া 13টি স্কুলকে পুরস্কার হিসেবে এক লাখ টাকা দেওয়া হয় ।

দীর্ঘ 34 বছর নতুন জাতীয় শিক্ষানীতি (NEP 2020) ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । কিন্তু, প্রথম থেকেই এর বিরুদ্ধে সরব হয়েছে রাজ্য সরকার সহ শিক্ষামহলের একাংশ । তাদের অভিযোগ, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই জাতীয় শিক্ষানীতি হয়েছে । শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের একাধিক রাজ্য এই অভিযোগে সরব হয় । তাই রাজ্যগুলির সঙ্গে আলোচনা করতে আগামীকাল ভিডিয়ো কনফারেন্সের আয়োজন করা হয়েছে ।

কলকাতা, 6 সেপ্টেম্বর : জাতীয় শিক্ষানীতি নিয়ে আগামীকাল প্রতিটি রাজ্যের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক । এই নিয়ে বিরোধিতা করলেও সেই বৈঠকে তিনি ও রাজ্যের শিক্ষা সচিব উপস্থিত থাকবেন বলে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

গতকাল তিনি বলেন, "NEP নিয়ে কেন্দ্রের ওই ভার্চুয়াল বৈঠকে আমি থাকব । থাকবেন শিক্ষা সচিব মণীশ জৈনও ।” 7 সেপ্টেম্বর কেন্দ্রের তরফে আয়োজিত ওই বৈঠকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও থাকবেন । গতকাল শিক্ষক দিবস উপলক্ষে 40 জন স্কুল শিক্ষক ও 21 জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাকে "শিক্ষারত্ন" সন্মানে সন্মানিত করা হয় । তাঁদের হাতে তুলে দেওয়া হয় 25 হাজার টাকার চেক, বই, মানপত্র, ফুল ও মিষ্টি । তবে কোরোনা পরিস্থিতিতে অন্য বছরের মতো কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠান করা সম্ভব না হওয়ায় শিক্ষক-শিক্ষিকাদের হাতে সংশ্লিষ্ট জেলাশাসকের অফিস থেকে সেগুলি তুলে দেওয়া হয় । পাশাপাশি "সেরা বিদ্যালয়"-এর শিরোপা পাওয়া 13টি স্কুলকে পুরস্কার হিসেবে এক লাখ টাকা দেওয়া হয় ।

দীর্ঘ 34 বছর নতুন জাতীয় শিক্ষানীতি (NEP 2020) ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । কিন্তু, প্রথম থেকেই এর বিরুদ্ধে সরব হয়েছে রাজ্য সরকার সহ শিক্ষামহলের একাংশ । তাদের অভিযোগ, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই জাতীয় শিক্ষানীতি হয়েছে । শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের একাধিক রাজ্য এই অভিযোগে সরব হয় । তাই রাজ্যগুলির সঙ্গে আলোচনা করতে আগামীকাল ভিডিয়ো কনফারেন্সের আয়োজন করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.