ETV Bharat / city

Nupur Sharma: কলকাতা পুলিশের তলব এড়িয়ে চার সপ্তাহ সময় চাইলেন নূপুর, নারাজ লালবাজার - আমহার্স্ট স্ট্রিট থানা

শনিবার নূপুর শর্মাকে (Nupur Sharma) ডেকে পাঠিয়ে ছিল আমহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) ৷ কিন্তু, তিনি হাজিরা দেননি ৷ বদলে আরও চার সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন ৷ কিন্তু, লালবাজার (Lal Bazar) তাঁকে সময় দিতে নারাজ ৷

Nupur Sharma seeks more time to appear before kolkata police
Nupur Sharma: কলকাতা পুলিশের তলব এড়িয়ে চার সপ্তাহ সময় চাইলেন নূপুর, নারাজ লালবাজার
author img

By

Published : Jun 25, 2022, 6:24 PM IST

কলকাতা, 25 জুন: তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য শনিবার কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায় (Amherst Street Police Station) ডেকে পাঠানো হয়েছিল বিজেপি-র বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মাকে (Nupur Sharma) ৷ কিন্তু, তিনি ই-মেল করে জানান, তাঁর প্রাণ সংশয় রয়েছে ৷ তাই এখনই তাঁর পক্ষে কলকাতায় এসে থানায় হাজিরা দেওয়া সম্ভব নয় ৷ এর জন্য আরও চার সপ্তাহ সময় হাতে চেয়েছেন নূপুর ৷ যদিও কলকাতা পুলিশ এই দাবি মানতে নারাজ ৷

লালবাজার (Lal Bazar) সূত্রে জানা গিয়েছে, তাদের পক্ষে নূপুরের দাবি মেনে তাঁকে আরও চার সপ্তাহ সময় দেওয়া সম্ভব নয় ৷ কারণ, তাঁকে অবিলম্বে জেরা করাটা জরুরি ৷ সেক্ষেত্রে নূপুরকে আদালতের সমন পাঠানো হতে পারে ৷ তবে, কবে ফের নূপুরকে তলব করা হবে, তা নিয়ে মুখ খুলতে চাননি কলকাতা পুলিশের কর্তারা ৷

আরও পড়ুন: KP summons Nupur Sharma: নূপুর শর্মাকে দ্বিতীয়বার সমন পাঠাল কলকাতা পুলিশ

উল্লেখ্য, সম্প্রতি নূপুর শর্মার একটি ভিডিয়ো নেট মাধ্যমে ছড়িয়ে পড়ে ৷ সেখানে তাঁকে পয়গম্বর মহম্মদ নিয়ে কিছু মন্তব্য করতে শোনা যায় বলে দাবি নানা মহলের ৷ পরে সেই ভিডিয়ো ঘিরেই বিতর্ক শুরু হয় ৷ এই ঘটনার জেরে আন্তর্জাতিক মহলেও ভারত সমালোচিত হয় ৷ চাপের মুখে নূপুরকে ছ'বছরের জন্য দল থেকে সাসপেন্ড করে বিজেপি নেতৃত্ব ৷

অন্যদিকে, ভারতের অন্য়ান্য অংশের মতো পশ্চিমবঙ্গেও হাওড়া-সহ বিভিন্ন এলাকায় অশান্তি ছড়ায় ৷ এসবের জেরে এ রাজ্য়েও নূপুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ তারই তদন্তে নূপুরকে ডেকে পাঠায় পুলিশ ৷ কিন্তু, এখনও পর্যন্ত এখানকার কোনও থানাতেই হাজিরা দেননি নূপুর ৷

কলকাতা, 25 জুন: তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য শনিবার কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায় (Amherst Street Police Station) ডেকে পাঠানো হয়েছিল বিজেপি-র বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মাকে (Nupur Sharma) ৷ কিন্তু, তিনি ই-মেল করে জানান, তাঁর প্রাণ সংশয় রয়েছে ৷ তাই এখনই তাঁর পক্ষে কলকাতায় এসে থানায় হাজিরা দেওয়া সম্ভব নয় ৷ এর জন্য আরও চার সপ্তাহ সময় হাতে চেয়েছেন নূপুর ৷ যদিও কলকাতা পুলিশ এই দাবি মানতে নারাজ ৷

লালবাজার (Lal Bazar) সূত্রে জানা গিয়েছে, তাদের পক্ষে নূপুরের দাবি মেনে তাঁকে আরও চার সপ্তাহ সময় দেওয়া সম্ভব নয় ৷ কারণ, তাঁকে অবিলম্বে জেরা করাটা জরুরি ৷ সেক্ষেত্রে নূপুরকে আদালতের সমন পাঠানো হতে পারে ৷ তবে, কবে ফের নূপুরকে তলব করা হবে, তা নিয়ে মুখ খুলতে চাননি কলকাতা পুলিশের কর্তারা ৷

আরও পড়ুন: KP summons Nupur Sharma: নূপুর শর্মাকে দ্বিতীয়বার সমন পাঠাল কলকাতা পুলিশ

উল্লেখ্য, সম্প্রতি নূপুর শর্মার একটি ভিডিয়ো নেট মাধ্যমে ছড়িয়ে পড়ে ৷ সেখানে তাঁকে পয়গম্বর মহম্মদ নিয়ে কিছু মন্তব্য করতে শোনা যায় বলে দাবি নানা মহলের ৷ পরে সেই ভিডিয়ো ঘিরেই বিতর্ক শুরু হয় ৷ এই ঘটনার জেরে আন্তর্জাতিক মহলেও ভারত সমালোচিত হয় ৷ চাপের মুখে নূপুরকে ছ'বছরের জন্য দল থেকে সাসপেন্ড করে বিজেপি নেতৃত্ব ৷

অন্যদিকে, ভারতের অন্য়ান্য অংশের মতো পশ্চিমবঙ্গেও হাওড়া-সহ বিভিন্ন এলাকায় অশান্তি ছড়ায় ৷ এসবের জেরে এ রাজ্য়েও নূপুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ তারই তদন্তে নূপুরকে ডেকে পাঠায় পুলিশ ৷ কিন্তু, এখনও পর্যন্ত এখানকার কোনও থানাতেই হাজিরা দেননি নূপুর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.