কলকাতা, 11 নভেম্বর: আরও এক সোমবার । ফের ব্রেন ডেথ ঘোষিত এক রোগীর অঙ্গ প্রতিস্থাপন হচ্ছে এই শহরে । শেষ খবর পাওয়া পর্যন্ত, ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর লিভার এবং দু'টি কিডনি তিন রোগীর শরীরে প্রতিস্থাপনের প্রক্রিয়া চলছে । লিভার এবং একটি কিডনি প্রতিস্থাপিত হচ্ছে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে । অন্য একটি কিডনি প্রতিস্থাপিত হচ্ছে SSKM হাসপাতালে ।
মালদহের বাসিন্দা ব্রেন ডেথ ঘোষিত 26 বছরের এই রোগীর নাম মাম্পি বোস । তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন । শুক্রবার (8 নভেম্বর) মুকুন্দপুরের বেসরকারি ওই হাসপাতালে নিয়ে আসা হয় যুবতিকে । পরীক্ষা-নিরীক্ষার পর সেখানকার চিকিৎসকরা বুঝতে পারেন, স্ট্রোকে আক্রান্ত হওয়ার জেরে তাঁর মস্তিষ্কের বাম দিক ক্ষতিগ্রস্ত হয়েছে । এরপরও চিকিৎসা চলতে থাকে । একসময় চিকিৎসকরা বুঝতে পারেন, এই রোগীর ব্রেনডেথ ঘোষণা করা ছাড়া অন্য কোনও উপায় নেই তাঁদের কাছে । অবশেষে সোমবার (11 নভেম্বর) সকালে এই রোগীর ব্রেনডেথ ঘোষণা করা হয় । অন্য রোগীদের প্রয়োজনে এই যুবতির বিভিন্ন অঙ্গ দান করার ইচ্ছা প্রকাশ করেন পরিজনরা । শুরু হয়ে যায় অঙ্গ গ্রহীতাদের খোঁজ।
বেসরকারি ওই হাসপাতালের তরফে জানানো হয়েছে, কলকাতার বাসিন্দা 37 বছরের অমিত দাসের শরীরে প্রতিস্থাপন করা হচ্ছে যুবতির লিভার । একটি কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে বেসরকারি ওই হাসপাতালে এক রোগীর শরীরে । মুর্শিদাবাদের বাসিন্দা এই রোগীর নাম সালাউদ্দিন মুনির (44) । অন্য একটি কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে SSKM হাসপাতালের এক রোগীর শরীরে । মাম্পি বোসের হৃদযন্ত্রে আগে অস্ত্রোপচার হয়েছিল । চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, তাঁর হৃদযন্ত্র অন্য কোনও রোগীর শরীরে প্রতিস্থাপনের জন্য যোগ্য নয় । তাই হৃদযন্ত্র কাজে লাগল না ।
গত সোমবার, সন্তোষপুরের বাসিন্দা অপ্রতিম ঘোষ (42)-এর ব্রেন ডেথ ঘোষণা করা হয়েছিল পঞ্চসায়রের একটি বেসরকারি হাসপাতালে । এক বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন অপ্রতিম । বছর দুয়েক ধরে উচ্চ রক্তচাপের কারণে তিনি ওষুধও খেতেন বলে জানা গেছে । আচমকা তাঁর মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হলে, দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় পঞ্চসায়রের বেসরকারি ওই হাসপাতালে । গত সোমবার তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা হয়েছিল । এই যুবকের হৃদযন্ত্র, লিভার এবং দু'টি কিডনি প্রতিস্থাপিত হয়েছে চার জন রোগীর শরীরে । তাঁর কর্নিয়া এবং স্কিনও দান করা হয়েছে ।