কলকাতা, 14 জুন : একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে রোজই চলছে অসামাজিক কাজকর্ম । গতরাতে তার প্রতিবাদ করেন এক যুবতি এবং তাঁর পরিবার । সেই রাগে ওই নির্মীয়মাণ বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষী গতরাতেই চড়াও হয় বলে অভিযোগ । ওই যুবতির বাড়ির সামনে এসে অকথ্য গালিগালাজ করতে থাকে । আজ সকালে ফের শুরু হয় গালিগালাজ । চলে অ্যাসিড হামলার হুমকি । সেই ঘটনার সূত্র ধরে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে ।
নিউ বালিগঞ্জ রোড এলাকায় পরিবারের সঙ্গে থাকেন ওই যুবতি । বয়স 28 বছর । অবাঙালি ওই যুবতির পারিবারিক ব্যবসা আছে । তার পাশেই নিউ বালিগঞ্জ রোডে তৈরি হচ্ছে একটি বিল্ডিং । অভিযোগ, সেখানেই চলে অসামাজিক কাজকর্ম । বসে মদ-গাঁজার আসর । আর এই অসামাজিক কাজের মূল অভিযোগ রয়েছে অরিজিৎ বোসের (36) বিরুদ্ধে । অভিযুক্ত ওই ব্যক্তি নির্মীয়মাণ আবাসনের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত । গতরাতে অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করেন ওই যুবতি । তারপরেই চড়াও হয় অরিজিৎ । গালিগালাজ শুরু করে । ওই যুবতির বক্তব্য, “ আমার বাবার উপর চড়াও হয় ওই যুবক । আমাদের গালিগালাজ শুরু করে । এরপরেই গোটা ঘটনাটি আমরা জানাই কসবা থানায় । কসবা থানার পুলিশ রাতেই তাকে থানায় নিয়ে যায়। কিন্তু আশ্চর্য হয়ে গেছি এটা দেখে যে আজ সকালে ফের ওই যুবক আমাদের বাড়ির সামনে এসে গালিগালাজ শুরু করে । আমাকে ধর্ষণের এবং অ্যাসিড হামলার হুমকি দেওয়া হয় । আমি বুঝতে পারছি না রাতে গ্রেপ্তার করার পর সকালবেলায় ওই যুবককে ছেড়ে দেওয়া হল কী করে !"
পুলিশ সূত্রে খবর, ওই যুবতির টেলিফোনে অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছিল । ডিসঅর্ডারলি কন্ডাক্ট মামলা রুজু করা হয়েছিল । আইন অনুযায়ী তাকে থানা থেকে জামিন দেওয়া হয় । কিন্তু আজ সকাল ন'টা নাগাদ ফের ওই একই ফোন আসে । একই অভিযোগ করেন যুবতি। দ্রুত সেখানে পুলিশ পাঠানো হয় । কিন্তু ততক্ষণে অভিযুক্ত চম্পট দিয়েছে । এরপর ওই যুবতিকে লিখিত অভিযোগ দায়ের করার জন্য অনুরোধ করে পুলিশ । আজ বিকেলে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে । অভিযুক্তর বাড়ি 41 D ধর্মতলা রোড এলাকায় ।