কলকাতা, 2 জানুয়ারি : মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ রাজ্য সরকার ৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী ৷
আজ মনোজবাবু বলেন, "মুখ্যমন্ত্রী ঘুরবেন কেন ? প্রাইস কন্ট্রোল ডিপার্টমেন্ট, এগ্রিকালচারাল মার্কেটিং ডিপার্টমেন্ট রয়েছে ৷ সব জায়গায় মুখ্যমন্ত্রী ঘুরবেন কেন ? মন্ত্রিসভাটা ঠিকমত পরিচালনা করুন ৷ মুখ্যমন্ত্রী ঘুরলেই দাম কমবে না ৷ বাজারে প্রাইস কন্ট্রোল করতে হয় ৷ উনি ঘুরে বেড়ান ৷ ওঁর ছবি বেরোবে ৷ আর মানুষ খালি ব্যাগ হাতে বাড়ি গিয়ে স্ত্রীর কাছে গালি খাবে ৷ "
শাক-সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব সামগ্রীর দাম আকাশছোঁয়া । শীতকালে শীতের সবজি বাজারে সেইভাবে মিলছে না । যেটুকু পাওয়া যাচ্ছে তাও মহার্ঘ । মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ রাজ্য সরকারের দপ্তর । তাই আগামীদিনে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস ।