ETV Bharat / city

Paresh Adhikary : পরেশ অধিকারীর সঙ্গে দূরত্ব বাড়ছে তৃণমূলের ? মুখ্যমন্ত্রীর সভায় ডাক না পাওয়ায় উঠছে প্রশ্ন - Paresh Adhikari Is Not Invited to CM Meeting in Alipurduar

পরেশ অধিকারীর সঙ্গে কি দূরত্ব তৈরি করছে তৃণমূল ? মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তাঁকে আমন্ত্রণ না জানানো নিয়ে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল (Paresh Adhikari Was Not Invited to CM Meeting in Alipurduar) ৷ মনে করা হচ্ছে এসএসসি দুর্নীতিতে তাঁকে সিবিআই জেরার মুখে পড়ার কারণেই পরেশ অধিকারীর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল ৷

Paresh Adhikari Was Not Invited to CM Meeting in Alipurduar
Paresh Adhikari Was Not Invited to CM Meeting in Alipurduar
author img

By

Published : Jun 7, 2022, 2:11 PM IST

কলকাতা, 7 জুন : পরেশ অধিকারীর সঙ্গে কি এ বার দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস ? আর সেই কারণেই কি তিনি ডাক পেলেন না মুখ্যমন্ত্রীর সভায় ? শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মুখ্যমন্ত্রীর সভায় না ডাকা নিয়ে এমনই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে (Paresh Adhikari Is Not Invited to CM Meeting in Alipurduar) ৷ এসএসি দুর্নীতিতে সিবিআই ও আদালতের দৃষ্টি সর্বদা তাঁর উপরে থাকার কারণেই কি পরেশ অধিকারীর থেকে দূরত্ব রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী ?

মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার তৃণমূলের কর্মীদের নিয়ে সভা করছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভাকে ঘিরে গত কয়েকদিন ধরেই চলছে সাজো-সাজো রব ৷ সোমবার বিকেলেই জেলায় পৌঁছে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো ৷ সকাল থেকেই সভায় ভিড় জমাতে শুরু করেছে নেতা-কর্মীরা। কিন্তু সেই সভা থেকে অনেক দূরেই থাকছেন মন্ত্রী পরেশ অধিকারী ৷ শোনা যাচ্ছে এই দিনের সভায় আমন্ত্রণ করা হয়নি তাঁকে ৷ আর এর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে পড়ার কারণে শিক্ষা প্রিতমন্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি করতে চাইছেন দলনেত্রী !

প্রসঙ্গত, বাম ছেড়ে তিনি এসেছিলেন তৃণমূলে ৷ হয়েছেন মন্ত্রীও ৷ কিন্তু, সব কিছু ঘেঁটে দিয়েছে আদালতের নিয়োগ দুর্নীতি মামলা ৷ সেই মামলার জেরেই মেয়ের চাকরি তো গিয়েছেই ৷ সঙ্গে চাকরির সূত্রে পাওয়া বেতনের সব টাকা ফেরত দিতে হচ্ছে ৷ একই সঙ্গে এ বার দলেও কোণঠাসা তিনি ৷ কার্যত তৃণমূলে এখন চূড়ান্ত রকমের ব্রাত্য পরেশ ৷ আর তারই নমুনা মিলল মঙ্গলবার ৷

আরও পড়ুন : Ankita Adhikarys job terminated: পরেশ-কন্যা অঙ্কিতার স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞা হাইকোর্টের, ফেরত দিতে হবে বেতন

তৃণমূল কংগ্রেসের অন্দরে এখন জোর গুঞ্জন। জোড়াফুলে হয়তো এবার দিন ফুরোচ্ছে পরেশের। দলীয় সূত্রে এমনও খবর এসএসসি বিতর্ক একটু থিতু হলেই মন্ত্রীত্ব থেকে সরানো হতে পারে পরেশ অধিকারীকে। তৃণমূলের এই দাবি যে খুব একটা অমূলক নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ পর পর দুটি রাজ্য মন্ত্রিসভার বৈঠক হলেও তাতে যোগ দেননি পরেশ। কেউ তাঁকে ডাকেওনি। কেন তিনি যোগ দিলেন না সে বিষয়েও তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়নি। আর এসব থেকেই মনে করা হচ্ছে শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর সঙ্গে এবার দূরত্ব বাড়ছে তৃণমূল কংগ্রেস ৷

কলকাতা, 7 জুন : পরেশ অধিকারীর সঙ্গে কি এ বার দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস ? আর সেই কারণেই কি তিনি ডাক পেলেন না মুখ্যমন্ত্রীর সভায় ? শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মুখ্যমন্ত্রীর সভায় না ডাকা নিয়ে এমনই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে (Paresh Adhikari Is Not Invited to CM Meeting in Alipurduar) ৷ এসএসি দুর্নীতিতে সিবিআই ও আদালতের দৃষ্টি সর্বদা তাঁর উপরে থাকার কারণেই কি পরেশ অধিকারীর থেকে দূরত্ব রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী ?

মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার তৃণমূলের কর্মীদের নিয়ে সভা করছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভাকে ঘিরে গত কয়েকদিন ধরেই চলছে সাজো-সাজো রব ৷ সোমবার বিকেলেই জেলায় পৌঁছে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো ৷ সকাল থেকেই সভায় ভিড় জমাতে শুরু করেছে নেতা-কর্মীরা। কিন্তু সেই সভা থেকে অনেক দূরেই থাকছেন মন্ত্রী পরেশ অধিকারী ৷ শোনা যাচ্ছে এই দিনের সভায় আমন্ত্রণ করা হয়নি তাঁকে ৷ আর এর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে পড়ার কারণে শিক্ষা প্রিতমন্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি করতে চাইছেন দলনেত্রী !

প্রসঙ্গত, বাম ছেড়ে তিনি এসেছিলেন তৃণমূলে ৷ হয়েছেন মন্ত্রীও ৷ কিন্তু, সব কিছু ঘেঁটে দিয়েছে আদালতের নিয়োগ দুর্নীতি মামলা ৷ সেই মামলার জেরেই মেয়ের চাকরি তো গিয়েছেই ৷ সঙ্গে চাকরির সূত্রে পাওয়া বেতনের সব টাকা ফেরত দিতে হচ্ছে ৷ একই সঙ্গে এ বার দলেও কোণঠাসা তিনি ৷ কার্যত তৃণমূলে এখন চূড়ান্ত রকমের ব্রাত্য পরেশ ৷ আর তারই নমুনা মিলল মঙ্গলবার ৷

আরও পড়ুন : Ankita Adhikarys job terminated: পরেশ-কন্যা অঙ্কিতার স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞা হাইকোর্টের, ফেরত দিতে হবে বেতন

তৃণমূল কংগ্রেসের অন্দরে এখন জোর গুঞ্জন। জোড়াফুলে হয়তো এবার দিন ফুরোচ্ছে পরেশের। দলীয় সূত্রে এমনও খবর এসএসসি বিতর্ক একটু থিতু হলেই মন্ত্রীত্ব থেকে সরানো হতে পারে পরেশ অধিকারীকে। তৃণমূলের এই দাবি যে খুব একটা অমূলক নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ পর পর দুটি রাজ্য মন্ত্রিসভার বৈঠক হলেও তাতে যোগ দেননি পরেশ। কেউ তাঁকে ডাকেওনি। কেন তিনি যোগ দিলেন না সে বিষয়েও তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়নি। আর এসব থেকেই মনে করা হচ্ছে শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর সঙ্গে এবার দূরত্ব বাড়ছে তৃণমূল কংগ্রেস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.