ETV Bharat / city

Rajib Banerjee : রাজীবের ঘর ওয়াপসিতে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিরোধীদের - রাজীবের ঘর ওয়াপসিতে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিরোধীদের

ন’মাসের মাথায় বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর এই ঘর ওয়াপসিতে নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা ৷ যদিও তৃণমূলের দাবি, অনেক নেতাই দিল্লির অঙ্গুলিহেলনে চলার বিষয়টা মেনে নিতে পারছেন না ৷ তাই তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চাইছেন ৷

opposition reaction on Rajib Banerjee's TMC joining
Rajib Banerjee : রাজীবের ঘর ওয়াপসিতে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিরোধীদের
author img

By

Published : Oct 31, 2021, 6:45 PM IST

কলকাতা, 31 অক্টোবর : তৃণমূল কংগ্রেস ছাড়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি সঙ্গে নিয়ে গিয়েছিলেন নাটকীয়ভাবে ৷ তবে বিজেপিতে গিয়ে থিতু হতে পারেননি ৷ ভোটে হেরে গিয়ে আবার তৃণমূলে ফেরার জন্য উদ্যোগ নিয়েছিলেন ৷ সেই রাজীব বন্দ্যোপাধ্য়ায়ই (Rajib Banerjee) রবিবার আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে আবার ফিরে এলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলে ৷ কিন্তু তাঁর এই প্রত্যাবর্তন নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা (বলা ভাল সমালোচনা) ৷ প্রশ্ন উঠছে রাজীবের নৈতিকতা নিয়ে ৷

আরও পড়ুন : Rajib Banerjee : আগরতলায় অভিষেকের সভায় তৃণমূলে প্রত্যাবর্তন রাজীবের

সিপিএম থেকে শুরু করে বিজেপি, সকলেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফিরে যাওয়া নিয়ে তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি ৷ প্রসঙ্গত, এদিন তৃণমূলের পতাকা হাতে ধরে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভুল করেছিলেন তিনি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বোঝানো সত্ত্বেও দল ছাড়া তাঁর ভুল হয়েছিল ৷ একইসঙ্গে তিনি জানান, বিজেপির তরফ থেকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হচ্ছিল, তার বিরুদ্ধেও বরাবরই সরব হয়েছেন তিনি ৷ এরই প্রেক্ষিতে এদিন এআইসিসি সদস্য শুভঙ্কর সরকার বলেন, ‘‘দেরিতে বোধোদয় হয়েছে রাজীববাবুর ৷ আসলে যাঁরা নীতি, আদর্শের কথা ভেবে রাজনীতি করেন না, তাঁদের পক্ষে এসব কথা বলার সহজ ৷ এমতাবস্থায় নৈতিকতার প্রশ্ন বড় হয়ে যাচ্ছে ৷ ক্রমেই বাংলার রাজনীতি থেকে এই ধরনের নীতি, নৈতিকতা হারিয়ে যাচ্ছে ৷ এটাকে বাংলার জন্য দুঃসময়ই বলব ৷’’

সিপিএম নেতা অনাদি সাহু বলেন, ‘‘আমরা বরাবরই নীতি-আদর্শের রাজনীতিতে বিশ্বাসী ৷ তৃণমূলের কথা বলতে পারব না ৷ এটা বর্তমান রাজনীতির ট্রেন্ড হয়ে দাঁড়াচ্ছে ৷ ক্ষমতার কাছাকাছি থাকতে দল ছাড়ার পর সব ভুলে গিয়ে আবার পুরনো দলেই ফিরে আসছেন নেতারা ৷ আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এতে ওই নেতার মানুষের কাছে কোনও গ্রহণযোগ্যতা থাকে না ৷ মানুষ বুঝে যায়, অর্থ, প্রতিপত্তি ও নিজের লাভের জন্য এঁরা সব কিছু করতে পারেন ৷’’

আরও পড়ুন : Rajib Banerjee : রাজীব স্তন্যদুগ্ধ পানকারি শিশু নন : সুকান্ত মজুমদার

যদিও রাজ্যের শাসকদল এমন বক্তব্য মানতে নারাজ ৷ তৃণমূলের মুখপাত্র তথা বিধায়ক তাপস রায় বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মানুষের জন্য কাজ করে ৷ এখানে বিভাজনের কোনও জায়গা নেই ৷ আসলে অনেক নেতাই দিল্লির অঙ্গুলিহেলনে চলার বিষয়টা মেনে নিতে পারছেন না ৷ তাই তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চাইছেন ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে এখনই দলে নিচ্ছেন না ৷ এর থেকে বুঝতে হবে, তৃণমূলের নীতি এবং আদর্শের সঙ্গে যাঁরা খাপ খাওয়াতে পারছেন, কেবলমাত্র তাঁদেরই দলে নেওয়া হচ্ছে ৷ বিরোধীরা কী বলছেন, তাতে কিছু যায় আসে না ৷ আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী কাজগুলির দিকে দেখুন ৷ বুঝতে পারবেন, কেন বিজেপি ছাড়ছেন সকলে ৷’’

অন্যদিকে, এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়ার প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায়কে আমরা যোগ্য সম্মান দিতে চেয়েছিলাম ৷ কিন্ত তিনি তা নিলেন না ৷ বা তিনি আদৌ সম্মান পাওয়ার যোগ্য কিনা, সেটাও ভাবার বিষয় ৷’’

কলকাতা, 31 অক্টোবর : তৃণমূল কংগ্রেস ছাড়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি সঙ্গে নিয়ে গিয়েছিলেন নাটকীয়ভাবে ৷ তবে বিজেপিতে গিয়ে থিতু হতে পারেননি ৷ ভোটে হেরে গিয়ে আবার তৃণমূলে ফেরার জন্য উদ্যোগ নিয়েছিলেন ৷ সেই রাজীব বন্দ্যোপাধ্য়ায়ই (Rajib Banerjee) রবিবার আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে আবার ফিরে এলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলে ৷ কিন্তু তাঁর এই প্রত্যাবর্তন নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা (বলা ভাল সমালোচনা) ৷ প্রশ্ন উঠছে রাজীবের নৈতিকতা নিয়ে ৷

আরও পড়ুন : Rajib Banerjee : আগরতলায় অভিষেকের সভায় তৃণমূলে প্রত্যাবর্তন রাজীবের

সিপিএম থেকে শুরু করে বিজেপি, সকলেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফিরে যাওয়া নিয়ে তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি ৷ প্রসঙ্গত, এদিন তৃণমূলের পতাকা হাতে ধরে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভুল করেছিলেন তিনি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বোঝানো সত্ত্বেও দল ছাড়া তাঁর ভুল হয়েছিল ৷ একইসঙ্গে তিনি জানান, বিজেপির তরফ থেকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হচ্ছিল, তার বিরুদ্ধেও বরাবরই সরব হয়েছেন তিনি ৷ এরই প্রেক্ষিতে এদিন এআইসিসি সদস্য শুভঙ্কর সরকার বলেন, ‘‘দেরিতে বোধোদয় হয়েছে রাজীববাবুর ৷ আসলে যাঁরা নীতি, আদর্শের কথা ভেবে রাজনীতি করেন না, তাঁদের পক্ষে এসব কথা বলার সহজ ৷ এমতাবস্থায় নৈতিকতার প্রশ্ন বড় হয়ে যাচ্ছে ৷ ক্রমেই বাংলার রাজনীতি থেকে এই ধরনের নীতি, নৈতিকতা হারিয়ে যাচ্ছে ৷ এটাকে বাংলার জন্য দুঃসময়ই বলব ৷’’

সিপিএম নেতা অনাদি সাহু বলেন, ‘‘আমরা বরাবরই নীতি-আদর্শের রাজনীতিতে বিশ্বাসী ৷ তৃণমূলের কথা বলতে পারব না ৷ এটা বর্তমান রাজনীতির ট্রেন্ড হয়ে দাঁড়াচ্ছে ৷ ক্ষমতার কাছাকাছি থাকতে দল ছাড়ার পর সব ভুলে গিয়ে আবার পুরনো দলেই ফিরে আসছেন নেতারা ৷ আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এতে ওই নেতার মানুষের কাছে কোনও গ্রহণযোগ্যতা থাকে না ৷ মানুষ বুঝে যায়, অর্থ, প্রতিপত্তি ও নিজের লাভের জন্য এঁরা সব কিছু করতে পারেন ৷’’

আরও পড়ুন : Rajib Banerjee : রাজীব স্তন্যদুগ্ধ পানকারি শিশু নন : সুকান্ত মজুমদার

যদিও রাজ্যের শাসকদল এমন বক্তব্য মানতে নারাজ ৷ তৃণমূলের মুখপাত্র তথা বিধায়ক তাপস রায় বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মানুষের জন্য কাজ করে ৷ এখানে বিভাজনের কোনও জায়গা নেই ৷ আসলে অনেক নেতাই দিল্লির অঙ্গুলিহেলনে চলার বিষয়টা মেনে নিতে পারছেন না ৷ তাই তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চাইছেন ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে এখনই দলে নিচ্ছেন না ৷ এর থেকে বুঝতে হবে, তৃণমূলের নীতি এবং আদর্শের সঙ্গে যাঁরা খাপ খাওয়াতে পারছেন, কেবলমাত্র তাঁদেরই দলে নেওয়া হচ্ছে ৷ বিরোধীরা কী বলছেন, তাতে কিছু যায় আসে না ৷ আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী কাজগুলির দিকে দেখুন ৷ বুঝতে পারবেন, কেন বিজেপি ছাড়ছেন সকলে ৷’’

অন্যদিকে, এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়ার প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায়কে আমরা যোগ্য সম্মান দিতে চেয়েছিলাম ৷ কিন্ত তিনি তা নিলেন না ৷ বা তিনি আদৌ সম্মান পাওয়ার যোগ্য কিনা, সেটাও ভাবার বিষয় ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.