কলকাতা, 5 অগস্ট: ইডি আধিকারিকদের জন্য এ বার নয়া চমক ‘অপা’-র ৷ মুখোমুখি জেরায় বসে অর্পিতাকে চিনতেই পারলেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee Refused to recognize Arpita Mukherjee in Face-to-Face Interrogation) ! ইডি আধিকারিকরা পার্থকে জিজ্ঞাসা করেন, তিনি অর্পিতাকে চেনেন কিনা, টেবিলের উলটোদিকে বসে থাকা অর্পিতার দিকে না তাকিয়েই তাঁর জবাব, ‘‘না সেভাবে চিনি না ৷ মাঝে মধ্যে দেখতাম ৷’’
পার্থর এই জবাবে কার্যত হতবাক ইডি আধিকারিকরা ৷ অর্পিতা মুখোপাধ্যায়ের নাম পার্থর বাড়ি থেকে উদ্ধার হওয়া নথি থেকে ইডি জেনেছে ৷ এমনকী যাঁর সঙ্গে যৌথভাবে কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক সম্পত্তি কিনে রেখেছেন, সেই অর্পিতা মুখোপাধ্যায়কেই চেনেন না পার্থ ! তবে, অর্পিতাও ব্যতিক্রম নন ৷ তাঁকেও একই প্রশ্ন করা হলে, অর্পিতার জবাব ছিল, ‘‘দু-একবার দেখা হয়েছিল ৷’’ ইডি সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ তবে, এর পর আর ‘পরিচয় পর্ব’ বেশি দূর এগোননি ইডি আধিকারিকরা ৷
একে অপরকে না চেনার এই বিষয়টি অনুধাবন করতে পেরে, ইডি আধিকারিকরা অন্য প্রসঙ্গে চলে যান ৷ পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয়, এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এসেছে ৷ এই প্রশ্ন করতেই মুখ তোলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ সেই সঙ্গে তাঁর জবাব,‘‘ওই টাকা আমার নয় ৷’’ তদন্তকারীরা পাল্টা প্রশ্ন করেন, তাহলে টাকাগুলি কার ? যার কোনও জবাব পার্থ দেননি ৷
আরও পড়ুন: ইডির নজরে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে-জামাই, কলকাতায় আসার অনুরোধে ইমেল
এ দিনের জেরায় নাকি অর্পিতাও তাঁর আগের অবস্থান থেকে অনেকটাই সরে এসেছেন বলে ইডি সূত্রে খবর ৷ জানা গিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর বেলঘড়িয়ার আবাসন এবং টালিগঞ্জের আবাসন থেকে কোটি কোটি টাকা ও সোনার গয়না পাওয়া গিয়েছে ৷ সেগুলি কার ? কে রেখে গেছিল ? যার জবাবে নাকি, অর্পিতা তদন্তকারীদের জানান, সময় এলেই সব বলবেন ৷ ইডির তরফে তাঁকে জানানো হয়, যা বলার এখানেই বলতে পারেন ৷ কিন্তু, তা সত্ত্বেও নীরব থাকেন অর্পিতা মুখোপাধ্যায় ৷ এখানেই ইডির আধিকারিকদের সন্দেহ, কোনও কারণে কি অর্পিতা মুখোপাধ্যায় সত্যি বলতে ভয় পাচ্ছেন ? নাকি অন্য কিছুর আশঙ্কা করছেন তিনি ? যে কারণে আর আগের মতো তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করতে চাইছেন না তিনি ৷ প্রশ্ন অনেক, কিন্তু পার্থ বা অর্পিতা কেউই জবাব দিচ্ছেন না বলে দাবি ইডির ৷