ETV Bharat / city

রাজাবাজারে প্রকাশ্যে গুলি, গুরুতর আহত ১ - police

রাজাবাজারে প্রকাশ্যে গুলি যুবককে । গুরুতর আহত ইয়াসের মুস্তফা ভরতি NRS হাসপাতালে । ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই চারজনকে আটক করেছে পুলিশ ।

প্রতীকী ছবি
author img

By

Published : Jul 12, 2019, 3:17 PM IST

কলকাতা, 12 জুলাই : রাজাবাজারে প্রকাশ্যে গুলি যুবককে । গুরুতর আহত ইয়াসের মুস্তফা ভরতি NRS হাসপাতালে । ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই চারজনকে আটক করেছে পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে এলাকার CCTV ফুটেজ ।

গতরাতে APC রোড এবং কেশব সেন স্ট্রিটের সংযোগস্থানে ঘটনাটি ঘটে । নারকেলডাঙা নর্থ রোডের বাসিন্দা ইয়াসের মুস্তফা বাড়ি ফিরছিলেন । রাস্তায় লোকজন থাকলেও মোটের উপর ফাঁকাই ছিল রাজাবাজার ক্রসিং । হঠাৎই চারজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে । শুরু হয় বচসা । পালাতে গেলে ইয়াসেরকে লক্ষ্য করে গুলি চালায় তাদের মধ্যে একজন । গুলি লাগে তাঁর বাঁ হাতে । পালিয়ে যায় দুষ্কৃতীরা ।

আরও পড়ুন : যাঁরা তৃণমূলে গেছেন, আবার ফিরে আসবেন : কৈলাস

পুলিশের প্রাথমিক অনুমান, পুরোনো কোনও শত্রুতার জেরে এই হামলা । ঘটনায় ইতিমধ্যেই আমহার্স্ট স্ট্রিট থানা এবং লালবাজারের গুণ্ডাদমন শাখা আটক করেছে চারজনকে । ইয়াসেরকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা ।

কলকাতা, 12 জুলাই : রাজাবাজারে প্রকাশ্যে গুলি যুবককে । গুরুতর আহত ইয়াসের মুস্তফা ভরতি NRS হাসপাতালে । ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই চারজনকে আটক করেছে পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে এলাকার CCTV ফুটেজ ।

গতরাতে APC রোড এবং কেশব সেন স্ট্রিটের সংযোগস্থানে ঘটনাটি ঘটে । নারকেলডাঙা নর্থ রোডের বাসিন্দা ইয়াসের মুস্তফা বাড়ি ফিরছিলেন । রাস্তায় লোকজন থাকলেও মোটের উপর ফাঁকাই ছিল রাজাবাজার ক্রসিং । হঠাৎই চারজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে । শুরু হয় বচসা । পালাতে গেলে ইয়াসেরকে লক্ষ্য করে গুলি চালায় তাদের মধ্যে একজন । গুলি লাগে তাঁর বাঁ হাতে । পালিয়ে যায় দুষ্কৃতীরা ।

আরও পড়ুন : যাঁরা তৃণমূলে গেছেন, আবার ফিরে আসবেন : কৈলাস

পুলিশের প্রাথমিক অনুমান, পুরোনো কোনও শত্রুতার জেরে এই হামলা । ঘটনায় ইতিমধ্যেই আমহার্স্ট স্ট্রিট থানা এবং লালবাজারের গুণ্ডাদমন শাখা আটক করেছে চারজনকে । ইয়াসেরকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা ।

Intro:কলকাতা, ১২ জুলাই: রাতের কলকাতায় ফের গুলি চালনার ঘটনা। এবার রাজাবাজারে। প্রকাশ্য রাস্তার উপর। ঘটনায় গুরুতর আহত এক ব্যাক্তি। তিনি NRS হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই চারজনকে আটক করেছে পুলিশ। Body:গতরাতে APC রোড এবং কেশব সেন স্ট্রিটের সংযোগস্থলে ঘটে.ঘটনা। নারকেলকলকাতা, ১২ জুলাই: রাতের কলকাতায় ফের গুলি চালনার ঘটনা। এবার রাজাবাজারে। প্রকাশ্য রাস্তার উপর। ঘটনায় গুরুতর আহত এক ব্যাক্তি। তিনি NRS হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই চারজনকে আটক করেছে পুলিশ। ডাঙা নর্থ রোডের বাসিন্দা ইয়াসিন মুস্তফা বাড়ি ফিরছিলেন। রাত তখন গভীর। কিছু মানুষজন থাকলেও, মোটের উপর ফাঁকা রাজাবাজার ক্রসিং। হঠাৎই চার দুষ্কৃতী তাকে ঘিরে ধরে। শুরু হয় বচসা। চেঁচামেচি শুনে স্থানীয় মানুষজন সেদিকে আসছিলেন। তখন হঠাৎই গুলি চালানোর শব্দ। ঘটনাস্থল থেকে পালাচ্ছিলেন ইয়াসির। গুলি লাগে তার বাঁ হাতে। তখনই এলাকার ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। মাটিতে লুটিয়ে পড়েন ইয়াসের।
Conclusion:তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, ইয়াসেরকে প্রাণে মারতে চেয়েছিল দুষ্কৃতীরা। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পুরনো শত্রুতার জেরে এই হামলা বলে মনে করছে পুলিশ। এন আর এর সূত্র খবর, ইয়াসের স্থিতিশীল হলেও কথা বলার মতো অবস্থায় নেই। তদন্তকারীরা তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। যদিও আমহার্স্ট স্ট্রিট থানা এবং লালবাজারের গুন্ডাদমন শাখা ইতিমধ্যেই চারজনকে আটক করেছে। খতিয়ে দেখা হচ্ছে CCTV ফুটেজ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.