ETV Bharat / city

রবীন্দ্রভারতীর অশ্লীলতায় মাথা হেঁট হয়ে যাচ্ছে : শিক্ষামন্ত্রী

"এ তো ভাবাই যায় না । রবীন্দ্রনাথকে নিয়ে বসন্ত উৎসব পালনের নামে যারা অশ্লীলতাকে প্রাধান্য দিচ্ছে তাদের কোন ভাষায় নিন্দা করব ? কোনও ভাষা নেই যে ভাষায় এদের নিন্দা করা যায় ৷" মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের ।

partha chatterjee
partha chatterjee
author img

By

Published : Mar 7, 2020, 4:17 AM IST

Updated : Mar 7, 2020, 8:02 AM IST

কলকাতা, 7 মার্চ : রবীন্দ্রভারতীর ঘটনার নিন্দা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । বলেন, "বসন্ত উৎসবের নামে রবীন্দ্রভারতীর অশ্লীলতায় মাথা হেঁট হয়ে যাচ্ছে । নিন্দার কোনও ভাষা নেই ।" সঙ্গে বলেন, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ্গে কথা বলেছি । এটা নিয়ে তারা যা ভালো বুঝবে সেটাই করবে । "

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে প্রাক দোল উৎসবে অশ্লীলতার নিন্দা করেছেন অনেকেই। এনিয়ে পার্থবাবু বলেন, "এ তো ভাবাই যায় না । রবীন্দ্রনাথকে নিয়ে বসন্ত উৎসব পালনের নামে যারা অশ্লীলতাকে প্রাধান্য দিচ্ছে তাদের কোন ভাষায় নিন্দা করব ? কোনও ভাষা নেই যে ভাষায় এদের নিন্দা করা যায় ৷ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আমি কথা বলেছি । প্রশাসনের সঙ্গেও কথা বলেছি । কর্তৃপক্ষ যা ভালো বুঝবে, প্রশাসন যা ভালো বুঝবে সেই পথেই হাঁটবে ।" তিনি আরও বলেন, " কী সোশাল মিডিয়া হচ্ছে ! কী বসন্ত উৎসব হচ্ছে ! কী ভাষা ! আমার ভাবতেও অবাক লাগে যে বাংলার সংস্কৃতিকে এরা কোথায় নিয়ে যাচ্ছে । "

নাম না করে BJP-কে আক্রমণ করে তিনি বলেন, "বারবার বাংলা ভাষার সংস্কৃতিকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে । বাংলার সংস্কৃতির উপর নানা দিক থেকে আঘাত হানা হচ্ছে । তারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে যা ইচ্ছে তাই করবার অধিকার । এটা অত্যন্ত লজ্জাজনক শুধু নয়, মাথা হেঁট করে দিয়েছে আমাদের । যারা এটা করেছে তাদের অভিভাবকদেরও চোখে জল আসবে । রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলতে হবে এমন কোনও উৎসব করা যাবে না যে উৎসবে এই ধরনের প্রবণতা থাকবে । বাইরের লোক হয়ে ভেতরে সংস্কৃতিকে নষ্ট করছে । যে কলেজ বা যে বিশ্ববিদ্যালয়ই হোক, এটা কোনও সুস্থ সংস্কৃতির লক্ষণ নয় । বাংলার গরিমাকে এরা কালিমালিপ্ত করেছে । আইন অনুযায়ী এদের বিরুদ্ধে সাইবার ক্রাইমে ব্যবস্থা নেওয়া হোক ৷"

রবীন্দ্রভারতী নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসবের আয়োজন করেছিল ছাত্র সংসদ ৷ ওই উৎসবে কয়েকজন যুবক, যুবতির বুকে ও পিঠে রঙিন আবির দিয়ে রবীন্দ্রনাথের গানকে বিকৃত করে লেখা হয়েছিল ৷ আর সেই ছবি সোশাল মিডিয়ায় ছড়াতেই নিন্দায় সরব হয় অনেকে ৷ এরপরই গতকাল ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি ।

কলকাতা, 7 মার্চ : রবীন্দ্রভারতীর ঘটনার নিন্দা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । বলেন, "বসন্ত উৎসবের নামে রবীন্দ্রভারতীর অশ্লীলতায় মাথা হেঁট হয়ে যাচ্ছে । নিন্দার কোনও ভাষা নেই ।" সঙ্গে বলেন, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ্গে কথা বলেছি । এটা নিয়ে তারা যা ভালো বুঝবে সেটাই করবে । "

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে প্রাক দোল উৎসবে অশ্লীলতার নিন্দা করেছেন অনেকেই। এনিয়ে পার্থবাবু বলেন, "এ তো ভাবাই যায় না । রবীন্দ্রনাথকে নিয়ে বসন্ত উৎসব পালনের নামে যারা অশ্লীলতাকে প্রাধান্য দিচ্ছে তাদের কোন ভাষায় নিন্দা করব ? কোনও ভাষা নেই যে ভাষায় এদের নিন্দা করা যায় ৷ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আমি কথা বলেছি । প্রশাসনের সঙ্গেও কথা বলেছি । কর্তৃপক্ষ যা ভালো বুঝবে, প্রশাসন যা ভালো বুঝবে সেই পথেই হাঁটবে ।" তিনি আরও বলেন, " কী সোশাল মিডিয়া হচ্ছে ! কী বসন্ত উৎসব হচ্ছে ! কী ভাষা ! আমার ভাবতেও অবাক লাগে যে বাংলার সংস্কৃতিকে এরা কোথায় নিয়ে যাচ্ছে । "

নাম না করে BJP-কে আক্রমণ করে তিনি বলেন, "বারবার বাংলা ভাষার সংস্কৃতিকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে । বাংলার সংস্কৃতির উপর নানা দিক থেকে আঘাত হানা হচ্ছে । তারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে যা ইচ্ছে তাই করবার অধিকার । এটা অত্যন্ত লজ্জাজনক শুধু নয়, মাথা হেঁট করে দিয়েছে আমাদের । যারা এটা করেছে তাদের অভিভাবকদেরও চোখে জল আসবে । রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলতে হবে এমন কোনও উৎসব করা যাবে না যে উৎসবে এই ধরনের প্রবণতা থাকবে । বাইরের লোক হয়ে ভেতরে সংস্কৃতিকে নষ্ট করছে । যে কলেজ বা যে বিশ্ববিদ্যালয়ই হোক, এটা কোনও সুস্থ সংস্কৃতির লক্ষণ নয় । বাংলার গরিমাকে এরা কালিমালিপ্ত করেছে । আইন অনুযায়ী এদের বিরুদ্ধে সাইবার ক্রাইমে ব্যবস্থা নেওয়া হোক ৷"

রবীন্দ্রভারতী নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসবের আয়োজন করেছিল ছাত্র সংসদ ৷ ওই উৎসবে কয়েকজন যুবক, যুবতির বুকে ও পিঠে রঙিন আবির দিয়ে রবীন্দ্রনাথের গানকে বিকৃত করে লেখা হয়েছিল ৷ আর সেই ছবি সোশাল মিডিয়ায় ছড়াতেই নিন্দায় সরব হয় অনেকে ৷ এরপরই গতকাল ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি ।

Last Updated : Mar 7, 2020, 8:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.