ETV Bharat / city

Pan Masala Restricted: আবার এক বছরের জন্য রাজ্যে নিষিদ্ধ হল গুটখা - health department

2019 সালের পর রাজ্যে আবারও নিষিদ্ধ হল পানমশলা, গুটখা-সহ অন্যান্য তামাকজাত দ্রব্য ৷ এই বিষয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর ৷ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে 2022 সালের নভেম্বর মাস পর্যন্ত করা হয়েছে।

Pan Masala Restricted
আবার এক বছরের জন্য রাজ্যে নিষিদ্ধ হল গুটখা
author img

By

Published : Oct 26, 2021, 6:22 PM IST

কলকাতা, 26 অক্টোবর: গুটখা এবং তামাকজাত পানমশলা পশ্চিমবঙ্গে প্রথম নিষিদ্ধ হয়েছিল 2019 সালের নভেম্বর থেকে। 2020 সালের নভেম্বর মাসে সেই নিষেধাজ্ঞার মেয়াদ বেড়ে হয়েছিল 2021 সালের নভেম্বর 6 পর্যন্ত। এবার আবার তৃতীয়বারের জন্য সেই নিষেধাজ্ঞার মেয়াদ বেড়ে হল 2022 সালের নভেম্বর মাস পর্যন্ত। রাজ্যের স্বাস্থ্য দফতর রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছে 2022 সালের নভেম্বর মাস পর্যন্ত। জনসাধারণের স্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতরের কমিশনার অফ ফুড সিকিউরিটিস তপনকান্তি রুদ্র। গুটখা এবং তামাকজাত দ্রব্য উৎপাদন, মজুত এবং বিক্রির উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এই নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজ্যের চিকিৎসক মহল। শহরের বিখ্যাত চিকিৎসক উদীপ্ত রায় বলেন, "যেরকম দ্রুত গতিতে মুখের ক্যানসারে আক্রান্তের সংখ্যা বাড়ছে এই রাজ্য এবং গোটা দেশে তাতে চিকিৎসক হিসেবে আমি খুবই উদ্বিগ্ন। তাই এই নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আমার মতে এই নিষেধাজ্ঞা খৈনির উপরও লাগু হওয়া উচিত। খৈনি, গুটখা এবং তামাকজাত পানমশলা মুখের ক্যান্সার ডেকে আনে। এই জিনিষগুলি সিগারেট, বিড়ি বা নস্যির চেয়েও ভয়ঙ্কর। মনে রাখবেন ভারতবর্ষে মুখের ক্যানসারের সংখ্যা শ্বাসযন্ত্রের ক্যানসারের থেকে বহুগুণ বেশি।"

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে ইডি, শুনানি নভেম্বরে

পরিবেশবিদ সৌমেন্দ্রমোহন ঘোষ বলেন, "যে গুটখা এবং তামাকজাত পানমশলার মতো তাদের প্যাকেটগুলিও পরিবেশের পক্ষে ক্ষতিকারক। তাই রাজ্য সরকারের নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। গুটখা মৃত্যু ডেকে আনে। তাই রাজ্য সরকার সঠিক পদক্ষেপই নিয়েছে।"

কলকাতা, 26 অক্টোবর: গুটখা এবং তামাকজাত পানমশলা পশ্চিমবঙ্গে প্রথম নিষিদ্ধ হয়েছিল 2019 সালের নভেম্বর থেকে। 2020 সালের নভেম্বর মাসে সেই নিষেধাজ্ঞার মেয়াদ বেড়ে হয়েছিল 2021 সালের নভেম্বর 6 পর্যন্ত। এবার আবার তৃতীয়বারের জন্য সেই নিষেধাজ্ঞার মেয়াদ বেড়ে হল 2022 সালের নভেম্বর মাস পর্যন্ত। রাজ্যের স্বাস্থ্য দফতর রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছে 2022 সালের নভেম্বর মাস পর্যন্ত। জনসাধারণের স্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতরের কমিশনার অফ ফুড সিকিউরিটিস তপনকান্তি রুদ্র। গুটখা এবং তামাকজাত দ্রব্য উৎপাদন, মজুত এবং বিক্রির উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এই নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজ্যের চিকিৎসক মহল। শহরের বিখ্যাত চিকিৎসক উদীপ্ত রায় বলেন, "যেরকম দ্রুত গতিতে মুখের ক্যানসারে আক্রান্তের সংখ্যা বাড়ছে এই রাজ্য এবং গোটা দেশে তাতে চিকিৎসক হিসেবে আমি খুবই উদ্বিগ্ন। তাই এই নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আমার মতে এই নিষেধাজ্ঞা খৈনির উপরও লাগু হওয়া উচিত। খৈনি, গুটখা এবং তামাকজাত পানমশলা মুখের ক্যান্সার ডেকে আনে। এই জিনিষগুলি সিগারেট, বিড়ি বা নস্যির চেয়েও ভয়ঙ্কর। মনে রাখবেন ভারতবর্ষে মুখের ক্যানসারের সংখ্যা শ্বাসযন্ত্রের ক্যানসারের থেকে বহুগুণ বেশি।"

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে ইডি, শুনানি নভেম্বরে

পরিবেশবিদ সৌমেন্দ্রমোহন ঘোষ বলেন, "যে গুটখা এবং তামাকজাত পানমশলার মতো তাদের প্যাকেটগুলিও পরিবেশের পক্ষে ক্ষতিকারক। তাই রাজ্য সরকারের নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। গুটখা মৃত্যু ডেকে আনে। তাই রাজ্য সরকার সঠিক পদক্ষেপই নিয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.