ETV Bharat / city

Mamata Banerjee at Delhi : 28 তারিখ বঙ্গভবনে মমতার বৈঠকে 100 বিরোধী নেতা আমন্ত্রিত - Mamata Banerjee at Delhi

তৃণমূল সূত্রে আরও খবর, আগামী 28 জুলাই বঙ্গভবনে 2-এর লনে কোভিড বিধি মেনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে । বৈঠকে 100 জন নেতা আমন্ত্রিত । কারা এই 100 জন, সেই তালিকা তৈরি করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব । আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের তত্ত্বাবধানে চলছে ফোন করে নেতাদের আমন্ত্রণ জানানোর পালা ।

s
s
author img

By

Published : Jul 24, 2021, 9:20 PM IST

কলকাতা, 24 জুলাই : দাবার বোর্ডে রাজায় রাজায় খেলা হলেও বোড়েই যুদ্ধজয়ে মূল ভূমিকা পালন করে । মমতার হয়ে মূল ভূমিকায় অবতীর্ণ তার 'মন্ত্রী' ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । সঙ্গে অবশ্যই আরও তিন মূর্তি ৷ তাঁরা হলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor), যশবন্ত সিনহা (Yashwant Sinha) এবং মুকুল রায় (Mukul Roy) । 2024 সালের লোকসভা ভোটের জোটযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করছেন তাঁরাই । সেই সূত্রে 26 জুলাই দিল্লি যাওয়ার কথাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের । তৃণমূল সূত্রে খবর, 26 গিয়ে 28-এ বিজেপি বিরোধী দলগুলির নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সর্বভারতীয় তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

21 জুলাইয়ে তৃণমূল সংসদীয় দলের তরফে নেত্রীর বক্তৃতা শোনার জন্য বিজেপি-বিরোধী দলগুলির নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল । দিল্লির কনস্টিটিউশনাল ক্লাবে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে তৃণমূল নেত্রীর বক্তৃতা শোনানোর আয়োজনে সাড়াও পেয়েছিল তৃণমূল । তৃণমূলের এই কর্মসূচিতে এসেছিলেন এনসিপি প্রধান শরদ পওয়ার (Sharad Pawar) , তাঁর সাংসদ কন্যা সুপ্রিয়া সুলে (Supriya Sule), কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরম (P Chidambaram) ও দ্বিগ্বিজয় সিংহ (Digvijay Singh) । সমাজবাদীপার্টির সাংসদ জয়া বচ্চন-সহ (Jaya Bachchan) টিআরএস, আরজেডি, ডিএমকে সাংসদরা । ওই একুশে বক্তৃতাতেই মহাজোটের সলতে পাকানোর কাজ শুরু করেছিলেন মমতা । বলেছিলেন, কালক্ষেপ না করে দ্রুত জোটের বৈঠকে বসতে হবে । যদিও লোকসভা নির্বাচনের এখনও অনেক দেরি ৷ কিন্তু মমতা চান বিজেপি বিরোধী জোট গঠনের প্রক্রিয়াটা বাংলার মুখ্যমন্ত্রীর এই সফর থেকেই তৈরি হোক । এবার সেই কাজে গতি আনতে দিল্লিতে বিজেপি-বিরোধী দলগুলির সঙ্গে তৃণমূল সুপ্রিমো বৈঠকে বসতে চলেছেন বলে খবর ।

তৃণমূল সূত্রে আরও খবর, আগামী 28 জুলাই বঙ্গভবনে 2-এর লনে কোভিড বিধি মেনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে । বৈঠকে 100 জন নেতা আমন্ত্রিত । কারা এই 100 জন, সেই তালিকা তৈরি করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব । আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের তত্ত্বাবধানে চলছে ফোন করে নেতাদের আমন্ত্রণ জানানোর পালা । এমনিতে বাদল অধিবেশনের কারণে বিরোধী দলের সব নেতারাই এখন দিল্লিতে ৷ কাজেই ডাক পেলে মমতার সঙ্গে বৈঠকে যেতে রাজি হবেন তাঁরা ৷ এমনটাই মনে করছে তৃণমূল ৷ কারা কারা সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে ৷ সূত্রের খবর, বৈঠকে এনসিপি নেতা শরদ পাওয়ারের থাকার জোরালো সম্ভাবনা রয়েছে ৷ এছাড়া কংগ্রেস, আম আদমি পার্টি, অকালি দল, সমাজবাদী পার্টির প্রতিনিধিরাও থাকতে পারেন ৷ বাম শিবির সূত্রে খবর, তাদের কাছেও তৃণমূলের ফোন এসেছে ৷ বৈঠকে বাম প্রতিনিধি যাবেন বলেই খবর ৷

আরও পড়ুন: Mamata Banerjee : মমতাকে চেয়ারপার্সন করে 24-এর লড়াইয়ে গতি আনার লক্ষ্য তৃণমূলের

2021 সালটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শুভ ৷ রাশি-নক্ষত্র দেখে গণৎকাররা নাকি একথা বলেছিলেন বিধানসভা ভোটের আগে ৷ ভোটে অভাবনীয় জয় সেই গণনাকে বাস্তবে পরিণত করেছে ৷ এবার যদি 28-এর বৈঠক সফল হয়, তাহলে বলতেই হবে রাশি-নক্ষত্র সপ্তমে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর । দিল্লি বহুত দূরে নয় ৷

কলকাতা, 24 জুলাই : দাবার বোর্ডে রাজায় রাজায় খেলা হলেও বোড়েই যুদ্ধজয়ে মূল ভূমিকা পালন করে । মমতার হয়ে মূল ভূমিকায় অবতীর্ণ তার 'মন্ত্রী' ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । সঙ্গে অবশ্যই আরও তিন মূর্তি ৷ তাঁরা হলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor), যশবন্ত সিনহা (Yashwant Sinha) এবং মুকুল রায় (Mukul Roy) । 2024 সালের লোকসভা ভোটের জোটযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করছেন তাঁরাই । সেই সূত্রে 26 জুলাই দিল্লি যাওয়ার কথাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের । তৃণমূল সূত্রে খবর, 26 গিয়ে 28-এ বিজেপি বিরোধী দলগুলির নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সর্বভারতীয় তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

21 জুলাইয়ে তৃণমূল সংসদীয় দলের তরফে নেত্রীর বক্তৃতা শোনার জন্য বিজেপি-বিরোধী দলগুলির নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল । দিল্লির কনস্টিটিউশনাল ক্লাবে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে তৃণমূল নেত্রীর বক্তৃতা শোনানোর আয়োজনে সাড়াও পেয়েছিল তৃণমূল । তৃণমূলের এই কর্মসূচিতে এসেছিলেন এনসিপি প্রধান শরদ পওয়ার (Sharad Pawar) , তাঁর সাংসদ কন্যা সুপ্রিয়া সুলে (Supriya Sule), কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরম (P Chidambaram) ও দ্বিগ্বিজয় সিংহ (Digvijay Singh) । সমাজবাদীপার্টির সাংসদ জয়া বচ্চন-সহ (Jaya Bachchan) টিআরএস, আরজেডি, ডিএমকে সাংসদরা । ওই একুশে বক্তৃতাতেই মহাজোটের সলতে পাকানোর কাজ শুরু করেছিলেন মমতা । বলেছিলেন, কালক্ষেপ না করে দ্রুত জোটের বৈঠকে বসতে হবে । যদিও লোকসভা নির্বাচনের এখনও অনেক দেরি ৷ কিন্তু মমতা চান বিজেপি বিরোধী জোট গঠনের প্রক্রিয়াটা বাংলার মুখ্যমন্ত্রীর এই সফর থেকেই তৈরি হোক । এবার সেই কাজে গতি আনতে দিল্লিতে বিজেপি-বিরোধী দলগুলির সঙ্গে তৃণমূল সুপ্রিমো বৈঠকে বসতে চলেছেন বলে খবর ।

তৃণমূল সূত্রে আরও খবর, আগামী 28 জুলাই বঙ্গভবনে 2-এর লনে কোভিড বিধি মেনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে । বৈঠকে 100 জন নেতা আমন্ত্রিত । কারা এই 100 জন, সেই তালিকা তৈরি করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব । আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের তত্ত্বাবধানে চলছে ফোন করে নেতাদের আমন্ত্রণ জানানোর পালা । এমনিতে বাদল অধিবেশনের কারণে বিরোধী দলের সব নেতারাই এখন দিল্লিতে ৷ কাজেই ডাক পেলে মমতার সঙ্গে বৈঠকে যেতে রাজি হবেন তাঁরা ৷ এমনটাই মনে করছে তৃণমূল ৷ কারা কারা সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে ৷ সূত্রের খবর, বৈঠকে এনসিপি নেতা শরদ পাওয়ারের থাকার জোরালো সম্ভাবনা রয়েছে ৷ এছাড়া কংগ্রেস, আম আদমি পার্টি, অকালি দল, সমাজবাদী পার্টির প্রতিনিধিরাও থাকতে পারেন ৷ বাম শিবির সূত্রে খবর, তাদের কাছেও তৃণমূলের ফোন এসেছে ৷ বৈঠকে বাম প্রতিনিধি যাবেন বলেই খবর ৷

আরও পড়ুন: Mamata Banerjee : মমতাকে চেয়ারপার্সন করে 24-এর লড়াইয়ে গতি আনার লক্ষ্য তৃণমূলের

2021 সালটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শুভ ৷ রাশি-নক্ষত্র দেখে গণৎকাররা নাকি একথা বলেছিলেন বিধানসভা ভোটের আগে ৷ ভোটে অভাবনীয় জয় সেই গণনাকে বাস্তবে পরিণত করেছে ৷ এবার যদি 28-এর বৈঠক সফল হয়, তাহলে বলতেই হবে রাশি-নক্ষত্র সপ্তমে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর । দিল্লি বহুত দূরে নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.