ETV Bharat / city

Partha Chatterjee in Kolkata: সাতসকালে ভুবনেশ্বর থেকে কলকাতায় আনা হল পার্থকে, আপাতত ঠিকানা সিজিও কমপ্লেক্স - SSC Recruitment Scam

সাতসকালে ভুবনেশ্বর থেকে কলকাতায় আনা হল পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee in Kolkata)৷ এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে ৷

Partha Chatterjee arrives at Kolkata airport from Bhubaneswar, taken to the CGO complex
সাতসকালে ভুবনেশ্বর থেকে কলকাতায় আনা হল পার্থকে, আপাতত ঠিকানা সিজিও কমপ্লেক্স
author img

By

Published : Jul 26, 2022, 9:17 AM IST

কলকাতা, 26 জুলাই: ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরিয়ে আনা হল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)৷ আজ সকাল 6.32-এ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান ৷ বিমানবন্দর থেকে রাজ্যের শিল্পমন্ত্রীকে (Partha Chatterjee in Kolkata) সল্টলেকে ইডি দফতর সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে ৷

স্বাস্থ্য পরীক্ষার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার সকালে এয়ার অ্যাম্বুল্যান্সে করে পার্থকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ভুবনেশ্বর এইমসে ৷ সেখানে শারীরিক পরীক্ষা-নীরিক্ষা হয় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ধৃত মন্ত্রীর ৷ তবে তাঁকে হাসপাতালে ভর্তি রাখার কোনও প্রয়োজন নেই বলে জানিয়ে দেন ভুবনেশ্বর এইমসের চিকিৎসকরা ৷ তাই সোমবারই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান ওড়িশার (Odisha) ভুবনেশ্বর এইমস (AIIMS Bhubaneswar)-এর চিকিৎসক আশুতোষ বিশ্বাস ৷

আরও পড়ুন: 3 অগস্ট পর্যন্ত ইডি হেফাজতে পার্থ-অর্পিতা

তিনি বলেন, "পার্থ চট্টোপাধ্য়ায়ের কিছু ক্রনিক সমস্যা রয়েছে ৷ সেগুলিতে তিনি দীর্ঘদিন ধরেই ভুগছেন ৷ তার জন্য যেমন ওষুধ খাওয়ার খেয়ে যেতে হবে ৷ তবে, এই মুহূর্তে তাঁকে হাসপাতালে ভর্তি রাখার কোনও প্রয়োজন নেই ৷" এইমস-এর এই রিপোর্ট সংশ্লিষ্ট ইডি আধিকারিক ছাড়াও পার্থর আইনজীবী এবং তাঁদের সঙ্গে যাওয়া এসএসকেএম-এর চিকিৎসকের হাতে তুলে দেওয়া হয় ৷

হাসপাতালের রিপোর্ট প্রকাশ্যে আসার কিছু পরেই কলকাতায় ইডির বিশেষ আদালতে মামলার শুনানি শুরু হয় । ওই শুনানিতে পার্থকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানোর ব্যবস্থা করে ইডি । বিচারক তাঁকে 3 অগস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

আরও পড়ুন : পার্থকে হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই ! জানিয়ে দিল ভুবনেশ্বর এইমস

কলকাতা, 26 জুলাই: ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরিয়ে আনা হল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)৷ আজ সকাল 6.32-এ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান ৷ বিমানবন্দর থেকে রাজ্যের শিল্পমন্ত্রীকে (Partha Chatterjee in Kolkata) সল্টলেকে ইডি দফতর সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে ৷

স্বাস্থ্য পরীক্ষার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার সকালে এয়ার অ্যাম্বুল্যান্সে করে পার্থকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ভুবনেশ্বর এইমসে ৷ সেখানে শারীরিক পরীক্ষা-নীরিক্ষা হয় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ধৃত মন্ত্রীর ৷ তবে তাঁকে হাসপাতালে ভর্তি রাখার কোনও প্রয়োজন নেই বলে জানিয়ে দেন ভুবনেশ্বর এইমসের চিকিৎসকরা ৷ তাই সোমবারই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান ওড়িশার (Odisha) ভুবনেশ্বর এইমস (AIIMS Bhubaneswar)-এর চিকিৎসক আশুতোষ বিশ্বাস ৷

আরও পড়ুন: 3 অগস্ট পর্যন্ত ইডি হেফাজতে পার্থ-অর্পিতা

তিনি বলেন, "পার্থ চট্টোপাধ্য়ায়ের কিছু ক্রনিক সমস্যা রয়েছে ৷ সেগুলিতে তিনি দীর্ঘদিন ধরেই ভুগছেন ৷ তার জন্য যেমন ওষুধ খাওয়ার খেয়ে যেতে হবে ৷ তবে, এই মুহূর্তে তাঁকে হাসপাতালে ভর্তি রাখার কোনও প্রয়োজন নেই ৷" এইমস-এর এই রিপোর্ট সংশ্লিষ্ট ইডি আধিকারিক ছাড়াও পার্থর আইনজীবী এবং তাঁদের সঙ্গে যাওয়া এসএসকেএম-এর চিকিৎসকের হাতে তুলে দেওয়া হয় ৷

হাসপাতালের রিপোর্ট প্রকাশ্যে আসার কিছু পরেই কলকাতায় ইডির বিশেষ আদালতে মামলার শুনানি শুরু হয় । ওই শুনানিতে পার্থকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানোর ব্যবস্থা করে ইডি । বিচারক তাঁকে 3 অগস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

আরও পড়ুন : পার্থকে হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই ! জানিয়ে দিল ভুবনেশ্বর এইমস

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.