ETV Bharat / city

ভারতীয় দলে চার নম্বর জায়গাটা এখনও স্থায়ী হয়নি: সৌরভ

চার নম্বরে কে? রাহুল না কী রায়ডু? কী বললেন সৌরভ?

সৌরভ গাঙ্গুলি
author img

By

Published : Mar 12, 2019, 6:22 AM IST

কলকাতা, ১১মার্চ : ভারতীয় দলে চার নম্বর ব্যাটসম্যানের জায়গাটা এখনও নড়বড়ে বলে মনে করছেন সৌরভ গাঙ্গুলি। গতকাল তিনি বলেন, "ভারতীয় দলে চার নম্বর জায়গাটা এখনও স্থায়ী হয়নি। পরিবর্তন নিয়ে এখনও কাঁটাছেড়া চলছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।"

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছে ভারতীয় দল। তবে সেখানেও প্রতিপক্ষকে চাপে ফেলতে টিম ইন্ডিয়ার চার নম্বরে নামা ব্যাটসম্যানরা সেভাবে নিজেদের মেলে ধরতে ব্যর্থ। আম্বাতি রায়াডু টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জনে সফল হননি। ধারাবাহিকতার অভাব তাঁর সফল হওয়ার পথে অন্তরায়। কে এল রাহুলও সুযোগটা কাজে লাগাতে পারেননি।

মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে ৩৫৮ রান করেও হারতে হয়েছে ভারতকে। তবুও আশা ছাড়ছেন না ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সৌরভের কথায় "প্রচুর শিশির পড়ায় বল ভালোভাবে ধরা সম্ভব হয়নি। ফলে পরিস্থিতিটা কঠিন হয়ে গেছিল। তবে এই পরাজয় ভারতীয় দলের বিশ্বকাপের প্রস্তুতিতে প্রভাব ফেলবে না।"

উল্লেখ্য চলতি সিরিজ়ে ভারত ও অস্ট্রেলিয়া দু'টো করে ম্যাচ জিতেছে। CAB প্রেসিডেন্ট হিসেবে সৌরভ জানিয়েছেন, আসন্ন IPL-এর জন্য নাইট রাইডার্স ১৩ তারিখ থেকে ইডেনে প্রস্তুতি শিবির শুরু করবে। তা ছাড়া যাদবপুর ক্যাম্পাসের মাঠও রয়েছে।

কলকাতা, ১১মার্চ : ভারতীয় দলে চার নম্বর ব্যাটসম্যানের জায়গাটা এখনও নড়বড়ে বলে মনে করছেন সৌরভ গাঙ্গুলি। গতকাল তিনি বলেন, "ভারতীয় দলে চার নম্বর জায়গাটা এখনও স্থায়ী হয়নি। পরিবর্তন নিয়ে এখনও কাঁটাছেড়া চলছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।"

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছে ভারতীয় দল। তবে সেখানেও প্রতিপক্ষকে চাপে ফেলতে টিম ইন্ডিয়ার চার নম্বরে নামা ব্যাটসম্যানরা সেভাবে নিজেদের মেলে ধরতে ব্যর্থ। আম্বাতি রায়াডু টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জনে সফল হননি। ধারাবাহিকতার অভাব তাঁর সফল হওয়ার পথে অন্তরায়। কে এল রাহুলও সুযোগটা কাজে লাগাতে পারেননি।

মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে ৩৫৮ রান করেও হারতে হয়েছে ভারতকে। তবুও আশা ছাড়ছেন না ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সৌরভের কথায় "প্রচুর শিশির পড়ায় বল ভালোভাবে ধরা সম্ভব হয়নি। ফলে পরিস্থিতিটা কঠিন হয়ে গেছিল। তবে এই পরাজয় ভারতীয় দলের বিশ্বকাপের প্রস্তুতিতে প্রভাব ফেলবে না।"

উল্লেখ্য চলতি সিরিজ়ে ভারত ও অস্ট্রেলিয়া দু'টো করে ম্যাচ জিতেছে। CAB প্রেসিডেন্ট হিসেবে সৌরভ জানিয়েছেন, আসন্ন IPL-এর জন্য নাইট রাইডার্স ১৩ তারিখ থেকে ইডেনে প্রস্তুতি শিবির শুরু করবে। তা ছাড়া যাদবপুর ক্যাম্পাসের মাঠও রয়েছে।

Intro:তার ট্রফি ক‍্যাবিনেটে আর্ন্তজাতিক ট্রফির সংখ্যা এতটাই বেশি অন্য খেলার তারকা খেলোয়াড়দের চোখ কপালে উঠতে পারে। রেশমি কুমারী। বিহারের বাসিন্দা। ঘরকন্না ও চাকরি সামলে ক‍্যারামে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন। কলকাতায় এসেছেন পেট্রোলিয়াম বোর্ডের চ্যাম্পিয়ন শীপে অংশ নিতে। স্বামী সন্তান সংসার ফেলে চলে এসেছেন। লক্ষ্য খেতাব। জীবনের সবদিক সামলে খেলার জন্যে নিজেকে সপে দেওয়া দেখে বলতেই হয় রেশমী কুমারী সুপার মম।


Body:কলকাতার টলি ক্লাবে শনিবার থেকে শুরু হয়েছে 26তম পেট্রোলিয়াম স্পোর্টস বোর্ডের ইন্টার ইউনিট ক্যারাম চ্যাম্পিয়ন শীপ। সাতটি ইউনিটের মোট 63 জন খেলোয়াড় এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
পাড়ার ঠেকে বা ক্লাব ঘরে দুই কিংবা চারজনের ক্যারাম খেলা প্রায় সব জায়গায় দেখা যায়। কিন্তু সেই খেলার সৌজন্যে অর্জুন পুরস্কার লাভ কিংবা বিশ্বচ্যাম্পিয়ন হওয়া চমকে দেয়।বিহারের রেশমী কুমারী এখনও তামিলনাড়ুর মারিয়ার মত অর্জুন পুরস্কার পাননি তবে দুবার বিশ্বচ্যাম্পিয়ন, দুবারের বিশ্বকাপ জয় দুবার আইসিএফ কাপ জিতেছেন। তালিকা এখানেই শেষ নয়। এর সঙ্গে যখন যুক্ত করতে হবে চারবারের সার্ক চ্যাম্পিয়ন তিনবারের এশিয়ান চ্যাম্পিয়ন নয়বারের জাতীয় চ্যাম্পিয়ন তিনবারের ফেডারেশন কাপ চারবারের ইন্টার জোনাল ন্যাশনাল চ্যাম্পিয়ন শীপে সেরা হওয়ার কৃতিত্ব। সত্যি অবাক হতে হয়।
দুই সন্তানের জননী রেশমী কুমারী বলছেন বাবা দাদাদের হাত ধরে ক্যারাম খেলার সঙ্গে তার পরিচয়। ধীরে ধীরে খেলাটিকে ভালোবেসেছেন।আত্মস্থ করেছেন। খেলাটি কখন তার সঙ্গী হয়ে গিয়েছে তা বুঝতে পারেননি। পরিবারের সমর্থন প্রথম থেকে ছিল, বিয়ের পরে স্বামী তার খেলার সমর্থক সমালোচক এবং ভরসাস্থল।তাই দুই বাচ্চা কে বাড়িতে রেখে ক্যারাম খেলে বেড়াতে পারছেন।
রেশমী কুমারী র মতে ক্যারাম খেলা সম্পর্কে সাধারণ ধারনার বদল হচ্ছে। খেলাটি র মাধ্যমে ছেলে বা মেয়ে সাফল্যের রাজপথ সহজেই পেতে পারে। তাছাড়া মনসংযোগ এখানে গুরুত্বপূর্ণ। যা আখেরে পড়াশোনায় সাহায্য করে।
চোখ ধাধানো সাফল্যের পরেও প্রত্যাশিত প্রচার নেই। রেশমী কুমারী বলছেন আক্ষেপ থাকলেও অভিযোগ নেই। কারন তারা খেলাটি সম্পর্কে ধারনা বদলের আন্দোলন শুরু করেছেন। আগামী দিন তার ফসল পাবে। ঘরকন্যা সামলে স্বপ্নপূরনের দৌড়। রেশমী কুমারী সব অর্থেই সুপার মম।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.