কলকাতা, 29 জানুয়ারি: আগামী 31 জানুয়ারি অর্থাৎ রবিবার নোয়াপাড়া মেট্রো স্টেশনে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। নোয়াপাড়া মেট্রো স্টেশন চত্বর ও কারশেডে কিছু কাজের জন্য বন্ধ থাকবে মেট্রো চলাচল।
সামনের রবিবার নোয়াপাড়া দিয়ে মেট্রোয় কোথায় যাতায়াতের পরিকল্পনা থাকলে এখনই রুট বদলে ফেলুন। কারণ ওই দিন অর্থাত্ 31 জানুয়ারি নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে কোনও মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। তবে নর্থ-সাউথ করিডরে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃৃপক্ষ।
আরও পড়ুন: 2 ফেব্রুয়ারি নবান্ন অভিযানের ডাক পার্শ্বশিক্ষকদের
কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, আগামী 30 জানুয়ারি অর্থাৎ শনিবার রাত 11.30 থেকে পরের দিন বিকেলে 6টা পর্যন্ত এই বিশেষ কাজ চলবে। সেই কারণে নোয়াপাড়া মেট্রো স্টেশন ওই সময় বন্ধ থাকবে।