কলকাতা, 10 জানুয়ারি : টালা ব্রিজের রেলের অংশ ভাঙা নিয়ে রেলের কাছে জানতে চেয়েছিল নবান্ন ৷ কিন্তু অভিযোগ, রেলের তরফে মেলেনি জবাব ৷ তাই একতরফাভাবে ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নিল নবান্ন ৷ ঠিক হয়েছে, 18 জানুয়ারি থেকে শুরু হবে কাজ ৷ এই বিষয়ে টেন্ডার ডাকল পূর্ত দপ্তর ।
প্রথমে ঠিক হয়েছিল 4 জানুয়ারি থেকে শুরু হবে টালা ব্রিজ ভাঙার কাজ । কিন্তু রেলের তরফে জানানো হয়নি তাদের অংশ কবে ভাঙা হবে । সে'কারণে পিছিয়ে যায় পুরো প্রক্রিয়া । রেলের সঙ্গে বৈঠকে বসে রাজ্য সরকার । তখনও এই বিষয়ে সদুত্তর মেলেনি ৷ কিন্তু নবান্ন আর অপেক্ষা করতে রাজি নয় । তাই এই সিদ্ধান্ত ৷ নবান্ন সূত্রে এটাই খবর ৷
800 মিটার লম্বা টালা ব্রিজ ভাঙতে খরচ হবে প্রায় 30 কোটি টাকা । ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে ৷ যদিও লালবাজারে তরফে সে'সময় ট্রাফিক কোন পথে ঘোরানো হবে তা এখনও পর্যন্ত জানানো হয়নি ।