কলকাতা, 25 জুন : কাটমানির তদন্তে অবিলম্বে কমিশন বসানো হোক । আজ এই দাবি তুলে ফের বিধানসভা অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করলেন বিরোধীরা । বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । পরে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে আবদুল মান্নান শিক্ষামন্ত্রীকে "চোর" বলে আক্রমণ করেন ।
গতকালের মতো আজও অধিবেশনের প্রথমার্ধে কাটমানি ইশুতে বিধানসভা কক্ষে হইচই শুরু হয় । শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয় বিরোধীদের পক্ষ থেকে । এরপর বিরোধী দলনেতা আবদুল মান্নান বক্তব্য রাখেন । তাঁর বক্তব্যে কাটমানির প্রসঙ্গ উঠে আসায় শাসক দলের বিধায়করা চিৎকার শুরু করেন । এই অবস্থায় বিরোধী বিধায়করা ওয়াক আউট করে প্রতিবাদ জানান ।
বাইরে এসে বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশেও তাঁরা কিছু সময় বিক্ষোভ দেখান । কাটমানি ফেরত দেওয়ার জন্য নবান্নে কাউন্টার খোলার দাবি জানিয়ে স্লোগান তোলেন বিধায়করা । বিরোধী দলনেতা আবদুল মান্নান কার্যত তোপ দাগেন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে । তিনি বলেন, "চোরদের সমর্থন করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী । মুখ্যমন্ত্রী এক কথা বলছেন, শিক্ষামন্ত্রী অন্য কথা বলছেন । কে ঠিক সেটা স্পষ্ট করুন আগে ।"