ETV Bharat / city

নিয়োগপত্র পেয়েও মেলেনি চাকরি, প্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার ভবানী ভবনে - চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

রাজ্য পুলিশের কনস্টেবলের চাকরির নিয়োগপত্র হাতে পেয়েও চাকরিতে যোগ দিতে না-পারায় এ বার আন্দোলনে নামলেন প্রায় 2800 চাকরিপ্রার্থী । ভবানী ভবনের সামনে রাস্তায় বসে পড়ে আজ বিক্ষোভ দেখান তাঁরা ৷

no job after getting appointment letter, candidates agitation at bhawani bhawan
নিয়োগপত্র পেয়েও মেলেনি চাকরি, প্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার ভবানী ভবনে
author img

By

Published : Jul 19, 2021, 2:29 PM IST

কলকাতা, 19 জুলাই : রাজ্য পুলিশের কনস্টেবলের চাকরির নিয়োগপত্র হাতে পেয়েও চাকরিতে যোগ দিতে পারছেন না প্রায় 2800 চাকরিপ্রার্থী । এই অভিযোগে ভবানী ভবনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন তাঁরা ৷ পুলিশ বিক্ষোভ ওঠাতে গেলে তাদের সঙ্গে বচসা বাঁধে বিক্ষোভকারীদের ৷ কয়েকজনকে আটক করেছে পুলিশ ৷

সোমবার সকালে প্রায় 2800 জন যুবক বসে পড়লেন কলকাতার রাস্তায় । রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনের সামনে বিক্ষোভ দেখালেন চাকরি প্রার্থীরা । জানা গিয়েছে, 8,419 জন রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষায় উত্তীর্ণ হন । তাঁদের মধ্যে 2800 জন চাকরির নিয়োগপত্র পেয়েও গিয়েছেন । কিন্তু তাঁরা নিজেদের চাকরিতে যোগ দিতে পারছেন না ।

এই ঘটনায় আইনি জটিলতাও তৈরি হয়েছে । কারণ নিয়োগের ক্ষেত্রে একটি সময় পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে গেলেও, তাঁরা চাকরিতে যোগ দিতে পারেননি বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের ।

no job after getting appointment letter, candidates agitation at bhawani bhawan
নিয়োগপত্র পেয়েও মেলেনি চাকরি, প্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার ভবানী ভবনে

এই অভিযোগে প্রায় একাধিক জেলা থেকে চাকরিপ্রার্থীরা ভবানী ভবনের সামনে এসে বিক্ষোভ দেখান । রাস্তায় বসে পড়েন । ফলে আলিপুর-গোপালনগর রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে । ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের ডিসি (সাউথ) আকাশ মাঘারিয়া । তিনি মাইকিং করে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে চান । কিন্তু চাকরপ্রার্থীরা রাস্তাতেই বসে থাকেন । পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা চালায় । বিক্ষোভ সরাতে লাঠি উঁচিয়ে তাড়া করতেও দেখা যায় পুলিশকে ৷ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে ৷

কলকাতা, 19 জুলাই : রাজ্য পুলিশের কনস্টেবলের চাকরির নিয়োগপত্র হাতে পেয়েও চাকরিতে যোগ দিতে পারছেন না প্রায় 2800 চাকরিপ্রার্থী । এই অভিযোগে ভবানী ভবনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন তাঁরা ৷ পুলিশ বিক্ষোভ ওঠাতে গেলে তাদের সঙ্গে বচসা বাঁধে বিক্ষোভকারীদের ৷ কয়েকজনকে আটক করেছে পুলিশ ৷

সোমবার সকালে প্রায় 2800 জন যুবক বসে পড়লেন কলকাতার রাস্তায় । রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনের সামনে বিক্ষোভ দেখালেন চাকরি প্রার্থীরা । জানা গিয়েছে, 8,419 জন রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষায় উত্তীর্ণ হন । তাঁদের মধ্যে 2800 জন চাকরির নিয়োগপত্র পেয়েও গিয়েছেন । কিন্তু তাঁরা নিজেদের চাকরিতে যোগ দিতে পারছেন না ।

এই ঘটনায় আইনি জটিলতাও তৈরি হয়েছে । কারণ নিয়োগের ক্ষেত্রে একটি সময় পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে গেলেও, তাঁরা চাকরিতে যোগ দিতে পারেননি বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের ।

no job after getting appointment letter, candidates agitation at bhawani bhawan
নিয়োগপত্র পেয়েও মেলেনি চাকরি, প্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার ভবানী ভবনে

এই অভিযোগে প্রায় একাধিক জেলা থেকে চাকরিপ্রার্থীরা ভবানী ভবনের সামনে এসে বিক্ষোভ দেখান । রাস্তায় বসে পড়েন । ফলে আলিপুর-গোপালনগর রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে । ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের ডিসি (সাউথ) আকাশ মাঘারিয়া । তিনি মাইকিং করে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে চান । কিন্তু চাকরপ্রার্থীরা রাস্তাতেই বসে থাকেন । পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা চালায় । বিক্ষোভ সরাতে লাঠি উঁচিয়ে তাড়া করতেও দেখা যায় পুলিশকে ৷ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.