ETV Bharat / city

বাজারে অমিল, 6 বছরের নাতনিকে নিয়ে মাস্ক-স্যানিটাইজ়ার তৈরি বৃদ্ধের - hand sanitizer

কোরোনা সংক্রমণের খবর ছড়িয়ে পড়তেই রাতারাতি দোকান থেকে উধাও হয়ে যায় হ্যান্ড স্যানিটাইজ়ার । এমনকি হ্যান্ড স্যানিটাইজ়ার বানাবার যে কাঁচা মাল অর্থাৎ অ্যালকোহলেরও ঘাটতি দেখা দেয় । এই খবরে বিচলিত হয়ে পড়েন 73 বছরের পরিমল দে ৷ এরপর নিজেই মাস্ক ও স্যানিটাইজ়ার বানিয়ে বিতরণ করার কথা চিন্তা করেন ।

parimal dey  made mask and hand sanitizaer to distribute to the needy people in kolkata
বাজারে মাস্কের ঘাটতি, 6 বছরের নাতনীকে নিয়েই বানিয়ে ফেললেন মাস্ক ও স্যানিটাইজ়ার
author img

By

Published : Apr 12, 2020, 12:05 AM IST

কলকাতা, 11 এপ্রিল : দেশে কোরোনা সংক্রমণ প্রথম ধরা পড়ার পর থেকেই চিকিৎসকরা মুখে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন । তারপর থেকেই হু হু করে বিকোতে থাকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ার । রাতারাতি দোকানগুলো থেকে উধাও হয়ে যায় হ্যান্ড স্যানিটাইজ়ার । এমনকি হ্যান্ড স্যানিটাইজ়ার বানাবার যে কাঁচা মাল অর্থাৎ অ্যালকোহলেরও ঘাটতি দেখা দেয় । এই খবরে বিচলিত হয়ে পড়েন 73 বছরের পরিমল দে ৷ এরপর নিজেই মাস্ক বানিয়ে বিতরণ করার কথা চিন্তা করেন ।

কিন্তু কীভাবে বানাবেন মাস্ক কোনও রকম অভিজ্ঞতা ছাড়া ? ইন্টারনেটে ঘণ্টার পর ঘণ্টা গবেষণা করে ও ইউটিউবে বিভিন্ন ভিডিয়ো দেখে কিছুটা আয়ত্তে আসে পদ্ধতি । এরপর বাজার থেকে ভালো কাপড় ও টিশু কাগজ কিনে হাত পাকাতে শুরু করেন । গাঙ্গুলিবাগান বিদ্যাসাগর কলোনির পরিমলবাবু বলেন , " নিজে পদ্ধতিটি শিখে নেওয়ার পর মনে হল আমি একা করলে অনেক সময় লেগে যাবে । তাই আমার বাড়ির লোকেদের ও পাড়াপড়শিদেরও কাজ শিখিয়ে দিলাম । আমার 6 বছরের নাতনিও নিজে হাতে স্যানিটাইজ়ার বানিয়ে চলেছে । "

ইতিমধ্যেই পরিমলবাবুর পরিবার ও পাড়াপড়শি মিলে বানিয়ে ফেলেছেন প্রায় 6000 - এরও বেশি মাস্ক ও স্যানিটাইজ়ার । 2 ধরনের মাস্ক তৈরি করেছেন পরিমলবাবুরা ৷ টিশু পেপারের তৈরি মাস্ক ও কাপড়ের মাস্ক । তিনি বলেন , " বহু স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিদিন আমাদের সঙ্গে যোগাযোগ করছে ৷ আমাদের কাছ থেকে মাসোহারা নিয়ে যাচ্ছে । এছাড়াও আমরা বেশ কয়েকটি অঞ্চলের দুস্থ মানুষদের জন্য এইগুলো বানিয়েছি ৷ বিজয়গড়, গড়িয়া, টলিগঞ্জ, মুর এভিনিউ, কালীঘাটসহ আরও অন্যান্য অঞ্চলে বিতরণ করা হবে এগুলি । যেহেতু পুলিশরা রাস্তায় বেরিয়ে সব ধরনের মানুষের মধ্যে গিয়ে কাজ করছেন, সেকারণে তাঁদের সুরক্ষার কথা মাথায় রেখে অনেকগুলি থানায় 50 টি মাস্ক ও 10 টি স্যানিটাইজ়ার দিয়েছি । আরও দেব । " ইতিমধ্যেই যাদবপুর, গড়িয়াহাট, টলিগঞ্জ ও কসবা থানায় মাস্ক ও স্যানিটাইজ়ার বিলি করেছেন তিনি ৷ আরও বিতরণ করার পরিকল্পনা রয়েছে । তিনি বলেন , 1000টি মাস্ক ও 200টি হ্যান্ড স্যানিটাইজ়ার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনাও আছে তাঁর ৷

কলকাতা, 11 এপ্রিল : দেশে কোরোনা সংক্রমণ প্রথম ধরা পড়ার পর থেকেই চিকিৎসকরা মুখে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন । তারপর থেকেই হু হু করে বিকোতে থাকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ার । রাতারাতি দোকানগুলো থেকে উধাও হয়ে যায় হ্যান্ড স্যানিটাইজ়ার । এমনকি হ্যান্ড স্যানিটাইজ়ার বানাবার যে কাঁচা মাল অর্থাৎ অ্যালকোহলেরও ঘাটতি দেখা দেয় । এই খবরে বিচলিত হয়ে পড়েন 73 বছরের পরিমল দে ৷ এরপর নিজেই মাস্ক বানিয়ে বিতরণ করার কথা চিন্তা করেন ।

কিন্তু কীভাবে বানাবেন মাস্ক কোনও রকম অভিজ্ঞতা ছাড়া ? ইন্টারনেটে ঘণ্টার পর ঘণ্টা গবেষণা করে ও ইউটিউবে বিভিন্ন ভিডিয়ো দেখে কিছুটা আয়ত্তে আসে পদ্ধতি । এরপর বাজার থেকে ভালো কাপড় ও টিশু কাগজ কিনে হাত পাকাতে শুরু করেন । গাঙ্গুলিবাগান বিদ্যাসাগর কলোনির পরিমলবাবু বলেন , " নিজে পদ্ধতিটি শিখে নেওয়ার পর মনে হল আমি একা করলে অনেক সময় লেগে যাবে । তাই আমার বাড়ির লোকেদের ও পাড়াপড়শিদেরও কাজ শিখিয়ে দিলাম । আমার 6 বছরের নাতনিও নিজে হাতে স্যানিটাইজ়ার বানিয়ে চলেছে । "

ইতিমধ্যেই পরিমলবাবুর পরিবার ও পাড়াপড়শি মিলে বানিয়ে ফেলেছেন প্রায় 6000 - এরও বেশি মাস্ক ও স্যানিটাইজ়ার । 2 ধরনের মাস্ক তৈরি করেছেন পরিমলবাবুরা ৷ টিশু পেপারের তৈরি মাস্ক ও কাপড়ের মাস্ক । তিনি বলেন , " বহু স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিদিন আমাদের সঙ্গে যোগাযোগ করছে ৷ আমাদের কাছ থেকে মাসোহারা নিয়ে যাচ্ছে । এছাড়াও আমরা বেশ কয়েকটি অঞ্চলের দুস্থ মানুষদের জন্য এইগুলো বানিয়েছি ৷ বিজয়গড়, গড়িয়া, টলিগঞ্জ, মুর এভিনিউ, কালীঘাটসহ আরও অন্যান্য অঞ্চলে বিতরণ করা হবে এগুলি । যেহেতু পুলিশরা রাস্তায় বেরিয়ে সব ধরনের মানুষের মধ্যে গিয়ে কাজ করছেন, সেকারণে তাঁদের সুরক্ষার কথা মাথায় রেখে অনেকগুলি থানায় 50 টি মাস্ক ও 10 টি স্যানিটাইজ়ার দিয়েছি । আরও দেব । " ইতিমধ্যেই যাদবপুর, গড়িয়াহাট, টলিগঞ্জ ও কসবা থানায় মাস্ক ও স্যানিটাইজ়ার বিলি করেছেন তিনি ৷ আরও বিতরণ করার পরিকল্পনা রয়েছে । তিনি বলেন , 1000টি মাস্ক ও 200টি হ্যান্ড স্যানিটাইজ়ার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনাও আছে তাঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.