ETV Bharat / city

80 হাজার বুথে 1 হাজার দুর্নীতির ঘটনা : পার্থ

পঞ্চায়েত দুর্নীতি, কুলতলির রাজনৈতিক সংঘর্ষের ঘটনা, নন্দীগ্রামে বহিষ্কারের প্রসঙ্গ নিয়ে আজ দলের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । পশ্চিমবঙ্গে আইনের যথেষ্ট শাসন রয়েছে বলেও দাবি করেন তিনি ।

Partha Chatterjee
Partha Chatterjee
author img

By

Published : Jul 5, 2020, 9:00 PM IST

কলকাতা, 5 জুলাই : "80 হাজার বুথে মাত্র 1 হাজার দুর্নীতির ঘটনা ঘটেছে । যাই ঘটুক তাঁদের তাড়িয়ে দিলে হবে না । তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যায় সেটা দেখতে হবে ।" দলের পঞ্চায়েত স্তরের দুর্নীতি নিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । পাশাপাশি দলের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ নিয়ে মুখ খুললেন তিনি।

পঞ্চায়েত দুর্নীতি, কুলতলির রাজনৈতিক সংঘর্ষের ঘটনা, নন্দীগ্রামে বহিষ্কারের প্রসঙ্গ নিয়ে আজ দলের অবস্থান স্পষ্ট করলেন পার্থ চট্টোপাধ্যায় । সংঘর্ষ ও দুষ্কৃতীরাজ নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তাঁর বক্তব্য, "বারবার বলি দিলীপবাবুরা নিজের ঘর সামলান । প্রশাসন প্রশাসনের কাজ করবে । তৃণমূল সংগঠনের বিষয়গুলি দেখছে । দুষ্কৃতীদের তো সবাই চিহ্নিত করতে পারবে । দুষ্কৃতীদের কারা আশ্রয় দিচ্ছে তা জলের মতো পরিষ্কার । কোরোনা, আমফান নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন । আর দিলীপবাবুরা বাড়িতে বসে বসে বুগলি মারছেন । আমার কিছু বলার নেই । নিজে ভাবুন কী করছেন ।"

অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে আইনের যথেষ্ট শাসন রয়েছে বলে দাবি করলেন তৃণমূলের মহাসচিব ‌। এ'প্রসঙ্গে তিনি বলেন, "এখানে আইনের শাসন নেই ? তাহলে উত্তরপ্রদেশে কিসের শাসন রয়েছে ? আমাদের রাজ্যে আইনের শাসন রয়েছে বলে, গণতান্ত্রিক পরিবেশ আছে বলে সংবিধান সম্মত সমস্ত কাজ বিরোধীরা করছেন ।"

অন্যদিকে, দলীয় নেতা-কর্মীদের দুর্নীতির বিষয়ে পার্থবাবু বলেন, "সারা বাংলাজুড়ে খুব কম সংখ্যক, 80 হজের বুথে 1 হাজারও নেই এমন ঘটনা ঘটেছে । যাই ঘটুক, তাঁদের তাড়িয়ে দিলে হবে না । তাঁদের বিরুদ্ধে শাস্তিযোগ্য কোনও পদক্ষেপ নেওয়া যায় কিনা সেটা দেখতে হবে । সব রাজনৈতিক দলগুলির লক্ষ্য বাংলার পুনর্গঠন ও কোরোনা মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিশ্রমকে ব্যাহত করার চেষ্টা করা । বাংলার মানুষ এটা ক্ষমা করবে না । "

কলকাতা, 5 জুলাই : "80 হাজার বুথে মাত্র 1 হাজার দুর্নীতির ঘটনা ঘটেছে । যাই ঘটুক তাঁদের তাড়িয়ে দিলে হবে না । তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যায় সেটা দেখতে হবে ।" দলের পঞ্চায়েত স্তরের দুর্নীতি নিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । পাশাপাশি দলের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ নিয়ে মুখ খুললেন তিনি।

পঞ্চায়েত দুর্নীতি, কুলতলির রাজনৈতিক সংঘর্ষের ঘটনা, নন্দীগ্রামে বহিষ্কারের প্রসঙ্গ নিয়ে আজ দলের অবস্থান স্পষ্ট করলেন পার্থ চট্টোপাধ্যায় । সংঘর্ষ ও দুষ্কৃতীরাজ নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তাঁর বক্তব্য, "বারবার বলি দিলীপবাবুরা নিজের ঘর সামলান । প্রশাসন প্রশাসনের কাজ করবে । তৃণমূল সংগঠনের বিষয়গুলি দেখছে । দুষ্কৃতীদের তো সবাই চিহ্নিত করতে পারবে । দুষ্কৃতীদের কারা আশ্রয় দিচ্ছে তা জলের মতো পরিষ্কার । কোরোনা, আমফান নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন । আর দিলীপবাবুরা বাড়িতে বসে বসে বুগলি মারছেন । আমার কিছু বলার নেই । নিজে ভাবুন কী করছেন ।"

অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে আইনের যথেষ্ট শাসন রয়েছে বলে দাবি করলেন তৃণমূলের মহাসচিব ‌। এ'প্রসঙ্গে তিনি বলেন, "এখানে আইনের শাসন নেই ? তাহলে উত্তরপ্রদেশে কিসের শাসন রয়েছে ? আমাদের রাজ্যে আইনের শাসন রয়েছে বলে, গণতান্ত্রিক পরিবেশ আছে বলে সংবিধান সম্মত সমস্ত কাজ বিরোধীরা করছেন ।"

অন্যদিকে, দলীয় নেতা-কর্মীদের দুর্নীতির বিষয়ে পার্থবাবু বলেন, "সারা বাংলাজুড়ে খুব কম সংখ্যক, 80 হজের বুথে 1 হাজারও নেই এমন ঘটনা ঘটেছে । যাই ঘটুক, তাঁদের তাড়িয়ে দিলে হবে না । তাঁদের বিরুদ্ধে শাস্তিযোগ্য কোনও পদক্ষেপ নেওয়া যায় কিনা সেটা দেখতে হবে । সব রাজনৈতিক দলগুলির লক্ষ্য বাংলার পুনর্গঠন ও কোরোনা মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিশ্রমকে ব্যাহত করার চেষ্টা করা । বাংলার মানুষ এটা ক্ষমা করবে না । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.