ETV Bharat / city

পামেলা কাণ্ডেই কি ওসি নিউ আলিপুরকে বদলি ? উঠছে প্রশ্ন - pamela goswami

নিউ আলিপুর থানার অফিসার ইনচার্জ অমিতশংকর মুখোপাধ্যায়কে বদলি করা হল ৷ পামেলা কাণ্ডের জেরেই এই রদবদল বলে মনে করা হচ্ছে ৷

oc new alipur changed over pamela goswami case ? question raised
পামেলা কাণ্ডেই কি ওসি নিউ আলিপুরকে বদলি ? উঠছে প্রশ্ন
author img

By

Published : May 23, 2021, 5:54 PM IST

কলকাতা, 23 মে : বদলি করা হল নিউ আলিপুর থানার অফিসার ইনচার্জকে । পামেলা গোস্বামী মাদক কাণ্ডের ঘটনায় তাঁকে সরানো হল বলে খবর । যদিও লালবাজার সূত্রে জানানো হয়েছে, এটি একটি রুটিন বদলি মাত্র ।

নিউ আলিপুর থানার ওসি ছিলেন অমিতশংকর মুখোপাধ্যায় । তাঁকে সরিয়ে দেওয়া হল কলকাতা পুলিশের রিজার্ভ বাহিনীতে । পাশাপাশি তিলজলা থানার অতিরিক্ত ওসি শৈবাল রায়কে আনা হল নিউ আলিপুর থানার দায়িত্বে ।

আরও পড়ুন: 26 মে দীঘা উপকূলে আছড়ে পড়তে পারে যশ

সম্প্রতি বিজেপি যুব মোর্চা নেত্রী পামেলা গোস্বামী ও তাঁর সহকারীকে মাদক কাণ্ডে গ্রেফতার করে পুলিশ । এই ঘটনায় পামেলা গোস্বামী পুলিশকে জানান, বিজেপি নেতা রাকেশ সিং এই ঘটনায় জড়িত । পরে পুলিশ রাকেশ সিং-কেও গ্রেফতার করে । পামেলা একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানিয়ে বলেন, নিউ আলিপুর থানার ওসি অমিতশংকর মুখোপাধ্যায় রাকেশ সিং-এর সঙ্গে তাঁকে ফাঁসাচ্ছেন ৷ তার কয়েক মাসের মধ্য়েই ওসি নিউ আলিপুরের বদলির ঘটনায় ইতিমধ্যেই পুলিশ মহলে কথা উঠতে শুরু করেছে, পামেলা কাণ্ডের জেরেই অমিতশংকরকে সরাল লালবাজার ।

কলকাতা, 23 মে : বদলি করা হল নিউ আলিপুর থানার অফিসার ইনচার্জকে । পামেলা গোস্বামী মাদক কাণ্ডের ঘটনায় তাঁকে সরানো হল বলে খবর । যদিও লালবাজার সূত্রে জানানো হয়েছে, এটি একটি রুটিন বদলি মাত্র ।

নিউ আলিপুর থানার ওসি ছিলেন অমিতশংকর মুখোপাধ্যায় । তাঁকে সরিয়ে দেওয়া হল কলকাতা পুলিশের রিজার্ভ বাহিনীতে । পাশাপাশি তিলজলা থানার অতিরিক্ত ওসি শৈবাল রায়কে আনা হল নিউ আলিপুর থানার দায়িত্বে ।

আরও পড়ুন: 26 মে দীঘা উপকূলে আছড়ে পড়তে পারে যশ

সম্প্রতি বিজেপি যুব মোর্চা নেত্রী পামেলা গোস্বামী ও তাঁর সহকারীকে মাদক কাণ্ডে গ্রেফতার করে পুলিশ । এই ঘটনায় পামেলা গোস্বামী পুলিশকে জানান, বিজেপি নেতা রাকেশ সিং এই ঘটনায় জড়িত । পরে পুলিশ রাকেশ সিং-কেও গ্রেফতার করে । পামেলা একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানিয়ে বলেন, নিউ আলিপুর থানার ওসি অমিতশংকর মুখোপাধ্যায় রাকেশ সিং-এর সঙ্গে তাঁকে ফাঁসাচ্ছেন ৷ তার কয়েক মাসের মধ্য়েই ওসি নিউ আলিপুরের বদলির ঘটনায় ইতিমধ্যেই পুলিশ মহলে কথা উঠতে শুরু করেছে, পামেলা কাণ্ডের জেরেই অমিতশংকরকে সরাল লালবাজার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.