ETV Bharat / city

Partha-Arpita Property: অপার মোট 103 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, চার্জশিটে জানাল ইডি - SSC Recruitment Case

পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) মোট 103 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ চার্জশিটে ইডি এ কথা জানিয়েছে বলে সূত্রের খবর (Partha-Arpita Property)৷

Partha Chatterjee Arpita Mukherjee property worth Rs 103 crore seized, ED says in charge sheet
অপার 103 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, চার্জশিটে জানাল ইডি
author img

By

Published : Sep 19, 2022, 3:26 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: শিক্ষক নিয়োগে দুর্নীতি (SSC Recruitment Case) মামলায় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) মোট 103 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে (Rs 103 crore property seized)। পার্থর যে 35টি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে সেখানে গচ্ছিত টাকা ও অন্যান্য সম্পত্তি মিলিয়ে মিলেছে 48.22 কোটি টাকা উদ্ধার হয়েছে ৷ আর অর্পিতার দুটি ফ্ল্যাট মিলিয়ে মোট 50 কোটি টাকা এবং 4 কোটি 31 লক্ষ টাকার সোনার গয়না বাজেয়াপ্ত হয়েছে ৷ এই ঘটনায় প্রথম চার্জশিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এ কথা জানিয়েছে বলে সূত্রের তরফে খবর মিলেছে (Partha-Arpita Property)৷

23 জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক কাগজপত্র উদ্ধার করা হয় ৷ এর পরপরই হরিদেবপুরের একটি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে পার্থর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।

পার্থ এবং অর্পিতার নামে একাধিক সম্পত্তির পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়ের হরিদেবপুরের ফ্ল্যাট এবং বেলঘড়িয়ার ফ্ল্যাট মিলিয়ে মোট 50 কোটি টাকা উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা । পার্থ চট্টোপাধ্যায়ের 35টি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে ৷ তাতে ছিল সাত কোটিরও বেশি টাকা ৷

আরও পড়ুন: আধিকারিকদের উপর ভরসা করতাম, যেখানে বলত সেখানেই সই করেছি: পার্থ

ইতিমধ্যে বেশ দফায় ইডি হেফাজতে থাকার পর প্রেসিডেন্সি সংশোধনাগারে ছিলেন পার্থ এবং আলিপুর মহিলা সংশোধনাগারে আছেন অর্পিতা । কিন্তু বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই । সিবিআইয়ের জেরায় পার্থ দাবি করেছেন, "আমি আমার আধিকারিকদের উপর ভরসা করতাম । এসএসসি দুর্নীতি কাণ্ডে আমার ভূমিকা খুবই সীমিত । প্রত্যেকটি ফাইল আসত শিক্ষা দফতর থেকে । আধিকারিকরা যেভাবে যেখানে যখন সই করতে বলতেন সেখানেই আমি সই করে দিতাম । কারণ আমি আমার আধিকারিকদের উপর ভরসা রাখতাম ।"

এই মামলায় আজই চার্জশিট (ED charge sheet) পেশ করতে চলেছে ইডি ৷ সূত্রের খবর, সেই চার্জশিটে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ৷

কলকাতা, 19 সেপ্টেম্বর: শিক্ষক নিয়োগে দুর্নীতি (SSC Recruitment Case) মামলায় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) মোট 103 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে (Rs 103 crore property seized)। পার্থর যে 35টি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে সেখানে গচ্ছিত টাকা ও অন্যান্য সম্পত্তি মিলিয়ে মিলেছে 48.22 কোটি টাকা উদ্ধার হয়েছে ৷ আর অর্পিতার দুটি ফ্ল্যাট মিলিয়ে মোট 50 কোটি টাকা এবং 4 কোটি 31 লক্ষ টাকার সোনার গয়না বাজেয়াপ্ত হয়েছে ৷ এই ঘটনায় প্রথম চার্জশিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এ কথা জানিয়েছে বলে সূত্রের তরফে খবর মিলেছে (Partha-Arpita Property)৷

23 জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক কাগজপত্র উদ্ধার করা হয় ৷ এর পরপরই হরিদেবপুরের একটি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে পার্থর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।

পার্থ এবং অর্পিতার নামে একাধিক সম্পত্তির পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়ের হরিদেবপুরের ফ্ল্যাট এবং বেলঘড়িয়ার ফ্ল্যাট মিলিয়ে মোট 50 কোটি টাকা উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা । পার্থ চট্টোপাধ্যায়ের 35টি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ মিলেছে ৷ তাতে ছিল সাত কোটিরও বেশি টাকা ৷

আরও পড়ুন: আধিকারিকদের উপর ভরসা করতাম, যেখানে বলত সেখানেই সই করেছি: পার্থ

ইতিমধ্যে বেশ দফায় ইডি হেফাজতে থাকার পর প্রেসিডেন্সি সংশোধনাগারে ছিলেন পার্থ এবং আলিপুর মহিলা সংশোধনাগারে আছেন অর্পিতা । কিন্তু বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই । সিবিআইয়ের জেরায় পার্থ দাবি করেছেন, "আমি আমার আধিকারিকদের উপর ভরসা করতাম । এসএসসি দুর্নীতি কাণ্ডে আমার ভূমিকা খুবই সীমিত । প্রত্যেকটি ফাইল আসত শিক্ষা দফতর থেকে । আধিকারিকরা যেভাবে যেখানে যখন সই করতে বলতেন সেখানেই আমি সই করে দিতাম । কারণ আমি আমার আধিকারিকদের উপর ভরসা রাখতাম ।"

এই মামলায় আজই চার্জশিট (ED charge sheet) পেশ করতে চলেছে ইডি ৷ সূত্রের খবর, সেই চার্জশিটে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.