ETV Bharat / city

বিধানসভায় সংবিধান দিবসের দ্বিতীয়ার্ধের অনুষ্ঠান বয়কট বিরোধীদের - Abdul Mannan boycott constitution day celebration

আজ বিধানসভায় সংবিধান দিবসের দ্বিতীয়ার্ধের অনুষ্ঠান বয়কট করে বাম ও কংগ্রেস ৷

Sujay Chakraborty and Abdul Mannan
সুজন চক্রবর্তী ও আবদুল মান্নান
author img

By

Published : Nov 26, 2019, 10:25 PM IST

কলকাতা, 26 নভেম্বর : বিরোধীদের উপযুক্ত সম্মান দেওয়া হচ্ছে না । এই অভিযোগে আজ বিধানসভায় সংবিধান দিবসের দ্বিতীয়ার্ধের অনুষ্ঠান বয়কট করল বাম ও কংগ্রেস ।

অনুষ্ঠানের প্রথমার্ধে বিরোধী দলনেতা আবদুল মান্নান ভারতীয় সংবিধান নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেননি ৷ পরে সাংবাদিকদের আবদুল মান্নান জানান, বিরোধীদের প্রতি বৈষম্য করা হচ্ছে ৷ মাত্র 7 মিনিট সময় দেওয়া হয়েছিল তাঁকে ৷ বলেন, "আমাকে ভিক্ষা দেওয়ার মত দিয়েছে 7 মিনিট ৷ আর চন্দ্রিমা ভট্টাচার্যকে 20 মিনিট ৷ তিনি তো স্টেট মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার নন ৷ এটা ব্যক্তিগত মান-সম্মানের ব্যাপার নয় ৷ মর্যাদার ব্যাপার ৷ রাজ্যের সংস্কৃতি রক্ষার্থে প্রকাশ্যে ওখানে কিছু বলিনি ৷ " তাই তিনি স্পিকারকে জানিয়েছিলেন, বিশিষ্ট অতিথিরা থাকায় তিনি এই কথাগুলি বলতে পারছেন না ৷ তাই ক্ষমাপ্রার্থী ৷ তিনি বক্তব্য রাখবেন না ৷

দেখুন ভিডিয়ো...

অন্যদিকে, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, "BJP-র পথ অনুসরণ করে কেবলমাত্র এ রাজ্যের বিধানসভায় সংবিধান দিবস পালন করা হচ্ছে । হাতে সংবিধান নিয়ে যারা বিধানসভায় ভাঙচুর করেছিল, তাদের সংবিধান দিবসের আশ্রয় নিতে হচ্ছে ৷ RSS-এর জুতোতে কেন পা গলাচ্ছে রাজ্য সরকার ? কেন্দ্রীয় সরকার এত ঢাক-ঢোল পেটানোর পরও আজ দেশের কোন বিধানসভায় সংবিধান দিবস পালন করা হচ্ছে ? BJP শাসিত রাজ্য ছাড়া দেশের কোথাও সংবিধান দিবস পালন করা হচ্ছে না ৷ "

কলকাতা, 26 নভেম্বর : বিরোধীদের উপযুক্ত সম্মান দেওয়া হচ্ছে না । এই অভিযোগে আজ বিধানসভায় সংবিধান দিবসের দ্বিতীয়ার্ধের অনুষ্ঠান বয়কট করল বাম ও কংগ্রেস ।

অনুষ্ঠানের প্রথমার্ধে বিরোধী দলনেতা আবদুল মান্নান ভারতীয় সংবিধান নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেননি ৷ পরে সাংবাদিকদের আবদুল মান্নান জানান, বিরোধীদের প্রতি বৈষম্য করা হচ্ছে ৷ মাত্র 7 মিনিট সময় দেওয়া হয়েছিল তাঁকে ৷ বলেন, "আমাকে ভিক্ষা দেওয়ার মত দিয়েছে 7 মিনিট ৷ আর চন্দ্রিমা ভট্টাচার্যকে 20 মিনিট ৷ তিনি তো স্টেট মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার নন ৷ এটা ব্যক্তিগত মান-সম্মানের ব্যাপার নয় ৷ মর্যাদার ব্যাপার ৷ রাজ্যের সংস্কৃতি রক্ষার্থে প্রকাশ্যে ওখানে কিছু বলিনি ৷ " তাই তিনি স্পিকারকে জানিয়েছিলেন, বিশিষ্ট অতিথিরা থাকায় তিনি এই কথাগুলি বলতে পারছেন না ৷ তাই ক্ষমাপ্রার্থী ৷ তিনি বক্তব্য রাখবেন না ৷

দেখুন ভিডিয়ো...

অন্যদিকে, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, "BJP-র পথ অনুসরণ করে কেবলমাত্র এ রাজ্যের বিধানসভায় সংবিধান দিবস পালন করা হচ্ছে । হাতে সংবিধান নিয়ে যারা বিধানসভায় ভাঙচুর করেছিল, তাদের সংবিধান দিবসের আশ্রয় নিতে হচ্ছে ৷ RSS-এর জুতোতে কেন পা গলাচ্ছে রাজ্য সরকার ? কেন্দ্রীয় সরকার এত ঢাক-ঢোল পেটানোর পরও আজ দেশের কোন বিধানসভায় সংবিধান দিবস পালন করা হচ্ছে ? BJP শাসিত রাজ্য ছাড়া দেশের কোথাও সংবিধান দিবস পালন করা হচ্ছে না ৷ "

Intro:বিরোধীদের উপযুক্ত সম্মান দেওয়া হচ্ছে না। এই অভিযোগে আজ সংবিধান দিবসের দ্বিতীয়ার্ধের অনুষ্ঠান বয়কট করল বিরোধী বাম এবং কংগ্রেস। আজ বিধানসভায় প্রথম অধ্যায়ের অনুষ্ঠান শেষে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন যারা সংবিধান হাতে নিয়ে বিধানসভায় ভাঙচুর করে ছিলেন, তারাই আজ সংবিধান দিবস পালন করছে।


Body:দেশের বিশিষ্টজনদের সামনে আজ রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান সংবিধান দিবসের অনুষ্ঠানে ভারতীয় সংবিধানের ওপর আলোচনায় একটিও কথা বললেন না। সৌজন্যতা বজায় রেখে অধিবেশন কক্ষ কে অসম্মান না করে বিরোধী দলনেতা নীরব রইলেন। পরে তিনি জানিয়েছেন, বিরোধীদের প্রতি বৈষম্য করা হচ্ছে বিধানসভার পক্ষ থেকে। মাত্র ৭ মিনিট সময় দেওয়া হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতাকে। তাতেই ক্ষোভে ফেটে পড়েন আব্দুল মান্নান। অন্যদিকে একই দিনে দুই বিরোধী দলের নেতাকে বলতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সুজন চক্রবর্তী। সুজন চক্রবর্তী বলেন, যারা সংবিধান হাতে নিয়ে বিধানসভায় ভাঙচুর চালিয়ে ছিল, তারাই আজ বিধানসভায় সংবিধান দিবস পালন করছেন। বিজেপির পথ অনুসরণ করে কেবলমাত্র পশ্চিমবঙ্গ বিধানসভার উদ্যোগে মহাসমারোহে সংবিধান দিবস পালন করা হচ্ছে। বিজেপি এবং আরএসএসের পদাঙ্ক অনুসরণ করছে এরাজ্যের সরকার।



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.