কলকাতা, ১২ মার্চ: বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হল। ধৃতের নাম সুকান্ত সাহু। সে উত্তর ২৪ পরগনায় বিস্ফোরক পাঠাচ্ছিল বলে জানতে পারে পুলিশ। ওড়িশার রূপসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল ট্রানজ়িট রিমান্ডে তাকে কলকাতায় আনা হতে পারে। বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এনিয়ে চারজনকে গ্রেপ্তার করা হল।
ওড়িশার রূপসার সাঁই ট্রেডার্স থেকে উত্তর ২৪ পরগনার নৈহাটি। এটাই ছিল বিস্ফোরক আনার রুট। নামটা পাওয়া গিয়েছিল ধৃত ইন্দ্রজিৎ ভুঁই এবং পদ্মলোচন দে'কে জেরা করে। জানা যায়, সাঁই ট্রেডার্স পাঠিয়েছে বিস্ফোরক। পরের দিনই ওড়িশায় যায় স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল। জানা যায়, সাঁই ট্রেডার্সের মালিকের নামই সুকান্ত সাহু। প্রাথমিকভাবে জেরা করলে সে তদন্তকারীদের কয়েকটি কাগজ দেখায়। সূত্রের খবর, তার পটাশিয়াম নাইট্রেট বিক্রি করার বৈধ লাইসেন্স নেই। তদন্তকারীদের সেই কাগজ দেখাতে পারেনি। এরপরই আজ তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ধৃত দু'জনকে জেরা করে রবিউল ইসলামের কথা জানতে পারে পুলিশ। সে উত্তর ২৪ পরগনার নৈহাটি এলাকার বাসিন্দা। তবে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিস্ফোরক বোঝাই গাড়ি কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়ার পর পালায় সে। কিন্তু শেষ রক্ষা হয়নি। পূর্ব মেদিনীপুর পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয় রবিউলকে। ওড়িশা থেকে আনা বিস্ফোরক রবিউলের হাতেই তুলে দিতে চেয়েছিল ইন্দ্রজিৎ ভুঁই এবং পদ্মলোচন দে।