ETV Bharat / city

বিধানসভায় বিরোধী বিধায়কের দিকে তেড়ে গেলেন মন্ত্রী - তাপস রায়

পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায় কানে মোবাইল নিয়ে কথা বলতে বলতে বিধানসভার অধিবেশন কক্ষে প্রবেশ করেন ৷ তখন কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী তাপসবাবুর কাছে জানতে চান অন্য মন্ত্রীরা কোথায় ৷ মনোজবাবুর অভিযোগ, তখনই ধৈর্য হারিয়ে মারমুখী ভঙ্গিতে তাঁর দিকে এগিয়ে যান তাপসবাবু ৷

State Assembly
ফাইল ছবি
author img

By

Published : Feb 11, 2020, 5:38 PM IST

Updated : Feb 11, 2020, 7:20 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি : আজ বিধানসভার অধিবেশন কক্ষে কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তীর দিকে তেড়ে যান পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায় ৷ এই অভিযোগে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিরোধী বিধায়করা ৷ জানা গেছে, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় এবং পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্যোগে তাপসবাবু মনোজবাবুর কাছে ক্ষমা চেয়ে নেন ৷

আজ অধিবেশনের প্রথমার্ধের বিরতির পর রাজ্যপালের বাজেট ভাষণের উপর আলোচনা করতে গিয়ে বিরোধীদলের বিধায়করা দেখেন অধিবেশন কক্ষে শাসকদলের মন্ত্রীরা অনুপস্থিত । রাজ্যপালের বাজেট ভাষণের উপর আলোচনা চলাকালীন সাংবিধানিক প্রথা অনুযায়ী ন্যূনতম 6 জন মন্ত্রীকে উপস্থিত থাকতে হয় । কিন্তু কেন মন্ত্রীরা নেই, এ প্রশ্ন করতেই অধ্যক্ষ মন্ত্রীদের ডেকে পাঠান । পরিষদীয় দলের প্রতিমন্ত্রী তাপস রায় তখন মোবাইলে কথা বলতে বলতে বিধানসভার অধিবেশন কক্ষে প্রবেশ করেন ৷ মনোজবাবু তাপসবাবুর কাছে জানতে চেয়েছিলেন, অন্য মন্ত্রীরা কোথায় ৷ মনোজবাবুর অভিযোগ, তখনই ধৈর্য হারিয়ে মারমুখী ভঙ্গিতে তাঁর দিকে এগিয়ে যান তাপসবাবু ৷ ঘটনার প্রতিবাদে তখনই বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিরোধী বিধায়করা ৷

মনোজ চক্রবর্তীর অভিযোগ, মারমুখী ভঙ্গিতে তাঁর দিকে তেড়ে যান পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়

পরে মনোজবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "পার্লামেন্টারি প্র্যাকটিসের অব্যবস্থা নিয়ে বলতে গেলে তিনি (তাপসবাবু) মেজাজ হারিয়ে আক্রমণ করতে এসেছিলেন ৷ " বিরোধীদের বক্তব্য, "এধরনের ঘটনা আগেও ঘটেছে, আগামী দিনেও ঘটবে ৷ বাজেট নিয়ে যে বিতর্ক সেটাই বিরোধীদের একমাত্র পুঁজি ৷ যেখানে আমাদের কিছু বলার একটা সুযোগ থাকে ৷ আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি ৷ "

পরে অধ্যক্ষ উভয়পক্ষকে তাঁর চেম্বারে ডাকেন ৷ তাঁদের সঙ্গে কথা বলেন ৷ সূত্রের খবর, বিধানসভার পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্যোগে তাপসবাবু মনোজবাবুর কাছে ক্ষমা চান ।

কলকাতা, 11 ফেব্রুয়ারি : আজ বিধানসভার অধিবেশন কক্ষে কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তীর দিকে তেড়ে যান পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায় ৷ এই অভিযোগে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিরোধী বিধায়করা ৷ জানা গেছে, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় এবং পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্যোগে তাপসবাবু মনোজবাবুর কাছে ক্ষমা চেয়ে নেন ৷

আজ অধিবেশনের প্রথমার্ধের বিরতির পর রাজ্যপালের বাজেট ভাষণের উপর আলোচনা করতে গিয়ে বিরোধীদলের বিধায়করা দেখেন অধিবেশন কক্ষে শাসকদলের মন্ত্রীরা অনুপস্থিত । রাজ্যপালের বাজেট ভাষণের উপর আলোচনা চলাকালীন সাংবিধানিক প্রথা অনুযায়ী ন্যূনতম 6 জন মন্ত্রীকে উপস্থিত থাকতে হয় । কিন্তু কেন মন্ত্রীরা নেই, এ প্রশ্ন করতেই অধ্যক্ষ মন্ত্রীদের ডেকে পাঠান । পরিষদীয় দলের প্রতিমন্ত্রী তাপস রায় তখন মোবাইলে কথা বলতে বলতে বিধানসভার অধিবেশন কক্ষে প্রবেশ করেন ৷ মনোজবাবু তাপসবাবুর কাছে জানতে চেয়েছিলেন, অন্য মন্ত্রীরা কোথায় ৷ মনোজবাবুর অভিযোগ, তখনই ধৈর্য হারিয়ে মারমুখী ভঙ্গিতে তাঁর দিকে এগিয়ে যান তাপসবাবু ৷ ঘটনার প্রতিবাদে তখনই বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিরোধী বিধায়করা ৷

মনোজ চক্রবর্তীর অভিযোগ, মারমুখী ভঙ্গিতে তাঁর দিকে তেড়ে যান পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়

পরে মনোজবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "পার্লামেন্টারি প্র্যাকটিসের অব্যবস্থা নিয়ে বলতে গেলে তিনি (তাপসবাবু) মেজাজ হারিয়ে আক্রমণ করতে এসেছিলেন ৷ " বিরোধীদের বক্তব্য, "এধরনের ঘটনা আগেও ঘটেছে, আগামী দিনেও ঘটবে ৷ বাজেট নিয়ে যে বিতর্ক সেটাই বিরোধীদের একমাত্র পুঁজি ৷ যেখানে আমাদের কিছু বলার একটা সুযোগ থাকে ৷ আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি ৷ "

পরে অধ্যক্ষ উভয়পক্ষকে তাঁর চেম্বারে ডাকেন ৷ তাঁদের সঙ্গে কথা বলেন ৷ সূত্রের খবর, বিধানসভার পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্যোগে তাপসবাবু মনোজবাবুর কাছে ক্ষমা চান ।

Intro:প্রথমার্ধের বিরতির পর রাজ্যপালের বাজেট ভাষণের ওপর আলোচনা করতে গিয়ে বিরোধীদলের বিধায়করা দেখেন অধিবেশন কক্ষে মন্ত্রীরা অনুপস্থিত। সাংবিধানিক প্রথা অনুযায়ী ন্যূনতম 6 জন মন্ত্রী কে উপস্থিত থাকতে হয় রাজ্যপালের বাজেট ভাষণের ওপর আলোচনায়।


Body:কেন মন্ত্রীরা নেই এ প্রশ্ন করতেই অধ্যক্ষ মন্ত্রীদের ডেকে পাঠালেন। পরিষদীয় দলের প্রতিমন্ত্রী তাপস রায় কানে মোবাইল নিয়ে কথা বলতে বলতে বিধানসভার অধিবেশন কক্ষে ঢোকেন। তাপস রায়কে কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী প্রশ্ন করেন মন্ত্রীরা কোথায়, মনোজ চক্রবর্তীর অভিযোগ, এরপরই ধৈর্য হারিয়ে তাপস রায় মারমুখী ভঙ্গিতে এগিয়ে যান তার দিকে।
প্রতিবাদে বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করে বেরিয়ে আসেন এবং কংগ্রেস বিধায়করা।
এরপর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় উভয়পক্ষকে তার চেম্বারে ডেকে নিয়ে কথা বলেন। সূত্রের খবর, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্যোগে সেই সভায় পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায় মনোজ চক্রবর্তীর কাছে ক্ষমা চান। সমগ্র ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাম শিবির।


Conclusion:
Last Updated : Feb 11, 2020, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.