কলকাতা, 18 জুলাই : BJP- তে যোগ দিলেন পার্নো মিত্র, ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্রসহ একঝাঁক টলি তারকা । আজ বিকেলে দিল্লিতে BJP-র সদর দপ্তরে দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা ও সম্বিত পাত্র তাঁদের BJP-তে যোগদান করান ।
গত লোকসভা নির্বাচনে BJP 18 টি আসন পাওয়ার পর রাজ্য রাজনীতির সমীকরণ পালটেছে অনেকটাই । তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন অনেকে । তবে, টলিপাড়ায় তৃণমূলে ভাঙন ? কিছুদিন আগেও তা অনেকেই বিশ্বাস করতে পারতেন না । 21 জুলাইয়ের মঞ্চ থেকে শুরু করে পুজো কার্নিভাল, টলি তারকাদের সংখ্যাগরিষ্ঠকে দেখা যেত তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের সব অনুষ্ঠানেই । এমনকী টলিউড থেকে সব থেকে বেশি সদস্য রাজ্য ও কেন্দ্রীয় আইনসভায় গেছে তৃণমূলের আমলেই । ফলে একদা অরূপ বিশ্বাসের গড়ে এবার মুকুলের হানা । BJP-তে যোগ দিচ্ছেন পার্নো মিত্র, মৌমিতা গুপ্ত, বিশ্বজিৎ গাঙ্গুলি, অরিন্দম হালদার (লামা), ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র, রূপাঞ্জনা মিত্র, সৌরভ চক্রবর্তী, অনিন্দ্য ব্যানার্জি, রূপা ভট্টাচার্য, দেবরঞ্জন নাগসহ টলিউডের একাধিক চেনা মুখ ।
এই সংক্রান্ত আরও খবর : যোগ দিতে চাইছেন টলিউডের আরও অনেকে : মুকুল
এই সংক্রান্ত আরও খবর : পরিবর্তনের আশায় BJP-তে যোগ, বলছেন পার্নো
টলিতারকাদের যোগদান করানোর পর দিলীপ ঘোষ বলেন, " বাংলায় BJP-তে যোগ দেওয়া খুব ঝুঁকিপূর্ণ । এখন বাংলায় যা পরিস্থিতি তাতে BJP-তে যোগ দেওয়া মানে চাপের ব্যাপার । তারপরও আজ টলিউড থেকে লোকজন BJP-তে যোগ দিয়েছেন তাতে বোঝাই তাঁরা মন থেকে আমাদের দলকে সমর্থন করেন ।"
এই সংক্রান্ত আরও খবর : 'কাহানি' খ্যাত অনিন্দ্য কেন রাজনীতিতে এলেন ? দেখুন ভিডিয়ো