ETV Bharat / city

Metro Dairy share case: স্বস্তিতে রাজ্য, মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট - মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর মামলা

মেট্রো ডেয়ারি শেয়ার হস্তান্তর সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট (Metro Dairy share case)। রাজ্য সরকারের বিরুদ্ধে অধীররঞ্জন চৌধুরীর অভিযোগ খারিজ করে দিয়ে আদালত বলেছে, এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপ করার কিছু নেই (No need to intervene)৷

No need to intervene, Calcutta High Court dismissed Metro Dairy share case
স্বস্তিতে রাজ্য, মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
author img

By

Published : Jun 13, 2022, 12:20 PM IST

কলকাতা, 13 জুন: মেট্রো ডেয়ারি শেয়ার হস্তান্তর সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট (Metro Dairy share case)। রাজ্য সরকার 47% শেয়ার কেভেনটার গ্রুপকে বেআইনি ভাবে পাইয়ে দিয়েছিল বলে যে অভিযোগ উঠেছিল, তা খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আজ এই রায় দিয়েছে (No need to intervene)।

উল্লেখ্য, মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রিতে রাজ্য সরকার কারচুপি করে জনগণের অন্তত 500 কোটি টাকার সম্পত্তি বেআইনি ভাবে বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে ৷ এই অভিযোগ করেছিলেন কংগ্রেস সাংসদ তথা দলের রাজ্য সভাপতি অধীররঞ্জন চৌধুরী । সেই মামলার শুনানিতেই হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে (Calcutta High Court dismissed Metro Dairy share case )।

কলকাতা, 13 জুন: মেট্রো ডেয়ারি শেয়ার হস্তান্তর সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট (Metro Dairy share case)। রাজ্য সরকার 47% শেয়ার কেভেনটার গ্রুপকে বেআইনি ভাবে পাইয়ে দিয়েছিল বলে যে অভিযোগ উঠেছিল, তা খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আজ এই রায় দিয়েছে (No need to intervene)।

উল্লেখ্য, মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রিতে রাজ্য সরকার কারচুপি করে জনগণের অন্তত 500 কোটি টাকার সম্পত্তি বেআইনি ভাবে বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে ৷ এই অভিযোগ করেছিলেন কংগ্রেস সাংসদ তথা দলের রাজ্য সভাপতি অধীররঞ্জন চৌধুরী । সেই মামলার শুনানিতেই হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে (Calcutta High Court dismissed Metro Dairy share case )।

আরও পড়ুন: Calcutta High Court : মেট্রো ডেয়ারি মামলাতেও কি সিবিআই? রাত পোহালেই মিলবে জবাব

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.