ETV Bharat / city

Rhino in WB: রাজ্যে বাড়ছে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা, বাসস্থানের বিকল্প ব্যবস্থা বন দফতরের - রাজ্যে বাড়ছে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা

সরকারি তথ্য বলছে, 1982 থেকে 1983 সাল পর্যন্ত জলদাপাড়া ও গরুমারা অভয়ারণ্যে মাত্র 18টি গন্ডার ছিল । সেখান থেকে গন্ডারের সংখ্যা বাড়তে বাড়তে এই মুহূর্তে তা প্রায় 300-এর কাছাকাছি (numbers of one horn rhino is increasing in North Bengal) ।

one horn rhino in bengal
রাজ্যে বাড়ছে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা
author img

By

Published : Jul 4, 2022, 7:42 PM IST

কলকাতা, 4 জুলাই: একশৃঙ্গ গন্ডারের জন্য বিকল্প জায়গার সন্ধান করছে বন দফতর ৷ রাজ্যে গন্ডারের সংখ্যা বৃদ্ধি পাওয়াতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ বন দফতরের তথ্য বলছে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ছে উত্তরবঙ্গে (numbers of one horn rhino is increasing in West Bengal)। চলতি বছরে এই সংখ্যা বৃদ্ধি যথেষ্ট আশার সঞ্চার করেছে ।

তবে একইসঙ্গে ডেকে এনেছে কিছু সমস্যাও । আসলে এত সংখ্যক গন্ডারের জন্য বর্তমানে উত্তরবঙ্গ ও অসমে থাকা তাদের বিচরণ ক্ষেত্র বা বাসস্থান পর্যাপ্ত নয় । আর তাই এ রাজ্যের জলদাপাড়া, গরুমারার পাশাপাশি অন্যত্র নয়া বাসস্থানের খোঁজ চালাচ্ছে বন দফতর । সেই কাজেই গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । সোমবার মন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে অসমের কাজিরাঙার পাশাপাশি রাজ্যের জলদাপাড়া এবং গরুমারা অভয়ারণ্যও একশৃঙ্গ গন্ডার রয়েছে ৷ বন দফতরের হিসেব অনুযায়ী, গত মার্চ মাস পর্যন্ত এখানে 292টি গন্ডার রয়েছে । এরমধ্যে 101টি পুরুষ গন্ডার এবং 134টি স্ত্রী গন্ডার । এরমধ্যে অবশ্য 57টির লিঙ্গ নির্ধারণ করা যায়নি ।

সরকারি তথ্য বলছে, 1982 থেকে 1983 সাল পর্যন্ত এই দুই অভয়ারণ্যে মাত্র 18টি গন্ডার ছিল । সেখান থেকে গন্ডারের সংখ্যা বাড়তে বাড়তে এই মুহূর্তে তা প্রায় 300-এর কাছাকাছি । এই অবস্থায় তাদের জন্য নতুন বাসস্থানের পরিকাঠামো তৈরি করা খুবই জরুরি হয়ে পড়েছে । সে কারণেই আলিপুরদুয়ারের বক্সা এবং কোচবিহারের পাতলাখাওয়ায় গন্ডারের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে । এক্ষেত্রে আশার খবর সম্প্রতি একটি একশৃঙ্গ গন্ডার এই পাতলাখাওয়ায় গিয়ে প্রায় দু'মাস কাটিয়ে এসেছে । এখানকার পরিবেশ গন্ডারের বাসস্থানের জন্য অনুকূল বলেই মনে করছে বন দফতর ।

আরও পড়ুন: গরুমারা জাতীয় উদ্যান ও চাপড়ামারি অভয়ারণ্যে গন্ডার গণনা

কিন্তু এত কিছুর পরেও রাজ্য সরকার চাইলেই গন্ডারদের একটা অংশকে কোচবিহার বা আলিপুরদুয়ারে পুনর্বাসন দিতে পারছে না এখনই । এর জন্য প্রয়োজন কেন্দ্রীয় সরকারের অনুমতির । এক্ষেত্রে বনমন্ত্রী আশাবাদী, দ্রুত এই অনুমতি চলে আসবে । অনুমতি পেলে নয়া বাসস্থানে প্রায় একশোর কাছাকাছি গন্ডারকে পুনর্বাসন দেওয়া হতে পারে । তবে বন দফতরের মুখ্য বন্যপ্রাণ আধিকারিক দেবল রায় বলেছেন, "রাজ্য সরকার চাইছে তোর্সার পাড়ে গড়ে ওঠা নতুন বিচরণ ক্ষেত্রে নিজে থেকেই চলে যাক গন্ডাররা । তাহলে আলাদা করে আর অনুমতির প্রয়োজন হবে না । আর সে কারণেই এখানে গন্ডারের থাকার অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে ।" বন দফতর সূত্রে খবর, প্রায় 100 বছর আগে এই পাতলাখাওয়াতেই থাকত গন্ডার । তবে খাদ্যের অভাবে তারা অন্যত্র চলে যায় । বর্তমানে সেই পরিস্থিতির বদল হয়েছে, তাই স্বাভাবিক নিয়মেই গন্ডারেরা আবার এখানে এসে বসবাস শুরু করুক, এমনটাই চাইছে রাজ্য ।

কলকাতা, 4 জুলাই: একশৃঙ্গ গন্ডারের জন্য বিকল্প জায়গার সন্ধান করছে বন দফতর ৷ রাজ্যে গন্ডারের সংখ্যা বৃদ্ধি পাওয়াতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ বন দফতরের তথ্য বলছে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ছে উত্তরবঙ্গে (numbers of one horn rhino is increasing in West Bengal)। চলতি বছরে এই সংখ্যা বৃদ্ধি যথেষ্ট আশার সঞ্চার করেছে ।

তবে একইসঙ্গে ডেকে এনেছে কিছু সমস্যাও । আসলে এত সংখ্যক গন্ডারের জন্য বর্তমানে উত্তরবঙ্গ ও অসমে থাকা তাদের বিচরণ ক্ষেত্র বা বাসস্থান পর্যাপ্ত নয় । আর তাই এ রাজ্যের জলদাপাড়া, গরুমারার পাশাপাশি অন্যত্র নয়া বাসস্থানের খোঁজ চালাচ্ছে বন দফতর । সেই কাজেই গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । সোমবার মন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে অসমের কাজিরাঙার পাশাপাশি রাজ্যের জলদাপাড়া এবং গরুমারা অভয়ারণ্যও একশৃঙ্গ গন্ডার রয়েছে ৷ বন দফতরের হিসেব অনুযায়ী, গত মার্চ মাস পর্যন্ত এখানে 292টি গন্ডার রয়েছে । এরমধ্যে 101টি পুরুষ গন্ডার এবং 134টি স্ত্রী গন্ডার । এরমধ্যে অবশ্য 57টির লিঙ্গ নির্ধারণ করা যায়নি ।

সরকারি তথ্য বলছে, 1982 থেকে 1983 সাল পর্যন্ত এই দুই অভয়ারণ্যে মাত্র 18টি গন্ডার ছিল । সেখান থেকে গন্ডারের সংখ্যা বাড়তে বাড়তে এই মুহূর্তে তা প্রায় 300-এর কাছাকাছি । এই অবস্থায় তাদের জন্য নতুন বাসস্থানের পরিকাঠামো তৈরি করা খুবই জরুরি হয়ে পড়েছে । সে কারণেই আলিপুরদুয়ারের বক্সা এবং কোচবিহারের পাতলাখাওয়ায় গন্ডারের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে । এক্ষেত্রে আশার খবর সম্প্রতি একটি একশৃঙ্গ গন্ডার এই পাতলাখাওয়ায় গিয়ে প্রায় দু'মাস কাটিয়ে এসেছে । এখানকার পরিবেশ গন্ডারের বাসস্থানের জন্য অনুকূল বলেই মনে করছে বন দফতর ।

আরও পড়ুন: গরুমারা জাতীয় উদ্যান ও চাপড়ামারি অভয়ারণ্যে গন্ডার গণনা

কিন্তু এত কিছুর পরেও রাজ্য সরকার চাইলেই গন্ডারদের একটা অংশকে কোচবিহার বা আলিপুরদুয়ারে পুনর্বাসন দিতে পারছে না এখনই । এর জন্য প্রয়োজন কেন্দ্রীয় সরকারের অনুমতির । এক্ষেত্রে বনমন্ত্রী আশাবাদী, দ্রুত এই অনুমতি চলে আসবে । অনুমতি পেলে নয়া বাসস্থানে প্রায় একশোর কাছাকাছি গন্ডারকে পুনর্বাসন দেওয়া হতে পারে । তবে বন দফতরের মুখ্য বন্যপ্রাণ আধিকারিক দেবল রায় বলেছেন, "রাজ্য সরকার চাইছে তোর্সার পাড়ে গড়ে ওঠা নতুন বিচরণ ক্ষেত্রে নিজে থেকেই চলে যাক গন্ডাররা । তাহলে আলাদা করে আর অনুমতির প্রয়োজন হবে না । আর সে কারণেই এখানে গন্ডারের থাকার অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে ।" বন দফতর সূত্রে খবর, প্রায় 100 বছর আগে এই পাতলাখাওয়াতেই থাকত গন্ডার । তবে খাদ্যের অভাবে তারা অন্যত্র চলে যায় । বর্তমানে সেই পরিস্থিতির বদল হয়েছে, তাই স্বাভাবিক নিয়মেই গন্ডারেরা আবার এখানে এসে বসবাস শুরু করুক, এমনটাই চাইছে রাজ্য ।

For All Latest Updates

TAGGED:

Rhino in WB
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.