কলকাতা, ১১মার্চ : ভারতীয় দলে চার নম্বর ব্যাটসম্যানের জায়গাটা এখনও নড়বড়ে বলে মনে করছেন সৌরভ গাঙ্গুলি। গতকাল তিনি বলেন, "ভারতীয় দলে চার নম্বর জায়গাটা এখনও স্থায়ী হয়নি। পরিবর্তন নিয়ে এখনও কাঁটাছেড়া চলছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।"
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছে ভারতীয় দল। তবে সেখানেও প্রতিপক্ষকে চাপে ফেলতে টিম ইন্ডিয়ার চার নম্বরে নামা ব্যাটসম্যানরা সেভাবে নিজেদের মেলে ধরতে ব্যর্থ। আম্বাতি রায়াডু টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জনে সফল হননি। ধারাবাহিকতার অভাব তাঁর সফল হওয়ার পথে অন্তরায়। কে এল রাহুলও সুযোগটা কাজে লাগাতে পারেননি।
মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে ৩৫৮ রান করেও হারতে হয়েছে ভারতকে। তবুও আশা ছাড়ছেন না ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সৌরভের কথায় "প্রচুর শিশির পড়ায় বল ভালোভাবে ধরা সম্ভব হয়নি। ফলে পরিস্থিতিটা কঠিন হয়ে গেছিল। তবে এই পরাজয় ভারতীয় দলের বিশ্বকাপের প্রস্তুতিতে প্রভাব ফেলবে না।"
উল্লেখ্য চলতি সিরিজ়ে ভারত ও অস্ট্রেলিয়া দু'টো করে ম্যাচ জিতেছে। CAB প্রেসিডেন্ট হিসেবে সৌরভ জানিয়েছেন, আসন্ন IPL-এর জন্য নাইট রাইডার্স ১৩ তারিখ থেকে ইডেনে প্রস্তুতি শিবির শুরু করবে। তা ছাড়া যাদবপুর ক্যাম্পাসের মাঠও রয়েছে।