ETV Bharat / city

প্রতিহিংসামূলক কিন্তু বেআইনি নয়, নারদকাণ্ডে গ্রেফতারিতে মত অরুণাভ ঘোষের - প্রতিহিংসামূলক কিন্তু বেআইনি নয়

বিধানসভার অধ্যক্ষকে না জানিয়ে মন্ত্রী ও বিধায়কদের গ্রেফতারি কি বেআইনি ? নারদকাণ্ডে অভিযুক্ত 13 জন ৷ যাঁদের একজন প্রয়াত ৷ সকলকে গ্রেফতার করা হল না কেন ? গ্রেফতারি কি বেছে বেছে হল ? উত্তর দিলেন আইনজীবী ও কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ ।

opinion-of-arunava-ghosh-on-firhad-subrata-madan-sovan-arrest
opinion-of-arunava-ghosh-on-firhad-subrata-madan-sovan-arrest
author img

By

Published : May 17, 2021, 3:52 PM IST

গ্রেফতার করতেই পারে ৷ কিন্তু আমি মনে করি এটা প্রতিহিংসামূলক ৷ কোভিডের সময় ফিরহাদ হাকিম সহ এঁদের গ্রেফতার না করলেই পারত ৷ কিন্তু যা বললাম, আইনের দিক থেকে গ্রেফতার করতেই পারে ৷ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমার কাছ থেকে অনুমতি নেয়নি ৷ জানিয়ে দিই, স্পিকারের অনুমতির প্রয়োজন পড়ে না ৷ কেবল জানাতে হয় ৷ সুশান্ত ঘোষকে গ্রেফতার করার সময় কি অনুমতি নেওয়া হয়েছিল ? নেওয়া হয়নি ৷ আমি আর জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়েছিলাম বাম আমলে ৷ তৎকালীন স্পিকার হাসিম আবদুল হালিমকে কেবল জানিয়ে দেওয়া হয়েছিল যে আমাদের গ্রেফতার করা হচ্ছে ৷ তবে আজকের গ্রেফতারি প্রতিহিংসামূলক, এটা ঠিক হয়নি ৷ দু'মাস পরে করলেই পারত ৷ কিন্তু, গ্রেফতারি বেআইনি নয় ৷

শুনুন কী বললেন অরুণাভ ঘোষ ৷

আরও পড়ুন: আর্থিক দুর্নীতি এবং জেলযাত্রা, মদন মিত্রের রাজনৈতিক জীবনে যেন সমার্থক !

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনা দিচ্ছেন, যাঁরা অভিযুক্ত, এটা তাঁদের বিরুদ্ধে যাবে ৷ কারণ যখন জামিন নেওয়ার চেষ্টা করবে, তখন বলা হবে, এঁরা প্রভাবশালী, এঁদের জন্য মুখ্যমন্ত্রী ধরনা দিচ্ছেন ৷ অতএব, এঁদের জামিন দেওয়া যাবে না ৷

তবে বেছে বেছে গ্রেফতার করা হয়েছে ৷ নারদাকাণ্ডে মোট 13 জন অভিযুক্ত ৷ একজন মারা গিয়েছেন ৷ এতদিন গ্রেফতার হয়নি ! সবাইকে তো গ্রেফতার করা হয়নি ! অতএব, প্রতিহিংসামূলক তো বটেই ৷ কিন্তু, এটাই তো স্বাভাবিক ৷ কী আশা করব এঁদের কাছ থেকে ! একজন নন ম্যাট্রিক ভারতবর্ষের প্রধানমন্ত্রী ৷ একটা মিথ্যেবাদী ৷ অতএব, কী আর করা যাবে ! এটাই হবে ৷ দলও তেমন কাজই করবে, রাজ্যপালও তাই করবে ৷ কিন্তু গ্রেফতারিটা বেআইনি নয় ৷

গ্রেফতার করতেই পারে ৷ কিন্তু আমি মনে করি এটা প্রতিহিংসামূলক ৷ কোভিডের সময় ফিরহাদ হাকিম সহ এঁদের গ্রেফতার না করলেই পারত ৷ কিন্তু যা বললাম, আইনের দিক থেকে গ্রেফতার করতেই পারে ৷ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমার কাছ থেকে অনুমতি নেয়নি ৷ জানিয়ে দিই, স্পিকারের অনুমতির প্রয়োজন পড়ে না ৷ কেবল জানাতে হয় ৷ সুশান্ত ঘোষকে গ্রেফতার করার সময় কি অনুমতি নেওয়া হয়েছিল ? নেওয়া হয়নি ৷ আমি আর জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়েছিলাম বাম আমলে ৷ তৎকালীন স্পিকার হাসিম আবদুল হালিমকে কেবল জানিয়ে দেওয়া হয়েছিল যে আমাদের গ্রেফতার করা হচ্ছে ৷ তবে আজকের গ্রেফতারি প্রতিহিংসামূলক, এটা ঠিক হয়নি ৷ দু'মাস পরে করলেই পারত ৷ কিন্তু, গ্রেফতারি বেআইনি নয় ৷

শুনুন কী বললেন অরুণাভ ঘোষ ৷

আরও পড়ুন: আর্থিক দুর্নীতি এবং জেলযাত্রা, মদন মিত্রের রাজনৈতিক জীবনে যেন সমার্থক !

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনা দিচ্ছেন, যাঁরা অভিযুক্ত, এটা তাঁদের বিরুদ্ধে যাবে ৷ কারণ যখন জামিন নেওয়ার চেষ্টা করবে, তখন বলা হবে, এঁরা প্রভাবশালী, এঁদের জন্য মুখ্যমন্ত্রী ধরনা দিচ্ছেন ৷ অতএব, এঁদের জামিন দেওয়া যাবে না ৷

তবে বেছে বেছে গ্রেফতার করা হয়েছে ৷ নারদাকাণ্ডে মোট 13 জন অভিযুক্ত ৷ একজন মারা গিয়েছেন ৷ এতদিন গ্রেফতার হয়নি ! সবাইকে তো গ্রেফতার করা হয়নি ! অতএব, প্রতিহিংসামূলক তো বটেই ৷ কিন্তু, এটাই তো স্বাভাবিক ৷ কী আশা করব এঁদের কাছ থেকে ! একজন নন ম্যাট্রিক ভারতবর্ষের প্রধানমন্ত্রী ৷ একটা মিথ্যেবাদী ৷ অতএব, কী আর করা যাবে ! এটাই হবে ৷ দলও তেমন কাজই করবে, রাজ্যপালও তাই করবে ৷ কিন্তু গ্রেফতারিটা বেআইনি নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.