কলকাতা, 5 অগস্ট: ‘‘পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই ৷ যা বলার ইডিকে বলেছি ৷’’ জোকা ইএসআই থেকে বেরিয়ে এমনই দাবি অর্পিতা মুখোপাধ্যায়ের ৷ এ দিন ব্যাঙ্কশাল আদালতে পেশের আগে পার্থ এবং অর্পিতাকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য ৷ সেখানে পার্থ চট্টোপাধ্যায় এ দিন মুখে কুলুপ আঁটলেও, হাসপাতাল থেকে বেরনোর সময় অর্পিতা জানান, তিনি পার্থ চট্টোপাধ্যায়কে চেনেন না ৷ অর্পিতার এই বক্তব্যে, ফের ধোঁয়াশা তৈরি হয়েছে ৷
আজ পার্থ-অর্পিতার 3 দিনের ইডি হেফাজত শেষ হচ্ছে ৷ ব্যাঙ্কশাল আদালতে তোলার আগে, তাঁদের দু’জনকে ফের জোকা ইএসআই-তে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর, এসএসসি নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে সরাসরি ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে (Partha Chatterjee and Arpita Mukharjee at Joka ESI Before Court production) ৷ তবে, এ দিন হাসপাতালে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের কোনও জবাব দেননি পার্থ বা অর্পিতা কেউই ৷ তবে, হাসপাতাল থেকে বেরিয়ে অর্পিতা বলেন, ‘‘পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই ৷ যা বলার ইডিকে বলেছি ৷’’
গতকাল সিজিও কমপ্লেক্সের সাত তলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কনফারেন্স রুমে পার্থ এবং অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছিল ৷ সেই জেরায় পার্থ চট্টোপাধ্যায় নাকি অর্পিতাকে চিনতেই পারেননি ৷ এমনকী উদ্ধার হওয়া টাকা এবং সোনা ও গয়না কার জানতে চাওয়া হলেও, নিরুত্তর থাকেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ৷ এমনকী অর্পিতাও বিশেষ সহযোগিতা করেননি বলে ইডি সূত্রে খবর ৷
আরও পড়ুন: "সেভাবে চিনি না", মুখোমুখি জেরায় অর্পিতাকে চিনতে অস্বীকার পার্থর !
গতকালের জেরায় পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর ‘ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে প্রশ্ন করে ইডি ৷ গোয়েন্দারা জানতে চান, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করেছেন ? তাঁরা কি প্রভাবশালী ? সেই প্রশ্নের জবাবেও পার্থ কোনও উত্তর দেননি বলে ইডি সূত্রে খবর ৷ প্রসঙ্গত, গ্রেফতার হওয়ার পর অর্পিতা ইডির সঙ্গে সহযোগিতা করছিলেন ৷ এ কথা আদালতেও জানিয়েছিলেন ইডি আধিকারিকরা ৷ সেই মতো পার্থর 3দিন এবং অর্পিতার 5 দিনের হেফাজতের আবেদন করেছিল ইডি ৷
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়, হরিদেবপুর ও বেলঘড়িয়ায় অর্পিতার ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা এবং বেশ কয়েক কোটি টাকার সোনার গয়না বাজেয়াপ্ত করে ইডি ৷ এর পর কলকাতা ও শান্তিনিকেতনে পার্থ ও অর্পিতার একাধিক বাড়ি ও বাংলো এবং নেইল আর্ট শপে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা ৷