ETV Bharat / city

রাস্তাতেই মৃত্যু, হাসপাতাল পেলেন না কোরোনার উপসর্গ থাকা বৃদ্ধ

author img

By

Published : May 10, 2020, 3:57 PM IST

কোরোনার উপসর্গ ছিল শোভাবাজারের এক ব্যক্তির। কিন্তু বিভিন্ন হাসপাতাল ঘুরেও বেড না পাওয়ার ফলে মৃত্যু হয় তাঁর ।

ছবি
ছবি

কলকাতা, 10 মে : কোরোনার উপসর্গ ছিল । কিন্তু, বিভিন্ন হাসপাতালে ঘুরেও বেড পেলেন না শোভাবাজারের এক বাসিন্দা । রাস্তাতেই অক্সিজেনের অভাবে মৃত্যু হয় ওই ব্যক্তির । ঘটনায় রাজ্যে পর্যাপ্ত বেড থাকার দাবি নিয়ে উঠছে প্রশ্ন ।

রাজ‍্যে কোরোনা আক্রান্তদের জন্য পর্যাপ্ত বেড নেই, এমন অভিযোগ আগে উঠেছিল । কিন্তু দিনকয়েক আগে খোদ মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেন , রাজ্যে কোরোনা আক্রান্তদের জন্য পর্যাপ্ত বেড রয়েছে । সংখ্যাও উল্লেখ করেন তিনি । অথচ শোভাবাজারের ওই বাসিন্দা বেড পাননি বলে অভিযোগ ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিনদিন ধরে অসুস্থ ছিলেন ওই বৃদ্ধ । জ্বর এসেছিল তাঁর । সাধারণ প‍্যারাসিটামলে তা সেরেও যায় । কিন্তু গতকাল সকালে হঠাৎই তাঁর শ্বাসকষ্ট শুরু হয় । তারপরেই অ্যাম্বুলেন্স ডাকেন পরিবারের সদস্যরা । দীর্ঘক্ষণ পরে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে । সেখানে কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয় । কিন্তু অভিযোগ, সংশ্লিষ্ট ওই হাসপাতাল রোগীকে ভরতি নিতে চায়নি । সেই অবস্থায় ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় বেলেঘাটা ID হাসপাতালে । সেখান থেকে তাঁকে নাকি রেফার করা হয় MR বাঙুর হাসপাতালে । কিন্তু পথেই তাঁর মৃত্যু হয় । হাসপাতালের চিকিৎসকরা সেই মৃত্যু নিশ্চিত করেন ।


এই ঘটনায় উঠেছে আরও বড় প্রশ্ন। কোরানা নিশ্চিত না হওয়ায় তাঁর দেহ পেয়েছেন পরিবারের সদস্যরা । তাঁরাই ওই বৃদ্ধের সৎকারের ব্যবস্থা করেছেন । কিন্তু প্রশ্ন উঠছে, ওই ব্যক্তি কোরোনায় সংক্রমিত ছিলেন না তো ? যদি তা হন তাহলে তাঁর থেকে আত্মীয়দের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে।

কলকাতা, 10 মে : কোরোনার উপসর্গ ছিল । কিন্তু, বিভিন্ন হাসপাতালে ঘুরেও বেড পেলেন না শোভাবাজারের এক বাসিন্দা । রাস্তাতেই অক্সিজেনের অভাবে মৃত্যু হয় ওই ব্যক্তির । ঘটনায় রাজ্যে পর্যাপ্ত বেড থাকার দাবি নিয়ে উঠছে প্রশ্ন ।

রাজ‍্যে কোরোনা আক্রান্তদের জন্য পর্যাপ্ত বেড নেই, এমন অভিযোগ আগে উঠেছিল । কিন্তু দিনকয়েক আগে খোদ মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেন , রাজ্যে কোরোনা আক্রান্তদের জন্য পর্যাপ্ত বেড রয়েছে । সংখ্যাও উল্লেখ করেন তিনি । অথচ শোভাবাজারের ওই বাসিন্দা বেড পাননি বলে অভিযোগ ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিনদিন ধরে অসুস্থ ছিলেন ওই বৃদ্ধ । জ্বর এসেছিল তাঁর । সাধারণ প‍্যারাসিটামলে তা সেরেও যায় । কিন্তু গতকাল সকালে হঠাৎই তাঁর শ্বাসকষ্ট শুরু হয় । তারপরেই অ্যাম্বুলেন্স ডাকেন পরিবারের সদস্যরা । দীর্ঘক্ষণ পরে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে । সেখানে কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয় । কিন্তু অভিযোগ, সংশ্লিষ্ট ওই হাসপাতাল রোগীকে ভরতি নিতে চায়নি । সেই অবস্থায় ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় বেলেঘাটা ID হাসপাতালে । সেখান থেকে তাঁকে নাকি রেফার করা হয় MR বাঙুর হাসপাতালে । কিন্তু পথেই তাঁর মৃত্যু হয় । হাসপাতালের চিকিৎসকরা সেই মৃত্যু নিশ্চিত করেন ।


এই ঘটনায় উঠেছে আরও বড় প্রশ্ন। কোরানা নিশ্চিত না হওয়ায় তাঁর দেহ পেয়েছেন পরিবারের সদস্যরা । তাঁরাই ওই বৃদ্ধের সৎকারের ব্যবস্থা করেছেন । কিন্তু প্রশ্ন উঠছে, ওই ব্যক্তি কোরোনায় সংক্রমিত ছিলেন না তো ? যদি তা হন তাহলে তাঁর থেকে আত্মীয়দের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.