ETV Bharat / city

Monkeypox: মাঙ্কিপক্স নয়, চিকেনপক্সে আক্রান্ত ইউরোপ ফেরত পড়ুয়া; রিপোর্ট পুনের ভাইরোলজি ইনস্টিটিউটের - পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি

কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ইউরোপ-ফেরত পড়ুয়া মাঙ্কিপক্সে আক্রান্ত নন ৷ তিনি চিকেনপক্সে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (Europe Return Student Infected with Chickenpox) ৷

not-monkeypox-foreign-returns-student-infected-with-chickenpox
not-monkeypox-foreign-returns-student-infected-with-chickenpox
author img

By

Published : Jul 9, 2022, 3:58 PM IST

কলকাতা, 9 জুলাই: মাঙ্কিপক্স নয়, ইউরোপ-ফেরত ছাত্র আক্রান্ত চিকেনপক্সে ৷ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি ৷ ইউরোপ ফেরত ওই ছাত্রের পক্সের নমুনা পুনেতে পাঠানো হয়েছিল ৷ এদিন পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে সেই রিপোর্ট এসেছে ৷ যেখানে ওই ছাত্রের চিকেনপক্স হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ৷

সম্প্রতি মাঙ্কিপক্স আতঙ্কে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের এক তরুণ ৷ ইএম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়। জানা যায়, ছাত্রের গায়ে গুটি বেরনো-সহ মাঙ্কিপক্সের বেশ কিছু উপসর্গ দেখা দিয়েছে ৷ ফলে, কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁর রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় পুনের ল্যাবে ৷

আরও পড়ুন: রাজ্যে মাঙ্কিপক্স সন্দেহে এক, নমুনা পরীক্ষা পুনেতে

প্রসঙ্গত, বিদেশে বহু মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হচ্ছেন ৷ যা নিয়ে হু’র পক্ষ থেকেও দেওয়া হয়েছে সতর্কবার্তা ৷ এখনও রাজ্য-তথা দেশে এই রোগে আক্রান্তের হদিশ মেলেনি। তবে, ওই পড়ুয়ার শরীরে চিকেনপক্সের লক্ষণ দেখা দেওয়ায় চিন্তিত হয়ে পড়েন চিকিৎসকরা ৷ কিন্তু, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে তাঁর রিপোর্ট আসতেই সব শঙ্কা দূর হয়ে গিয়েছে ৷

কলকাতা, 9 জুলাই: মাঙ্কিপক্স নয়, ইউরোপ-ফেরত ছাত্র আক্রান্ত চিকেনপক্সে ৷ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি ৷ ইউরোপ ফেরত ওই ছাত্রের পক্সের নমুনা পুনেতে পাঠানো হয়েছিল ৷ এদিন পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে সেই রিপোর্ট এসেছে ৷ যেখানে ওই ছাত্রের চিকেনপক্স হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ৷

সম্প্রতি মাঙ্কিপক্স আতঙ্কে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের এক তরুণ ৷ ইএম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়। জানা যায়, ছাত্রের গায়ে গুটি বেরনো-সহ মাঙ্কিপক্সের বেশ কিছু উপসর্গ দেখা দিয়েছে ৷ ফলে, কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁর রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় পুনের ল্যাবে ৷

আরও পড়ুন: রাজ্যে মাঙ্কিপক্স সন্দেহে এক, নমুনা পরীক্ষা পুনেতে

প্রসঙ্গত, বিদেশে বহু মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হচ্ছেন ৷ যা নিয়ে হু’র পক্ষ থেকেও দেওয়া হয়েছে সতর্কবার্তা ৷ এখনও রাজ্য-তথা দেশে এই রোগে আক্রান্তের হদিশ মেলেনি। তবে, ওই পড়ুয়ার শরীরে চিকেনপক্সের লক্ষণ দেখা দেওয়ায় চিন্তিত হয়ে পড়েন চিকিৎসকরা ৷ কিন্তু, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে তাঁর রিপোর্ট আসতেই সব শঙ্কা দূর হয়ে গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.