ETV Bharat / city

পূর্ব মেদিনীপুরে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে 605 - কোরোনা ভাইরাস

lockdown west bengal
লকডাউন রাজ্য
author img

By

Published : Jul 15, 2020, 7:05 AM IST

06:55 July 15

কলকাতা, 15 জুলাই : রাজ্যের কনটেনমেন্ট জ়োনে লকডাউন বাড়ানো হল । সময় যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • পূর্ব মেদিনীপুরে COVID-19-এ নতুন করে আক্রান্ত 40। আক্রান্তের সংখ্যা ছাড়াল 605 

06:54 July 15

  • রাজ্যে কনটেনমেন্ট জ়োনে 19 জুলাই পর্যন্ত বাড়ল লকডাউন

06:53 July 15

  • কনটেনমেন্ট জ়োনে বন্ধ পরিষেবা ৷ নতুন রুটে বাস চালানোর দাবি জানাল বেসরকারি সংগঠন

06:53 July 15

  • আজ ভিডিয়ো কনফারেন্সে সমস্ত জেলা প্রশাসনিক আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠকে কোরোনা ভাইরাসের মোকাবিলা নিয়ে আলোচনা হবে

06:06 July 15

  • রোগী মৃত্যুতে ফের কাঠগড়ায় সরকারি হাসপাতাল ৷ মেডিকেল কলেজে ভরতি এক রোগীর মৃত্যুর চারদিন পর খবর পেলেন পরিজনরা

06:55 July 15

কলকাতা, 15 জুলাই : রাজ্যের কনটেনমেন্ট জ়োনে লকডাউন বাড়ানো হল । সময় যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • পূর্ব মেদিনীপুরে COVID-19-এ নতুন করে আক্রান্ত 40। আক্রান্তের সংখ্যা ছাড়াল 605 

06:54 July 15

  • রাজ্যে কনটেনমেন্ট জ়োনে 19 জুলাই পর্যন্ত বাড়ল লকডাউন

06:53 July 15

  • কনটেনমেন্ট জ়োনে বন্ধ পরিষেবা ৷ নতুন রুটে বাস চালানোর দাবি জানাল বেসরকারি সংগঠন

06:53 July 15

  • আজ ভিডিয়ো কনফারেন্সে সমস্ত জেলা প্রশাসনিক আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠকে কোরোনা ভাইরাসের মোকাবিলা নিয়ে আলোচনা হবে

06:06 July 15

  • রোগী মৃত্যুতে ফের কাঠগড়ায় সরকারি হাসপাতাল ৷ মেডিকেল কলেজে ভরতি এক রোগীর মৃত্যুর চারদিন পর খবর পেলেন পরিজনরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.