ETV Bharat / city

আগামীকাল কলকাতায় ধর্মঘট ওলা-উবার চালকদের

author img

By

Published : Aug 5, 2019, 5:30 AM IST

Updated : Aug 5, 2019, 6:23 AM IST

একাধিক দাবিতে আগামীকাল কলকাতায় ধর্মঘটের ডাক দিয়েছে ওলা-উবার অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন ৷ ফলে দুর্ভোগের মুখে পড়তে হবে বলে আশঙ্কা যাত্রীদের ৷

ছবিটি প্রতীকী

কলকাতা, 5 অগাস্ট : একগুচ্ছ দাবিতে আগামীকাল কলকাতায় ধর্মঘটের ডাক দিল ওলা-উবার অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন ৷ গতকাল একথা জানান সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ । এর ফলে সপ্তাহের শুরুতেই দুর্ভোগের মুখে পড়তে হবে বলে আশঙ্কা যাত্রীদের ৷

পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজন কড়া দাওয়াই ৷ সেজন্য 1988 সালের মোটর ভেহিকলস আইনে বেশ কিছু সংশোধনী এনেছে কেন্দ্র ৷ সংসদের উভয়কক্ষে পাশ হয়ে গেছে সেই সংশোধনী বিল ৷ তাতে বাড়ানো হয়েছে জরিমানার অঙ্ক ৷ এখানেই আপত্তি CITU পরিচালিত ইউনিয়নটির । ইন্দ্রজিৎবাবু বলেন, "কেন্দ্রীয় সরকার এই সময় কালো আইন চালু করে চালকদের উপর অকথ্য অত্যাচার নামিয়ে আনছে ৷ তৃণমূল সংসদে এটার বিরোধিতা করলেও রাজ্যে এই আইন চালু করে দিয়েছে (যদিও সংশোধনী বিলে এখনও অনুমোদন না নেওয়ায় সেটি এখনও আইনে পরিণত হয়নি )৷ 100 টাকার জরিমানা বেড়ে এক হাজার টাকার বেশি হচ্ছে ৷ জরিমানা দিতে দিতে চালকরা জেরবার ৷ এর সঙ্গে রয়েছে পুলিশি জুলুম ৷ কোথাও কোথাও চালকদের চড়-থাপ্পড়ও মারছে পুলিশ ৷ এর প্রতিবাদে মঙ্গলবার (আগামীকাল) ধর্মঘট ডাকা হয়েছে ৷ আমাদের মূল দাবি, এই কালো আইন বাতিল করতে হবে ও পুলিশি জুলুম বন্ধ করতে হবে ৷ "

এই সংক্রান্ত আরও খবর : ট্র্যাফিক আইন ভাঙলে কড়া ব্যবস্থা, রাজ্যসভায়ও পাশ মোটর ভেহিকলস বিল

অ্যাপ ক্যাব সংস্থাগুলি যে হারে কমিশন নিচ্ছে তার জেরে চালক ও অপারেটররা দুর্ভোগের শিকার হচ্ছে বলে দাবি ইন্দ্রজিৎবাবুর ৷ তাঁর কথায়, "ওলা-উবার সহ অ্যাপ ক্যাব সংস্থাগুলি যে কমিশন নিচ্ছে তা কমাতে হবে ৷ এখন 25 শতাংশ হারে কমিশন নিচ্ছে ৷ তা কমিয়ে 15 শতাংশ করতে হবে ৷ এছাড়া, দু'কিলোমিটারের মধ্যে যাত্রী দিতে হবে ৷"

এই সংক্রান্ত আরও খবর : ট্র্যাফিক আইন ভাঙলেই লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে

খারাপ আচরণ করলে চালকদের বিরুদ্ধে অভিযোগ জানানোর বন্দোবস্ত রয়েছে ওলা-উবারের মতো সংস্থায় ৷ সেই অভিযোগের গুরুত্ব বিচার করে চালকদের বসিয়ে দেওয়া হয় ৷ ব্লক করা হয় তাদের ID ৷ যদিও চালকদের বক্তব্য, অনেক সময় যাত্রীরা দুর্ব্যবহার করেন ৷ প্রতিবাদ করলে চালকদের বিরুদ্ধেই অভিযোগ করা হয় ৷ ইন্দ্রজিৎবাবুর বক্তব্য, "যখন তখন চালকদের ID ব্লক করা যাবে না ৷ " আগামীকাল দুপুরে শিয়ালদায় জমায়েত হয়ে ট্র্যাফিক গার্ডে ডেপুটেশন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷

এই সংক্রান্ত আরও খবর : উন্নত পরিষেবা পেতে হলে টোল ট্যাক্স দিতে হবে : নীতিন গড়করি

কলকাতা, 5 অগাস্ট : একগুচ্ছ দাবিতে আগামীকাল কলকাতায় ধর্মঘটের ডাক দিল ওলা-উবার অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন ৷ গতকাল একথা জানান সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ । এর ফলে সপ্তাহের শুরুতেই দুর্ভোগের মুখে পড়তে হবে বলে আশঙ্কা যাত্রীদের ৷

পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজন কড়া দাওয়াই ৷ সেজন্য 1988 সালের মোটর ভেহিকলস আইনে বেশ কিছু সংশোধনী এনেছে কেন্দ্র ৷ সংসদের উভয়কক্ষে পাশ হয়ে গেছে সেই সংশোধনী বিল ৷ তাতে বাড়ানো হয়েছে জরিমানার অঙ্ক ৷ এখানেই আপত্তি CITU পরিচালিত ইউনিয়নটির । ইন্দ্রজিৎবাবু বলেন, "কেন্দ্রীয় সরকার এই সময় কালো আইন চালু করে চালকদের উপর অকথ্য অত্যাচার নামিয়ে আনছে ৷ তৃণমূল সংসদে এটার বিরোধিতা করলেও রাজ্যে এই আইন চালু করে দিয়েছে (যদিও সংশোধনী বিলে এখনও অনুমোদন না নেওয়ায় সেটি এখনও আইনে পরিণত হয়নি )৷ 100 টাকার জরিমানা বেড়ে এক হাজার টাকার বেশি হচ্ছে ৷ জরিমানা দিতে দিতে চালকরা জেরবার ৷ এর সঙ্গে রয়েছে পুলিশি জুলুম ৷ কোথাও কোথাও চালকদের চড়-থাপ্পড়ও মারছে পুলিশ ৷ এর প্রতিবাদে মঙ্গলবার (আগামীকাল) ধর্মঘট ডাকা হয়েছে ৷ আমাদের মূল দাবি, এই কালো আইন বাতিল করতে হবে ও পুলিশি জুলুম বন্ধ করতে হবে ৷ "

এই সংক্রান্ত আরও খবর : ট্র্যাফিক আইন ভাঙলে কড়া ব্যবস্থা, রাজ্যসভায়ও পাশ মোটর ভেহিকলস বিল

অ্যাপ ক্যাব সংস্থাগুলি যে হারে কমিশন নিচ্ছে তার জেরে চালক ও অপারেটররা দুর্ভোগের শিকার হচ্ছে বলে দাবি ইন্দ্রজিৎবাবুর ৷ তাঁর কথায়, "ওলা-উবার সহ অ্যাপ ক্যাব সংস্থাগুলি যে কমিশন নিচ্ছে তা কমাতে হবে ৷ এখন 25 শতাংশ হারে কমিশন নিচ্ছে ৷ তা কমিয়ে 15 শতাংশ করতে হবে ৷ এছাড়া, দু'কিলোমিটারের মধ্যে যাত্রী দিতে হবে ৷"

এই সংক্রান্ত আরও খবর : ট্র্যাফিক আইন ভাঙলেই লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে

খারাপ আচরণ করলে চালকদের বিরুদ্ধে অভিযোগ জানানোর বন্দোবস্ত রয়েছে ওলা-উবারের মতো সংস্থায় ৷ সেই অভিযোগের গুরুত্ব বিচার করে চালকদের বসিয়ে দেওয়া হয় ৷ ব্লক করা হয় তাদের ID ৷ যদিও চালকদের বক্তব্য, অনেক সময় যাত্রীরা দুর্ব্যবহার করেন ৷ প্রতিবাদ করলে চালকদের বিরুদ্ধেই অভিযোগ করা হয় ৷ ইন্দ্রজিৎবাবুর বক্তব্য, "যখন তখন চালকদের ID ব্লক করা যাবে না ৷ " আগামীকাল দুপুরে শিয়ালদায় জমায়েত হয়ে ট্র্যাফিক গার্ডে ডেপুটেশন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷

এই সংক্রান্ত আরও খবর : উন্নত পরিষেবা পেতে হলে টোল ট্যাক্স দিতে হবে : নীতিন গড়করি

Intro:nullBody:৪ অগাষ্ট, কলকাতা: আগামী ৬ তারিখ মঙ্গলবার শহরের সমস্ত ওলা, উবের চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর এন্ড ড্রাইভার ইউনিয়নের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ।
শহরের ব্যস্ততম অফিসের দিনে বাম সংগঠনের ডাকা ওলা উবের ধর্মঘটে নাজেহাল হবে সাধারণ মানুষ।
মূলত কেন্দ্রীয় সরকার সংসদের বাদল অধিবেশনে নতুন পরিবহন আইন লাগু করেছে।এই আইনের ফলে পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের ভয়ানক করুন অবস্থা হবে বলে জানিয়েছেন সংস্থার সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ।
রাজ্যের শাসক দল কেন্দ্রীয় পরিবহন বিলের বিরোধিতা করলেওরাজ্য সেই বিল অনুসরণ করে নিয়মগুলো লাগু করে দিয়েছে। রাস্তায় বিভিন্ন জায়গায় ট্রাফিক জরিমানার পরিমান বাড়িয়ে দেওয়া হয়েছে। কলকাতা সহ শহরতলীতেও অ্যাপ ক্যাব ড্রাইভারদের ওপর তীব্র জুলুম নামিয়ে এনেছে বলে অভিযোগ করেছেন তিনি।
এমনকি চালকদের গায়ে হাতও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।সিটু পরিচালিত এই সংস্থার সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ বলেন, ওলা এবং উবের চালকদের ওপর শাসকদলের অত্যাচারের জন্য বাধ্য হয়ে ধর্মঘটের পথে যেতে তাঁরা বাধ্য হচ্ছেন। ১০০ টাকার জরিমানা কেন্দ্রের নিয়ম বলে ১০০০ টাকায় পরিণত হয়েছে। সামান্য পুলিশের রিপোর্ট হলেই ক্যাব কোম্পানি গুলি কোন ব্যবস্থা নিচ্ছে না। তাঁর সঙ্গে ক্যাব কোম্পানি গুলি তাদের গাড়ির চালকদের আই.ডি ব্লক করে দিচ্ছে।
কমিশন বাড়ানোর ফলে চালক ও অপারেটররা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এর প্রতিবাদে আগামী মঙ্গলবার সংশ্লিষ্ট ইউনিয়ন কোলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর ও ড্রাইভার ইউনিয়নের পক্ষ থেকে ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে।
তাদের মূল দাবি গুলি হল, কেন্দ্রীয় সরকারের লাগু করা পরিবহন শ্রমিকদের কালাকানুন প্রত্যাহার করতে হবে। ক্যাব চালকদের ওপর পুলিশি জুলুম বন্ধ করতে হবে। সরকারের সঙ্গে আলোচনা করে অবিলম্বে ক্যাব কোম্পানিগুলির কমিশন কমাতে হবে। বর্তমানে ২৫ শতাংশ কমিশন রয়েছে। তা কমিয়ে ১৫ শতাংশ করার আবেদন জানিয়েছে সিটু পরিচালিত এই ওলা উবের ইউনিয়ন। সেই সঙ্গে তাদের অতিরিক্ত দাবি, ড্রাইভারদের আইডি ব্লক করা যাবে না। দুই কিলোমিটারের মধ্যে যাত্রীদের পিক আপ দিতে হবে।
এই ধর্মঘটের পরেও যদি তাঁদের দাবি মানা না হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তাঁরা, বলে জানিয়েছেন সংস্থার সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ।Conclusion:null
Last Updated : Aug 5, 2019, 6:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.