ETV Bharat / city

এক দেশে, এক রেশন কার্ডে আপত্তি রাজ্যের, মুখ্যমন্ত্রীকে চিঠি রামবিলাসের

নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে লিখেছেন, ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ডের জন্য আলাদা করে কোনও কার্ড করতে হবে না । রাজ্যের দায়িত্ব কেবল আধারের সঙ্গে রেশন কার্ডের সংযোগ করা । NIC অর্থাৎ ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার গোটা দেশে এই কাজ করবে ।

Mamata Banerjee and Ram Vilas Paswan
মমতা বন্দ্যোপাধ্যায় ও রামবিলাস পাসওয়ান
author img

By

Published : Feb 18, 2020, 5:28 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় সরকার নীতি এনেছে এক দেশ, এক রেশন কার্ড তৈরির । আরও অনেক বিষয়ের মতো এতে নিমরাজি রাজ্য সরকার । গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, হরিয়ানা, রাজস্থানের মত 12 টি রাজ্য ইতিমধ্যেই এক দেশ, এক রেশন কার্ড নীতি গ্রহণ করে কাজ শুরু করে দিয়েছে । তখন পশ্চিমবঙ্গ গ্রাহকদের বঞ্চিত হওয়ার সম্ভাবনার কথা তুলে ধরে, এই নীতিতে পা মেলাতে রাজি হয়নি । সেই সূত্রে খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান এবার চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । তাতে কেন্দ্রীয় সরকারের নীতিকে সমর্থন জানানোর অনুরোধ করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর ।

জানা গেছে, আগামী জুন মাস থেকে এক দেশ, এক রেশন কার্ড নীতি চালু করতে চাইছে কেন্দ্র ৷ কিন্তু তাতে নিমরাজি এ রাজ্যের সরকার । কারণ জাতীয় খাদ্য সুরক্ষা আইন মোতাবেক কেবলমাত্র প্রায়োরিটি হাউজহোল্ডেই সস্তায় চাল, গম, দানাশস্য পাওয়া যায় । সেক্ষেত্রে মূলত BPL কার্ড হোল্ডারদের জন্য নেওয়া আছে বিশেষ ব্যবস্থা । রাজ্য সরকারের তরফে BPL তালিকাভুক্ত ছাড়াও রাজ্যের কয়েক লাখ গ্রাহককে দেওয়া হয় দু'টাকা কেজি দরে চালের মত পরিষেবা । কেন্দ্রের নীতি মানলে এই সুবিধাভোগীরা বঞ্চিত হবেন । এই কারণ দেখেই কেন্দ্রীয় নীতিতে যেতে চাইছে না রাজ্য সরকার । কিন্তু রাজ্যের এই যুক্তি খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক । তাদের পাল্টা দাবি এতে আখেরে সুবিধাই হবে রাজ্যবাসীর । এ রাজ্য থেকে অনেকেই ভিন রাজ্যে কাজের জন্য যায় । সেখানেও তারা রেশনের প্রাপ্য ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না । যদিও রাজ্য মনে করছে এতে স্টক মেন্টেন করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে ।

নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে লিখেছেন, ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ডের জন্য আলাদা করে কোনও কার্ড করতে হবে না । রাজ্যের দায়িত্ব কেবল আধারের সঙ্গে রেশন কার্ডের সংযোগ করা । NIC অর্থাৎ ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার গোটা দেশে এই কাজ করবে । প্রতিটি রেশন দোকানে থাকবে e-passbook মেশিন । সেখান ছোঁয়ালেই বোঝা যাবে কোথা থেকে কত রেশন তুলেছে গ্রাহক । রাজ্যের তরফে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীকে কী উত্তর পাঠানো হয় সেটাই এখন দেখার ।

কলকাতা, 18 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় সরকার নীতি এনেছে এক দেশ, এক রেশন কার্ড তৈরির । আরও অনেক বিষয়ের মতো এতে নিমরাজি রাজ্য সরকার । গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, হরিয়ানা, রাজস্থানের মত 12 টি রাজ্য ইতিমধ্যেই এক দেশ, এক রেশন কার্ড নীতি গ্রহণ করে কাজ শুরু করে দিয়েছে । তখন পশ্চিমবঙ্গ গ্রাহকদের বঞ্চিত হওয়ার সম্ভাবনার কথা তুলে ধরে, এই নীতিতে পা মেলাতে রাজি হয়নি । সেই সূত্রে খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান এবার চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । তাতে কেন্দ্রীয় সরকারের নীতিকে সমর্থন জানানোর অনুরোধ করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর ।

জানা গেছে, আগামী জুন মাস থেকে এক দেশ, এক রেশন কার্ড নীতি চালু করতে চাইছে কেন্দ্র ৷ কিন্তু তাতে নিমরাজি এ রাজ্যের সরকার । কারণ জাতীয় খাদ্য সুরক্ষা আইন মোতাবেক কেবলমাত্র প্রায়োরিটি হাউজহোল্ডেই সস্তায় চাল, গম, দানাশস্য পাওয়া যায় । সেক্ষেত্রে মূলত BPL কার্ড হোল্ডারদের জন্য নেওয়া আছে বিশেষ ব্যবস্থা । রাজ্য সরকারের তরফে BPL তালিকাভুক্ত ছাড়াও রাজ্যের কয়েক লাখ গ্রাহককে দেওয়া হয় দু'টাকা কেজি দরে চালের মত পরিষেবা । কেন্দ্রের নীতি মানলে এই সুবিধাভোগীরা বঞ্চিত হবেন । এই কারণ দেখেই কেন্দ্রীয় নীতিতে যেতে চাইছে না রাজ্য সরকার । কিন্তু রাজ্যের এই যুক্তি খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক । তাদের পাল্টা দাবি এতে আখেরে সুবিধাই হবে রাজ্যবাসীর । এ রাজ্য থেকে অনেকেই ভিন রাজ্যে কাজের জন্য যায় । সেখানেও তারা রেশনের প্রাপ্য ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না । যদিও রাজ্য মনে করছে এতে স্টক মেন্টেন করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে ।

নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে লিখেছেন, ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ডের জন্য আলাদা করে কোনও কার্ড করতে হবে না । রাজ্যের দায়িত্ব কেবল আধারের সঙ্গে রেশন কার্ডের সংযোগ করা । NIC অর্থাৎ ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার গোটা দেশে এই কাজ করবে । প্রতিটি রেশন দোকানে থাকবে e-passbook মেশিন । সেখান ছোঁয়ালেই বোঝা যাবে কোথা থেকে কত রেশন তুলেছে গ্রাহক । রাজ্যের তরফে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীকে কী উত্তর পাঠানো হয় সেটাই এখন দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.