ETV Bharat / city

বাংলায় গোয়েন্দাগিরি করতেই পাঠানো হয়েছে কেন্দ্রীয় দল : পার্থ

রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাকে বদনাম করার চেষ্টা চলছে । কোরোনা মোকাবিলায় সহযোগিতা করার বদলে রাজনীতি করছে BJP । বললেন পার্থ চট্টোপাধ্যায় ।

TMC
পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : May 5, 2020, 8:47 PM IST

কলকাতা, 5 মে : রাজ্যে প্রতিনিধি দল পাঠানো নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । একইসঙ্গে রাজ্যপালের ভূমিকারও সমালোচনা করেন তিনি । এছাড়া রেশনে অনিয়ম এবং টিকিয়াপাড়া, বাদুড়িয়ার ঘটনা নিয়ে BJP-কে কাঠগড়ায় তোলেন তিনি ।

গতকাল তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের নেতারা কেন্দ্রীয় সরকার ও BJP-র বিরুদ্ধে একযোগে সরব হয়েছিলেন । ঠিক একইরকম ভাবে আজ কেন্দ্রীয় সরকার ও রাজ্যপালের কড়া সমালোচনায় সরব হলেন পার্থবাবু । বলেন, "রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাকে বদনাম করার চেষ্টা চলছে । কেন্দ্রীয় সরকার বাংলাকে কালিমালিপ্ত করছে । কোরোনা মোকাবিলায় সহযোগিতা করার বদলে রাজনীতি করছে BJP । বাংলায় গোয়েন্দাগিরি করতেই পাঠানো হয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ।"

রাজ্যপালের ভূমিকা নিয়েও ক্ষোভপ্রকাশ করেন পার্থ চট্টোপাধ্যায় । বলেন, "রাজ্যের সাংবিধানিক প্রধান হয়েও ক্রমাগত রাজ্য সরকারের সঙ্গে অসহযোগিতা করে চলেছেন । তিনি গুজরাত ও অন্যান্য রাজ্য সম্পর্কে কিছু বলেন না । বাংলার সমালোচনা করেন । কার্যত নিজের পদের অসম্মান করছেন রাজ্যপাল । "

একইসঙ্গে রেশন দুর্নীতি, টিকিয়াপাড়া ও বাদুড়িয়ার ঘটনা নিয়ে BJP-কে কাঠগড়ায় তুলে তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার রেশন পাঠাচ্ছে । তা বিভিন্ন জায়গায় BJP-র কার্যালয়ে জমা হচ্ছে । রেশনে অনিয়ম নিয়ে রাজ্যপাল যে অভিযোগ করেছেন তার সামান্য কোনও ভিত্তি নেই । টিকিয়াপাড়া ও বাদুড়িয়ার গন্ডগোলে BJP-র যে সরাসরি যোগ রয়েছে তা স্পষ্ট।"

রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় রেশনে অনিয়মের প্রসঙ্গে বলেন, "রাজ্যজুড়ে পর্যাপ্ত রেশন বণ্টন হচ্ছে । রেশন ব্যবস্থায় কোথাও কোনও অনিয়ম নেই।"

আজ একই কথা শোনা যায় রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের গলাতেও । রেশনিং ব্যবস্থা নিয়ে তিনি বলেন, "রেশন ব্যবস্থা ভালোভাবেই চলছে । রেশন নিয়ে বেশ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে । 65 লাখ মানুষকে কুপনের মাধ্যমে রেশন দেওয়া হচ্ছে । রেশনিং ব্যবস্থায় উপকৃত প্রায় 10 কোটি মানুষ । রেশনে দুর্নীতি করায় এখনও পর্যন্ত 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।"

কলকাতা, 5 মে : রাজ্যে প্রতিনিধি দল পাঠানো নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । একইসঙ্গে রাজ্যপালের ভূমিকারও সমালোচনা করেন তিনি । এছাড়া রেশনে অনিয়ম এবং টিকিয়াপাড়া, বাদুড়িয়ার ঘটনা নিয়ে BJP-কে কাঠগড়ায় তোলেন তিনি ।

গতকাল তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের নেতারা কেন্দ্রীয় সরকার ও BJP-র বিরুদ্ধে একযোগে সরব হয়েছিলেন । ঠিক একইরকম ভাবে আজ কেন্দ্রীয় সরকার ও রাজ্যপালের কড়া সমালোচনায় সরব হলেন পার্থবাবু । বলেন, "রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাকে বদনাম করার চেষ্টা চলছে । কেন্দ্রীয় সরকার বাংলাকে কালিমালিপ্ত করছে । কোরোনা মোকাবিলায় সহযোগিতা করার বদলে রাজনীতি করছে BJP । বাংলায় গোয়েন্দাগিরি করতেই পাঠানো হয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ।"

রাজ্যপালের ভূমিকা নিয়েও ক্ষোভপ্রকাশ করেন পার্থ চট্টোপাধ্যায় । বলেন, "রাজ্যের সাংবিধানিক প্রধান হয়েও ক্রমাগত রাজ্য সরকারের সঙ্গে অসহযোগিতা করে চলেছেন । তিনি গুজরাত ও অন্যান্য রাজ্য সম্পর্কে কিছু বলেন না । বাংলার সমালোচনা করেন । কার্যত নিজের পদের অসম্মান করছেন রাজ্যপাল । "

একইসঙ্গে রেশন দুর্নীতি, টিকিয়াপাড়া ও বাদুড়িয়ার ঘটনা নিয়ে BJP-কে কাঠগড়ায় তুলে তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার রেশন পাঠাচ্ছে । তা বিভিন্ন জায়গায় BJP-র কার্যালয়ে জমা হচ্ছে । রেশনে অনিয়ম নিয়ে রাজ্যপাল যে অভিযোগ করেছেন তার সামান্য কোনও ভিত্তি নেই । টিকিয়াপাড়া ও বাদুড়িয়ার গন্ডগোলে BJP-র যে সরাসরি যোগ রয়েছে তা স্পষ্ট।"

রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় রেশনে অনিয়মের প্রসঙ্গে বলেন, "রাজ্যজুড়ে পর্যাপ্ত রেশন বণ্টন হচ্ছে । রেশন ব্যবস্থায় কোথাও কোনও অনিয়ম নেই।"

আজ একই কথা শোনা যায় রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের গলাতেও । রেশনিং ব্যবস্থা নিয়ে তিনি বলেন, "রেশন ব্যবস্থা ভালোভাবেই চলছে । রেশন নিয়ে বেশ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে । 65 লাখ মানুষকে কুপনের মাধ্যমে রেশন দেওয়া হচ্ছে । রেশনিং ব্যবস্থায় উপকৃত প্রায় 10 কোটি মানুষ । রেশনে দুর্নীতি করায় এখনও পর্যন্ত 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.