ETV Bharat / city

North 24 Pargona CPM District Committee: গঠিত হল উত্তর 24 পরগনা সিপিএমের নতুন জেলা কমিটি, সম্পাদক মৃণাল - গঠিত হল উত্তর 24 পরগনা সিপিএমের নতুন জেলা কমিটি

গঠিত হল উত্তর 24 পরগনা জেলা সিপিএমের 66 জনের নতুন জেলা কমিটি (CPM District Committee)। পাশাপাশি ঘোষণা করা হয় নতুন জেলা সম্পাদকের নাম ৷ আলিমুদ্দিন স্ট্রিটে জেলা সম্পাদক হিসেবে মৃণাল চক্রবর্তীর নাম ঘোষণা করা হয় ৷

CPM District Committee
গঠিত হল উত্তর 24 পরগনা সিপিএমের নতুন জেলা কমিটি
author img

By

Published : Mar 15, 2022, 12:10 PM IST

বারাসত, 15 মার্চ: সম্মেলনের চারদিন পর শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ‍্যমে গঠিত হল উত্তর 24 পরগনা জেলা সিপিএমের 66 জনের নতুন জেলা কমিটি (CPM District Committee)। পার্টির প‍্যানেলের বাইরে আরও 12 জনের নাম জমা পড়ায় সম্মলনে উত্তর 24 পরগনা জেলা সিপিএমের নতুন কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি। প্রবল মতানৈক্যর জেরে রবিবার কমিটি ঘোষণা না করেই সিপিএমের জেলা সম্মেলন শেষ হয়ে যায়। যদিও, ভোটাভুটি এড়িয়ে ঐক্যমত্যের ভিত্তিতে নতুন জেলা কমিটি গঠন করার আপ্রাণ চেষ্টা করেছিলেন সূর্যকান্ত মিশ্র-বিমান বসুরা।

রবিবার কমিটি গঠন করতে সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের ডাকা হয় বারাসতে সিপিএমের জেলা কার্যালয়ে। সেখানেই দলের দুই পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র ও বিমান বসুর উপস্থিতিতে ভোটাভুটির মাধ্যমে মোট 78 জনের মধ্যে 66 জনের নাম অন্তর্ভুক্ত হয় সিপিএমের জেলা কমিটির জন্য। তবে, গভীর রাত পর্যন্ত ভোটাভুটি হলেও সিপিএমের নতুন জেলা সম্পাদকের নাম চূড়ান্ত করতে পারেনি দলের রাজ্য নেতৃত্ব। অবশেষে সোমবার সিপিএমের রাজ্য সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটে জেলা সম্পাদক হিসেবে মৃণাল চক্রবর্তীর নাম ঘোষণা করা হয় ৷

আরও পড়ুন: এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ, বারাসতে আপের পোস্টারে ছয়লাপ

এই বিষয়ে সিপিএমের জেলা নেতা আহমেদ আলি খান বলেন, "সময়ের অভাবে সম্মেলনের দিন নতুন জেলা কমিটি গঠন করা সম্ভব হয়নি। তবে, রবিবার সূর্যকান্ত মিশ্র-বিমান বসুদের উপস্থিতিতে ভোটাভুটির মাধ্যমে 66 জনের নতুন জেলা কমিটি গঠিত হয়েছে। একমাত্র আমাদের পার্টিতেই নেতা নির্বাচন করার সুযোগ রয়েছে। সেখানে কেউ নিজে কমিটির সদস্য হতে পারেন। আবার কেউ তাঁর পছন্দসই নেতা নির্বাচিত করতে পারেন। ভোটাভুটির মাধ্যমে কেউ কমিটির সদস্য হলেও ঐক্যবদ্ধভাবেই আমরা সকলে সংগঠনের কাজ করে থাকি। এই নিয়ে কোনও মতানৈক্য নেই ৷ "

বারাসত, 15 মার্চ: সম্মেলনের চারদিন পর শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ‍্যমে গঠিত হল উত্তর 24 পরগনা জেলা সিপিএমের 66 জনের নতুন জেলা কমিটি (CPM District Committee)। পার্টির প‍্যানেলের বাইরে আরও 12 জনের নাম জমা পড়ায় সম্মলনে উত্তর 24 পরগনা জেলা সিপিএমের নতুন কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি। প্রবল মতানৈক্যর জেরে রবিবার কমিটি ঘোষণা না করেই সিপিএমের জেলা সম্মেলন শেষ হয়ে যায়। যদিও, ভোটাভুটি এড়িয়ে ঐক্যমত্যের ভিত্তিতে নতুন জেলা কমিটি গঠন করার আপ্রাণ চেষ্টা করেছিলেন সূর্যকান্ত মিশ্র-বিমান বসুরা।

রবিবার কমিটি গঠন করতে সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের ডাকা হয় বারাসতে সিপিএমের জেলা কার্যালয়ে। সেখানেই দলের দুই পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র ও বিমান বসুর উপস্থিতিতে ভোটাভুটির মাধ্যমে মোট 78 জনের মধ্যে 66 জনের নাম অন্তর্ভুক্ত হয় সিপিএমের জেলা কমিটির জন্য। তবে, গভীর রাত পর্যন্ত ভোটাভুটি হলেও সিপিএমের নতুন জেলা সম্পাদকের নাম চূড়ান্ত করতে পারেনি দলের রাজ্য নেতৃত্ব। অবশেষে সোমবার সিপিএমের রাজ্য সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটে জেলা সম্পাদক হিসেবে মৃণাল চক্রবর্তীর নাম ঘোষণা করা হয় ৷

আরও পড়ুন: এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ, বারাসতে আপের পোস্টারে ছয়লাপ

এই বিষয়ে সিপিএমের জেলা নেতা আহমেদ আলি খান বলেন, "সময়ের অভাবে সম্মেলনের দিন নতুন জেলা কমিটি গঠন করা সম্ভব হয়নি। তবে, রবিবার সূর্যকান্ত মিশ্র-বিমান বসুদের উপস্থিতিতে ভোটাভুটির মাধ্যমে 66 জনের নতুন জেলা কমিটি গঠিত হয়েছে। একমাত্র আমাদের পার্টিতেই নেতা নির্বাচন করার সুযোগ রয়েছে। সেখানে কেউ নিজে কমিটির সদস্য হতে পারেন। আবার কেউ তাঁর পছন্দসই নেতা নির্বাচিত করতে পারেন। ভোটাভুটির মাধ্যমে কেউ কমিটির সদস্য হলেও ঐক্যবদ্ধভাবেই আমরা সকলে সংগঠনের কাজ করে থাকি। এই নিয়ে কোনও মতানৈক্য নেই ৷ "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.