কলকাতা, 25 জুলাই: 1 জুলাই থেকে বাড়ছে মেট্রো পরিষেবা ৷ ওইদিন অর্থাৎ, শুক্রবার থেকে এই পরিষেবা শুরু হবে ৷ তবে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই বর্ধিত পরিষেবা পাওয়া যাবে (Number of Metro Services Increasing for July 1 in North South Metro) ৷ সারাদিনে মোট 288টি ট্রেন চলবে ৷ এক্ষেত্রে শনিবার ও রবিবারের পরিষেবা বর্তমান সূচি মেনেই হবে ৷ আজ এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷
ধীরে ধীরে কলকাতা মেট্রোয় যাত্রীর সংখ্যা বাড়ছে ৷ তাই আগামী মাসের 1 তারিখ থেকে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ বর্তমানে সোমবার থেকে শুক্রবারের মধ্যে আপ ও ডাউন মিলিয়ে চলে মোট 282টি ট্রেন ৷ এ বার বাড়তি আরও 6টি মেট্রো দেওয়া হচ্ছে ৷ সারাদিনে 144টি আপ ও 144টি ডাউন মিলিয়ে 288টি মেট্রো পরিষেবা দেওয়া হবে ৷ তবে, এই মেট্রোগুলি কবি সুভাষ ও দমদমের মধ্যে চলবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ আর এর মধ্যে 172টি (86 আপ ও 86 ডাউন) ট্রেনের পরিষেবা চলবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে ৷
আরও পড়ুন: ICF Medha Rake: মেট্রোর নর্থ-সাউথ করিডরে যাত্রী পরিষেবায় আরও এক ‘মেধা রেক’
সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে প্রতি 5 মিনিট অন্তর ট্রেন চলবে ৷ মেট্রোর সংখ্যা বাড়ানো হলেও, দিনের প্রথম ও শেষ ট্রেনের সময়ের ক্ষেত্রে কোনও রকম রদবদল আনা হয়নি ৷ শনিবার ও রবিবারের মেট্রো পরিষেবার ক্ষেত্রেও কোনও রদবদল করা হয়নি ৷ ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবার সংখ্যা ও সময়সূচীও অপরিবর্তিত থাকছে ৷