ETV Bharat / city

এপ্রিল-মে'র বিল স্থগিত, এখন জুনের বিল দিলেই হবে; জানাল CESC - Only June's actual consumption to be paid

CESC কর্তাদের নিয়ে গতকালই বৈঠকে বসেছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । এরপরই CESC-র তরফে জানানো হয়, এখন শুধুমাত্র জুন মাসের বিলের টাকা দিলেই চলবে । এপ্রিল ও মে মাসের বিল স্থগিত রাখা হয়েছে ।

CESC
বিদ্যুতের বিলে ছাড়
author img

By

Published : Jul 19, 2020, 9:42 PM IST

কলকাতা, 19 জুলাই : অবশেষে স্বস্তি শহরবাসীর । এখন শুধুমাত্র জুন মাসের বিদ্যুতের বিল জমা দিলেই হবে । এপ্রিল ও মে মাসের বিল স্থগিত রাখা হয়েছে । জানিয়ে দিল CESC কর্তৃপক্ষ ।

বিদ্যুতের অস্বাভাবিক বিলে নাজেহাল শহরবাসী । লকডাউনে কারও দ্বিগুণ, কারও বা তিনগুণ বিল এসেছে । এরইমধ্যে CESC-র বিদ্যুতের বিল সংক্রান্ত সিদ্ধান্ত বদলের কথা জানালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । CESC-র 33 লাখ উপভোক্তার মধ্যে প্রায় সাড়ে 25 লাখ উপভোক্তা এই সুবিধা পাবেন । টুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ।

  • CESC announces relief to 25.5 L consumers out of total 33 L consumers in #Kolkata. Now, ONLY June’s actual consumption will have to be paid. Amounts billed for the 2 months of April & May in June have been put in abeyance.The payment dates too stand extended. Kolkata wins!

    — Abhishek Banerjee (@abhishekaitc) July 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে তিনি জানান, "কলকাতায় CESC-র মোট 33 লাখ গ্রাহকের মধ্যে সাড়ে 25 লাখ গ্রাহককে বিদ্যুতের বিলে পরিত্রাণ দেওয়া হয়েছে । এখন শুধু জুন মাসের বিদ্যুতের বিল দিলেই চলবে ওই সাড়ে 25 লাখ গ্রাহককে । এপ্রিল ও মে মাসের বিদ্যুতের বিল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে CESC-র তরফে ।" পাশাপাশি, বিদ্যুতের বিল জমা দেওয়ার অন্তিমসীমাও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি ।

লকডাউনের জেরে অস্বাভাবিক বিদ্যুতের বিল আসায় নাভিশ্বাস উঠেছিল আমজনতার । মুখ্যমন্ত্রী পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন CESC কর্তৃপক্ষের বিরুদ্ধে । বিলের কোপ থেকে বাদ জাননি খোদ বিদ্যুৎমন্ত্রীও । তিন-চার হাজারের বিল পৌঁছেছে 12 হাজারে কোটায় । পরিস্থিতির গুরুত্ব বুঝে CESC কর্তাদের নিয়ে গতকালই বৈঠকে বসেছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । এরপরই CESC-র এই সিদ্ধান্তের কথা সামনে আসে ।

কলকাতা, 19 জুলাই : অবশেষে স্বস্তি শহরবাসীর । এখন শুধুমাত্র জুন মাসের বিদ্যুতের বিল জমা দিলেই হবে । এপ্রিল ও মে মাসের বিল স্থগিত রাখা হয়েছে । জানিয়ে দিল CESC কর্তৃপক্ষ ।

বিদ্যুতের অস্বাভাবিক বিলে নাজেহাল শহরবাসী । লকডাউনে কারও দ্বিগুণ, কারও বা তিনগুণ বিল এসেছে । এরইমধ্যে CESC-র বিদ্যুতের বিল সংক্রান্ত সিদ্ধান্ত বদলের কথা জানালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । CESC-র 33 লাখ উপভোক্তার মধ্যে প্রায় সাড়ে 25 লাখ উপভোক্তা এই সুবিধা পাবেন । টুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ।

  • CESC announces relief to 25.5 L consumers out of total 33 L consumers in #Kolkata. Now, ONLY June’s actual consumption will have to be paid. Amounts billed for the 2 months of April & May in June have been put in abeyance.The payment dates too stand extended. Kolkata wins!

    — Abhishek Banerjee (@abhishekaitc) July 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে তিনি জানান, "কলকাতায় CESC-র মোট 33 লাখ গ্রাহকের মধ্যে সাড়ে 25 লাখ গ্রাহককে বিদ্যুতের বিলে পরিত্রাণ দেওয়া হয়েছে । এখন শুধু জুন মাসের বিদ্যুতের বিল দিলেই চলবে ওই সাড়ে 25 লাখ গ্রাহককে । এপ্রিল ও মে মাসের বিদ্যুতের বিল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে CESC-র তরফে ।" পাশাপাশি, বিদ্যুতের বিল জমা দেওয়ার অন্তিমসীমাও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি ।

লকডাউনের জেরে অস্বাভাবিক বিদ্যুতের বিল আসায় নাভিশ্বাস উঠেছিল আমজনতার । মুখ্যমন্ত্রী পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন CESC কর্তৃপক্ষের বিরুদ্ধে । বিলের কোপ থেকে বাদ জাননি খোদ বিদ্যুৎমন্ত্রীও । তিন-চার হাজারের বিল পৌঁছেছে 12 হাজারে কোটায় । পরিস্থিতির গুরুত্ব বুঝে CESC কর্তাদের নিয়ে গতকালই বৈঠকে বসেছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । এরপরই CESC-র এই সিদ্ধান্তের কথা সামনে আসে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.