ETV Bharat / city

কোরোনার উপসর্গ রয়েছে, কেন্দ্রীয় দলের পরিদর্শনের মাঝেই হাসপাতাল ছেড়ে পথে রোগী

কেন্দ্রীয় দলের পরিদর্শনের মাঝেই সকলের নজর এড়িয়ে এম আর বাঙুর হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন এক সন্দেহভাজন কোরোনা রোগী ৷ তবে বেশিদূর যেতে পারেননি ।

Corona Suspected patient
কেন্দ্রীয় দলের পরিদর্শনের মাঝেই হাসপাতাল ছেড়ে পথে কোরোনা সন্দেহভাজন
author img

By

Published : Apr 23, 2020, 6:24 PM IST

কলকাতা, 23 এপ্রিল: কেন্দ্রীয় দল হাসপাতালে রয়েছে । সেই ফাঁকে হাসপাতাল ছেড়ে পথে কোরোনা সন্দেহে ভরতি এক রোগী ৷

আজ সকাল থেকেই কেন্দ্রীয় দল কলকাতার একাধিক এলাকা ঘুরে দেখছেন ৷ দুপুরে তাঁরা পৌছান এম আর বাঙুর হাসপাতালে ৷ তাঁদের যখন হাসপাতালের সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছিলেন অধিকর্তা সহ কর্মীরা, সেই সময়ই কোরোনা সন্দেহে ভরতি এক ব্যক্তি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন ৷ তিনি সোজা চলে যান টালিগঞ্জ মেট্রো স্টেশনের দিকে ৷ বিষয়টি নজরে আসতেই হাসপাতাল কর্তৃপক্ষ ওই সন্দেহভাজন রোগীকে ফিরিয়ে আনে ৷

জানা গিয়েছে, ওই ব্যক্তি আজ সকালে বাঙুর হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভরতি হন । তাঁর শরীরে কোরোনার উপসর্গ রয়েছে ৷ কিন্তু কীভাবে হাসপাতাল কর্তৃপক্ষের নজর এড়িয়ে তিনি বেরিয়ে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে, ‘‘অ্যাম্বুলেন্স থেকে নামানোর পরই ওই ব্যক্তি গেটের বাইরে বেরিয়ে যান ৷ তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ফিরিয়ো আনা হয় ৷’’ এই ঘটনার পরই আইসোলোশন ওয়ার্ড সহ হাসপাতালের সর্বত্র কড়া নজরদারি চালানো হচ্ছে ৷

কলকাতা, 23 এপ্রিল: কেন্দ্রীয় দল হাসপাতালে রয়েছে । সেই ফাঁকে হাসপাতাল ছেড়ে পথে কোরোনা সন্দেহে ভরতি এক রোগী ৷

আজ সকাল থেকেই কেন্দ্রীয় দল কলকাতার একাধিক এলাকা ঘুরে দেখছেন ৷ দুপুরে তাঁরা পৌছান এম আর বাঙুর হাসপাতালে ৷ তাঁদের যখন হাসপাতালের সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছিলেন অধিকর্তা সহ কর্মীরা, সেই সময়ই কোরোনা সন্দেহে ভরতি এক ব্যক্তি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন ৷ তিনি সোজা চলে যান টালিগঞ্জ মেট্রো স্টেশনের দিকে ৷ বিষয়টি নজরে আসতেই হাসপাতাল কর্তৃপক্ষ ওই সন্দেহভাজন রোগীকে ফিরিয়ে আনে ৷

জানা গিয়েছে, ওই ব্যক্তি আজ সকালে বাঙুর হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভরতি হন । তাঁর শরীরে কোরোনার উপসর্গ রয়েছে ৷ কিন্তু কীভাবে হাসপাতাল কর্তৃপক্ষের নজর এড়িয়ে তিনি বেরিয়ে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে, ‘‘অ্যাম্বুলেন্স থেকে নামানোর পরই ওই ব্যক্তি গেটের বাইরে বেরিয়ে যান ৷ তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ফিরিয়ো আনা হয় ৷’’ এই ঘটনার পরই আইসোলোশন ওয়ার্ড সহ হাসপাতালের সর্বত্র কড়া নজরদারি চালানো হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.