কলকাতা, 29 জুলাই : জোকা ইএসআই হাসপাতালে ঢোকা এবং বেরোনো দুই ক্ষেত্রেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায় । হাসপাতালে ঢোকার মুখে প্রতিক্রিয়া দিয়েছিলেন যে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে । স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, কে এবং কারা করছেন ষড়যন্ত্র ! তাঁর জবাব জানতে উৎসুক হয়েছিলেন সকলেই ৷
স্বাস্থ্য পরীক্ষার পর আবারও মুখ খুললেন তিনি । যা বললেন তাতে বিতর্ক আরও বাড়ল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছেন, সেই নিয়ে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, ‘‘মমতার সিদ্ধান্ত সঠিক ।’’
এরপরই আসে দলের প্রসঙ্গ । কারণ, তৃণমূলও তাঁকে সব পদ থেকে অপসারিত করেছে ৷ সেই নিয়ে জবাব দিতে গিয়ে আরও কিছুটা কৌশলী তৃণমূলের প্রাক্তন মহাসচিব । বললেন, ‘‘দলের সিদ্ধান্ত সঠিক কি না সময় বলবে ।’’ তৃণমূলের এই সিদ্ধান্তের সঙ্গে তবে কি একমত হতে পারছেন না পার্থ ? তবে আশ্চর্যজনক হলেও সত্যি এবারও তিনি স্পষ্টভাবে জানাননি যে তাঁর বিরুদ্ধে চক্রান্ত কে করছে ।
প্রসঙ্গত, তাঁর ষড়যন্ত্রের তথ্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে স্পষ্টভাষায় বলা হচ্ছিল, শুধু ষড়যন্ত্রের কথা বললে হবে না ৷ এক্ষেত্রে ষড়যন্ত্র কে করেছে সেটাও স্পষ্ট করে বলতে হবে । তাৎপর্যপূর্ণভাবে শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় হাসপাতালে ঢোকার সময় ষড়যন্ত্রের কথা বললেও বেরোনোর সময় সেই ষড়যন্ত্র কে করেছে, তা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি ।
বারবার পার্থ চট্টোপাধ্যায়ের এই ধরনের বক্তব্য নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ‘‘ওঁর যদি কিছু বলার থাকতো আগেই বলতে পারতেন । দল সিদ্ধান্ত নিয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে সরকার থেকে সরিয়ে দিয়েছেন । এখন আদালতই একমাত্র জায়গা যেখানে উনি ঠিক কি না, দল ঠিক ছিল কি ছিল না, সেটা প্রমাণের । আপনার উচিত আদালতে থেকেই কলুষমুক্ত হয়ে আসা ।’’
অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী এ প্রসঙ্গে বলেছেন, ‘‘পার্থবাবু ঢোকার সময় এক কথা বলছেন, বেরোনোর সময় আরেক কথা বলছেন । উনি ঠিকই বলেছেন ওঁর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা আছে । কিন্তু দলের উপর নেই । এটা তো ঠিক এই অপরাধের ভাগীদার তিনি একা নন । এই অপরাধের ভাগীদার মমতাও । মমতার উপর ভরসা রয়েছে তাঁর ।’’
আরও পড়ুন : Partha Chatterjee: অপসারণের পরই চক্রান্তের ইঙ্গিত পার্থর, এত দেরিতে ? কটাক্ষ কুণালের