ETV Bharat / city

ব্রেন ডেথ ঘোষণার পর যুবতির অঙ্গ প্রতিস্থাপন তিন রোগীর দেহে - ব্রেন ডেথ ঘোষণার পর যুবতির অঙ্গ প্রতিস্থাপন

স্ট্রোকে আক্রান্ত যুবতির ব্রেন ডেথ ঘোষণার পর তাঁর লিভার এবং 2টি কিডনি তিন রোগীর শরীরে প্রতিস্থাপন করার প্রক্রিয়া শুরু হল ।

organ donation
author img

By

Published : Nov 11, 2019, 11:52 PM IST

Updated : Nov 12, 2019, 7:52 AM IST

কলকাতা, 11 নভেম্বর: আরও এক সোমবার । ফের‌ ব্রেন ডেথ ঘোষিত এক রোগীর অঙ্গ প্রতিস্থাপন হচ্ছে এই শহরে । শেষ খবর পাওয়া পর্যন্ত, ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর লিভার এবং দু'টি কিডনি তিন রোগীর শরীরে প্রতিস্থাপনের প্রক্রিয়া চলছে । লিভার এবং একটি কিডনি প্রতিস্থাপিত হচ্ছে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে । অন্য একটি কিডনি প্রতিস্থাপিত হচ্ছে SSKM হাসপাতালে ।

মালদহের বাসিন্দা ব্রেন ডেথ ঘোষিত 26 বছরের এই রোগীর নাম মাম্পি বোস । তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন । শুক্রবার (8 নভেম্বর) মুকুন্দপুরের বেসরকারি ওই হাসপাতালে নিয়ে আসা হয় যুবতিকে । পরীক্ষা-নিরীক্ষার পর সেখানকার চিকিৎসকরা বুঝতে পারেন, স্ট্রোকে আক্রান্ত হওয়ার জেরে তাঁর মস্তিষ্কের বাম দিক ক্ষতিগ্রস্ত হয়েছে । এরপরও চিকিৎসা চলতে থাকে । একসময় চিকিৎসকরা বুঝতে পারেন, এই রোগীর ব্রেনডেথ ঘোষণা করা ছাড়া অন্য কোনও উপায় নেই তাঁদের কাছে । অবশেষে সোমবার (11 নভেম্বর) সকালে এই রোগীর ব্রেনডেথ ঘোষণা করা হয় । অন্য রোগীদের প্রয়োজনে এই যুবতির বিভিন্ন অঙ্গ দান করার ইচ্ছা প্রকাশ করেন পরিজনরা । শুরু হয়ে যায় অঙ্গ গ্রহীতাদের খোঁজ।

বেসরকারি ওই হাসপাতালের তরফে জানানো হয়েছে, কলকাতার বাসিন্দা 37 বছরের অমিত দাসের শরীরে প্রতিস্থাপন করা হচ্ছে যুবতির লিভার । একটি কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে বেসরকারি ওই হাসপাতালে এক রোগীর শরীরে । মুর্শিদাবাদের বাসিন্দা এই রোগীর নাম সালাউদ্দিন মুনির (44) । অন্য একটি কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে SSKM হাসপাতালের এক রোগীর শরীরে । মাম্পি বোসের হৃদযন্ত্রে আগে অস্ত্রোপচার হয়েছিল । চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, তাঁর হৃদযন্ত্র অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপনের জন্য যোগ্য নয় । তাই হৃদযন্ত্র কাজে লাগল না ।

গত সোমবার, সন্তোষপুরের বাসিন্দা অপ্রতিম ঘোষ (42)-এর ব্রেন ডেথ ঘোষণা করা হয়েছিল পঞ্চসায়রের একটি বেসরকারি হাসপাতালে । এক বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন অপ্রতিম । বছর দুয়েক ধরে উচ্চ রক্তচাপের কারণে তিনি ওষুধও খেতেন বলে জানা গেছে । আচমকা তাঁর মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হলে, দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় পঞ্চসায়রের বেসরকারি ওই হাসপাতালে । গত সোমবার তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা হয়েছিল । এই যুবকের হৃদযন্ত্র, লিভার এবং দু'টি কিডনি প্রতিস্থাপিত হয়েছে চার জন রোগীর শরীরে । তাঁর কর্নিয়া এবং স্কিনও দান করা হয়েছে ।

কলকাতা, 11 নভেম্বর: আরও এক সোমবার । ফের‌ ব্রেন ডেথ ঘোষিত এক রোগীর অঙ্গ প্রতিস্থাপন হচ্ছে এই শহরে । শেষ খবর পাওয়া পর্যন্ত, ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর লিভার এবং দু'টি কিডনি তিন রোগীর শরীরে প্রতিস্থাপনের প্রক্রিয়া চলছে । লিভার এবং একটি কিডনি প্রতিস্থাপিত হচ্ছে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে । অন্য একটি কিডনি প্রতিস্থাপিত হচ্ছে SSKM হাসপাতালে ।

মালদহের বাসিন্দা ব্রেন ডেথ ঘোষিত 26 বছরের এই রোগীর নাম মাম্পি বোস । তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন । শুক্রবার (8 নভেম্বর) মুকুন্দপুরের বেসরকারি ওই হাসপাতালে নিয়ে আসা হয় যুবতিকে । পরীক্ষা-নিরীক্ষার পর সেখানকার চিকিৎসকরা বুঝতে পারেন, স্ট্রোকে আক্রান্ত হওয়ার জেরে তাঁর মস্তিষ্কের বাম দিক ক্ষতিগ্রস্ত হয়েছে । এরপরও চিকিৎসা চলতে থাকে । একসময় চিকিৎসকরা বুঝতে পারেন, এই রোগীর ব্রেনডেথ ঘোষণা করা ছাড়া অন্য কোনও উপায় নেই তাঁদের কাছে । অবশেষে সোমবার (11 নভেম্বর) সকালে এই রোগীর ব্রেনডেথ ঘোষণা করা হয় । অন্য রোগীদের প্রয়োজনে এই যুবতির বিভিন্ন অঙ্গ দান করার ইচ্ছা প্রকাশ করেন পরিজনরা । শুরু হয়ে যায় অঙ্গ গ্রহীতাদের খোঁজ।

বেসরকারি ওই হাসপাতালের তরফে জানানো হয়েছে, কলকাতার বাসিন্দা 37 বছরের অমিত দাসের শরীরে প্রতিস্থাপন করা হচ্ছে যুবতির লিভার । একটি কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে বেসরকারি ওই হাসপাতালে এক রোগীর শরীরে । মুর্শিদাবাদের বাসিন্দা এই রোগীর নাম সালাউদ্দিন মুনির (44) । অন্য একটি কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে SSKM হাসপাতালের এক রোগীর শরীরে । মাম্পি বোসের হৃদযন্ত্রে আগে অস্ত্রোপচার হয়েছিল । চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, তাঁর হৃদযন্ত্র অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপনের জন্য যোগ্য নয় । তাই হৃদযন্ত্র কাজে লাগল না ।

গত সোমবার, সন্তোষপুরের বাসিন্দা অপ্রতিম ঘোষ (42)-এর ব্রেন ডেথ ঘোষণা করা হয়েছিল পঞ্চসায়রের একটি বেসরকারি হাসপাতালে । এক বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন অপ্রতিম । বছর দুয়েক ধরে উচ্চ রক্তচাপের কারণে তিনি ওষুধও খেতেন বলে জানা গেছে । আচমকা তাঁর মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হলে, দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় পঞ্চসায়রের বেসরকারি ওই হাসপাতালে । গত সোমবার তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা হয়েছিল । এই যুবকের হৃদযন্ত্র, লিভার এবং দু'টি কিডনি প্রতিস্থাপিত হয়েছে চার জন রোগীর শরীরে । তাঁর কর্নিয়া এবং স্কিনও দান করা হয়েছে ।

Intro:কলকাতা, ১১ নভেম্বর: গত সোমবারের পরে ফের আরও এক সোমবার। এবং, ফের‌ ব্রেন ডেথ ঘোষিত এক রোগীর অঙ্গ প্রতিস্থাপন হচ্ছে এই শহরে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর লিভার এবং দু'টি কিডনি তিন রোগীর শরীরে প্রতিস্থাপনের প্রক্রিয়া চলছে। লিভার এবং একটি কিডনি প্রতিস্থাপিত হচ্ছে মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে। অন্য একটি কিডনি প্রতিস্থাপিত হচ্ছে SSKM হাসপাতালে।
Body:ব্রেন ডেথ ঘোষিত ২৬ বছরের এই রোগী মালদহের বাসিন্দা। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। গত আট নভেম্বর এই যুবতিকে নিয়ে আসা হয় মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি ওই হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষার পর সেখানকার চিকিৎসকরা বুঝতে পারেন, স্ট্রোকে আক্রান্ত হওয়ার জেরে এই যুবতির মস্তিষ্কের বাম দিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরেও চিকিৎসা চলতে থাকে। তবে, একসময় চিকিৎসকরা বুঝতে পারেন, এই রোগীর ব্রেন ডেথ ঘোষণা করা ছাড়া অন্য কোনও উপায় নেই তাঁদের কাছে। অবশেষে, সোমবার, ১১ নভেম্বর সকালে এই রোগীর ব্রেন ডেথ ঘোষণা করা হয়। অন্য রোগীদের প্রয়োজনে এই যুবতির বিভিন্ন অঙ্গ দান করার ইচ্ছা প্রকাশ করেন পরিজনরা। শুরু হয়ে যায় অঙ্গ গ্রহীতাদের খোঁজ।

বেসরকারি ওই হাসপাতালের তরফে জানানো হয়েছে, ঠিক হয়েছে, কলকাতার বাসিন্দা ৩৭ বছরের এক যুবকের শরীরে প্রতিস্থাপন করা হবে এই যুবতির লিভার। ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর একটি কিডনি প্রতিস্থাপন করা হবে বেসরকারি ওই হাসপাতালে এক রোগীর শরীরে। অন্য একটি কিডনি প্রতিস্থাপন করা হবে SSKM হাসপাতালের এক রোগীর শরীরে। এই যুবতির হৃদযন্ত্রে আগে অস্ত্রোপচার হয়েছিল। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, তাঁর হৃদযন্ত্র অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপনের জন্য যোগ্য নয়। যে কারণে হৃদযন্ত্র কাজে লাগল না।
Conclusion:গত সোমবার, যাদবপুর সন্তোষপুরের বাসিন্দা অপ্রতিম ঘোষ (৪২)-এর ব্রেন ডেথ ঘোষণা করা হয়েছিল পঞ্চসায়রে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে। বেসরকারি একটি সংস্থায় কর্মরত ছিলেন এই যুবক। বছর দুয়েক ধরে উচ্চ রক্তচাপের কারণে তিনি ওষুধও খেতেন। বলে জানা গিয়েছে। আচমকা তাঁর মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হলে, দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় পঞ্চসায়রের বেসরকারি ওই হাসপাতালে। গত সোমবার তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা হয়েছিল। এই যুবকের হৃদযন্ত্র, লিভার এবং দু'টি কিডনি প্রতিস্থাপিত হয়েছে চার জন রোগীর শরীরে। তাঁর কর্নিয়া এবং স্কিন-ও দান করা হয়েছে।
_______
Last Updated : Nov 12, 2019, 7:52 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.