কলকাতা, 26 নভেম্বর : বিরোধীদের উপযুক্ত সম্মান দেওয়া হচ্ছে না । এই অভিযোগে আজ বিধানসভায় সংবিধান দিবসের দ্বিতীয়ার্ধের অনুষ্ঠান বয়কট করল বাম ও কংগ্রেস ।
অনুষ্ঠানের প্রথমার্ধে বিরোধী দলনেতা আবদুল মান্নান ভারতীয় সংবিধান নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেননি ৷ পরে সাংবাদিকদের আবদুল মান্নান জানান, বিরোধীদের প্রতি বৈষম্য করা হচ্ছে ৷ মাত্র 7 মিনিট সময় দেওয়া হয়েছিল তাঁকে ৷ বলেন, "আমাকে ভিক্ষা দেওয়ার মত দিয়েছে 7 মিনিট ৷ আর চন্দ্রিমা ভট্টাচার্যকে 20 মিনিট ৷ তিনি তো স্টেট মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার নন ৷ এটা ব্যক্তিগত মান-সম্মানের ব্যাপার নয় ৷ মর্যাদার ব্যাপার ৷ রাজ্যের সংস্কৃতি রক্ষার্থে প্রকাশ্যে ওখানে কিছু বলিনি ৷ " তাই তিনি স্পিকারকে জানিয়েছিলেন, বিশিষ্ট অতিথিরা থাকায় তিনি এই কথাগুলি বলতে পারছেন না ৷ তাই ক্ষমাপ্রার্থী ৷ তিনি বক্তব্য রাখবেন না ৷
অন্যদিকে, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, "BJP-র পথ অনুসরণ করে কেবলমাত্র এ রাজ্যের বিধানসভায় সংবিধান দিবস পালন করা হচ্ছে । হাতে সংবিধান নিয়ে যারা বিধানসভায় ভাঙচুর করেছিল, তাদের সংবিধান দিবসের আশ্রয় নিতে হচ্ছে ৷ RSS-এর জুতোতে কেন পা গলাচ্ছে রাজ্য সরকার ? কেন্দ্রীয় সরকার এত ঢাক-ঢোল পেটানোর পরও আজ দেশের কোন বিধানসভায় সংবিধান দিবস পালন করা হচ্ছে ? BJP শাসিত রাজ্য ছাড়া দেশের কোথাও সংবিধান দিবস পালন করা হচ্ছে না ৷ "