ETV Bharat / city

Nusrat Jahan : নুসরতের ইনস্টা-স্টোরিতে আধ্য়াত্মিক গুরুর শান্তির বার্তা - যশ দাশগুপ্ত

নুসরত জাহানের ইনস্টাগ্রাম স্টোরিতে আধ্য়াত্মিক গুরুর ভিডিয়ো ৷ তাতে জীবনের কঠিন সময় পেরোনোর চাবিকাঠি ৷ তবে কি বিতর্ক এড়িয়ে শান্তিতে থাকতে চাইছেন অভিনেত্রী ?

Nusrat Jahan shares motivational video on her instagram story
Nusrat Jahan : নুসরতের ইনস্টা-স্টোরিতে আধ্য়াত্মিক গুরুর শান্তির বার্তা
author img

By

Published : Jun 19, 2021, 9:21 PM IST

কলকাতা, 19 জুন : জীবনের কঠিন সময়গুলোকে পার করতে অনেকেই আধ্যাত্মিকতার আশ্রয় নেন ৷ এবার কি তবে সেই পথে পা বাড়ালেন নুসরত জাহানও (Nusrat Jahan) ? অন্তত এমনই ইঙ্গিত দিচ্ছে নায়িকার ইনস্টগ্রাম (instagram) স্টোরি ৷ শনিবার সকালে এই স্টোরিটি শেয়ার করেছেন তিনি ৷ তাতে 10 সেকেন্ডের একটি ভিডিয়ো রয়েছে ৷ সেই ভিডিয়োয় জীবনকে সুন্দর ও সহজভাবে দেখার পাঠ দিতে শোনা যাচ্ছে গৌরগোপাল দাসকে ৷

কে এই গৌরগোপাল দাস ? তিনি একজন আধ্যাত্মিক গুরু ৷ মানুষকে উদ্বুদ্ধ করতে মন ভাল করা কথা বলেন ৷ তাঁর অনুগামীর সংখ্যাও নেহাত কম নয় ৷ এমনকী, নেট মাধ্যমেও তিনি সমান জনপ্রিয় ৷ হিসাব বলছে, ইনস্টাগ্রাম ও ইউটিউব মিলিয়ে তাঁর ফলোয়ারের সংখ্যা 60 লাখেরও বেশি ৷

আরও পড়ুন : সিক্ত শরীরে চানঘরের গান, বর্ষায় প্রেমে পড়ার হাতছানি স্বস্তিকা-শ্রীলেখার

এহেন গৌরগোপাল দাসকে কী বলতে শোনা যাচ্ছে নুসরতের প্রোফাইল স্টোরিতে ? তিনি বলছেন, ‘‘জীবন কখনওই সহজ নয়। জীবনকে সহজ করে নিতে হয়। কখনও কিছু জিনিসের সঠিক পরিবর্তন ঘটিয়ে, আবার কখনও কয়েকটি জিনিস এড়িয়ে গিয়ে তা করা সম্ভব।’’

নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল নাকি তিনি লিভ-ইন করেছিলেন ? ঠিক কোন সম্পর্কে ছিলেন নুসরত জাহান ? অভিনেতা যশ দাশগুপ্তই (Yash Dasgupta) বা তাঁর কে হন ? কয়েক মাস আগে রাজস্থানে কী করছিলেন তাঁরা ? নুসরতের গর্ভে বেড়ে ওঠা সন্তানের বাবাই বা কে ? আপাতত এসব প্রশ্নই ট্রেন্ডিং ৷ এতে আমজনতার জন্য মুচমুচে খবরের জোগান বাড়লেও নুসরতের জন্য বিষয়টা ঠিক কেমন ?

আরও পড়ুন : এবার ওটিটি-তে 'গুলদস্তা' নিয়ে হাজির স্বস্তিকা-অর্পিতা-দেবযানী

না ৷ অত ভাবার সময় কারও নেই ৷ কিন্তু কোনও মানুষ যদি কিছুক্ষণের জন্যও নিজেকে নুসরতের জায়গায় বসান, তাহলে বুঝবেন, বিষয়টা বেশ চাপের ৷ সকাল থেকে রাত, রাত থেকে সকাল এসব শুনতে শুনতে হয়তো ক্লান্ত, বিধ্বস্ত লাগে ৷ কে জানে, হয়তো অভিনেত্রীরও এখনও সেই দশা ? আর সেই কারণেই গৌরের কথায় শান্তি খুঁজছেন তিনি ?

সত্য়ি বলতে কী, আমরা সকলেই কোনও না কোনও সময় জীবনে নানা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি পড়ি ৷ সম্ভব হলে সামনা-সামনি সেটার মোকাবিলা করি ৷ না হলে স্রেফ এড়িয়ে যাই ৷ তাতে অন্তত সংঘাত দূরে রেখে শান্ত থাকা যায় ৷ শান্তিও মেলে ৷ নুসরত হয়তো এভাবেই তাঁকে নিয়ে তৈরি হওয়া অজস্র ট্রোল এড়িয়ে যাচ্ছেন ৷ এড়িয়ে যাচ্ছেন সরস কাটাছেড়া, মন্তব্য ৷ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই বার্তাই কি দিলেন নায়িকা ?

কলকাতা, 19 জুন : জীবনের কঠিন সময়গুলোকে পার করতে অনেকেই আধ্যাত্মিকতার আশ্রয় নেন ৷ এবার কি তবে সেই পথে পা বাড়ালেন নুসরত জাহানও (Nusrat Jahan) ? অন্তত এমনই ইঙ্গিত দিচ্ছে নায়িকার ইনস্টগ্রাম (instagram) স্টোরি ৷ শনিবার সকালে এই স্টোরিটি শেয়ার করেছেন তিনি ৷ তাতে 10 সেকেন্ডের একটি ভিডিয়ো রয়েছে ৷ সেই ভিডিয়োয় জীবনকে সুন্দর ও সহজভাবে দেখার পাঠ দিতে শোনা যাচ্ছে গৌরগোপাল দাসকে ৷

কে এই গৌরগোপাল দাস ? তিনি একজন আধ্যাত্মিক গুরু ৷ মানুষকে উদ্বুদ্ধ করতে মন ভাল করা কথা বলেন ৷ তাঁর অনুগামীর সংখ্যাও নেহাত কম নয় ৷ এমনকী, নেট মাধ্যমেও তিনি সমান জনপ্রিয় ৷ হিসাব বলছে, ইনস্টাগ্রাম ও ইউটিউব মিলিয়ে তাঁর ফলোয়ারের সংখ্যা 60 লাখেরও বেশি ৷

আরও পড়ুন : সিক্ত শরীরে চানঘরের গান, বর্ষায় প্রেমে পড়ার হাতছানি স্বস্তিকা-শ্রীলেখার

এহেন গৌরগোপাল দাসকে কী বলতে শোনা যাচ্ছে নুসরতের প্রোফাইল স্টোরিতে ? তিনি বলছেন, ‘‘জীবন কখনওই সহজ নয়। জীবনকে সহজ করে নিতে হয়। কখনও কিছু জিনিসের সঠিক পরিবর্তন ঘটিয়ে, আবার কখনও কয়েকটি জিনিস এড়িয়ে গিয়ে তা করা সম্ভব।’’

নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল নাকি তিনি লিভ-ইন করেছিলেন ? ঠিক কোন সম্পর্কে ছিলেন নুসরত জাহান ? অভিনেতা যশ দাশগুপ্তই (Yash Dasgupta) বা তাঁর কে হন ? কয়েক মাস আগে রাজস্থানে কী করছিলেন তাঁরা ? নুসরতের গর্ভে বেড়ে ওঠা সন্তানের বাবাই বা কে ? আপাতত এসব প্রশ্নই ট্রেন্ডিং ৷ এতে আমজনতার জন্য মুচমুচে খবরের জোগান বাড়লেও নুসরতের জন্য বিষয়টা ঠিক কেমন ?

আরও পড়ুন : এবার ওটিটি-তে 'গুলদস্তা' নিয়ে হাজির স্বস্তিকা-অর্পিতা-দেবযানী

না ৷ অত ভাবার সময় কারও নেই ৷ কিন্তু কোনও মানুষ যদি কিছুক্ষণের জন্যও নিজেকে নুসরতের জায়গায় বসান, তাহলে বুঝবেন, বিষয়টা বেশ চাপের ৷ সকাল থেকে রাত, রাত থেকে সকাল এসব শুনতে শুনতে হয়তো ক্লান্ত, বিধ্বস্ত লাগে ৷ কে জানে, হয়তো অভিনেত্রীরও এখনও সেই দশা ? আর সেই কারণেই গৌরের কথায় শান্তি খুঁজছেন তিনি ?

সত্য়ি বলতে কী, আমরা সকলেই কোনও না কোনও সময় জীবনে নানা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি পড়ি ৷ সম্ভব হলে সামনা-সামনি সেটার মোকাবিলা করি ৷ না হলে স্রেফ এড়িয়ে যাই ৷ তাতে অন্তত সংঘাত দূরে রেখে শান্ত থাকা যায় ৷ শান্তিও মেলে ৷ নুসরত হয়তো এভাবেই তাঁকে নিয়ে তৈরি হওয়া অজস্র ট্রোল এড়িয়ে যাচ্ছেন ৷ এড়িয়ে যাচ্ছেন সরস কাটাছেড়া, মন্তব্য ৷ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই বার্তাই কি দিলেন নায়িকা ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.