ETV Bharat / city

হচ্ছে না সমাবর্তন, পড়ুয়াদের ডিজিটাল সার্টিফিকেট দেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়

author img

By

Published : Dec 7, 2020, 7:31 PM IST

স্নাতক, স্নাতকোত্তর ও উচ্চশিক্ষায় উত্তীর্ণ প্রায় 4 হাজার ছাত্রছাত্রী সমাবর্তন অনুষ্ঠান থেকে সার্টিফিকেট গ্রহণ করতেন । কিন্তু, তা এখন আর সম্ভব নয়। তাই পড়ুয়াদের স্বার্থে 24 ডিসেম্বরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সার্টিফিকেটের ডিজিট্যাল কপি আপলোড করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কর্মসমিতির বৈঠকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস এ বিষয়ে জানান, কোরোনা অতিমারির কারণে এবছর সমাবর্তন অনুষ্ঠান করা সম্ভব নয় ।

no_convocation_will_held_in_jadavpur_university_this_year_because_of_corona
হচ্ছে না সমাবর্তন, পড়ুয়াদের ডিজিট্যাল সার্টিফিকেট দেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়

কলকাতা, 7 ডিসেম্বর : চলতি বছরে কোরোনা আবহে অনেক কিছুই বদলেছে। পালটে গেছে চিরাচরিত ক্লাসরুমের চিত্র, বদলেছে পরীক্ষার পদ্ধতি। এবার প্রথা মেনে প্রতি বছর হয়ে আসা সমাবর্তন অনুষ্ঠানেও পড়ল তার প্রভাব । এবছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা আগে থেকেই ছিল । বর্তমান পরিস্থিতি বিচার করে এবার সমাবর্তন অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গেছে, গতকাল কর্মসমিতির বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতি বছর 24 ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয় । সমাবর্তনের আগে 500 টাকা করে রেজিস্ট্রেশন ফি নেওয়া হয় । অনুষ্ঠানের জন্য গাউন ও সার্টিফিকেট ল্যামিনেশন বাবদ এই অর্থ নেওয়া হয়। কিন্তু, এবছর পড়ুয়াদের থেকে সমাবর্তন ফি না নেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সেইসময় উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছিলেন, যেহেতু ফিজ়িক্যালি সমাবর্তন অনুষ্ঠান করা যাবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, তাই ফি না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল কর্মসমিতির ভার্চুয়াল বৈঠকে সমাবর্তন নিয়েও আলোচনা হয় । সেখানেই অনিশ্চয়তা কাটিয়ে এবছর সমাবর্তন অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

স্নাতক, স্নাতকোত্তর ও উচ্চশিক্ষায় উত্তীর্ণ প্রায় 4 হাজার ছাত্রছাত্রী সমাবর্তন অনুষ্ঠান থেকে সার্টিফিকেট গ্রহণ করেন । কিন্তু, তা এখন আর সম্ভব নয়। তাই পড়ুয়াদের স্বার্থে 24 ডিসেম্বরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সার্টিফিকেটের ডিজিটাল কপি আপলোড করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কর্মসমিতির বৈঠকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস এ বিষয়ে জানান, কোরোনার কারণে এবছর সমাবর্তন অনুষ্ঠান করা সম্ভব নয় । তাই ডিগ্রি সার্টিফিকেটের ডিজিটাল ভার্সন ন্যাশনাল অ্যাকাডেমিক ডিপোজ়িটারিতে আপলোড করে দেওয়া হবে। যা ছাত্রছাত্রীরা 24 ডিসেম্বর ডাউনলোড করে নিতে পারবেন । পাশাপাশি, কোনও পড়ুয়া সার্টিফিকেটের হার্ডকপি চাইলে ক্যুরিয়ারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় তার পাঠিয়ে দেবে । দ্রুত এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা গেছে ।


আরও পড়ুন: সমাবর্তনে আমন্ত্রিত নন! টুইটে ক্ষোভ রাজ্যপালের

তবে, আনুষ্ঠানিকভাবে ওপেন থিয়েটারে সমাবর্তন না হলেও, ওইদিন ছোটো আকারে কোনও অনুষ্ঠান করা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটিও গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পাশাপাশি সেই কমিটিতে রয়েছেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজ়ি, আর্টস এবং সায়েন্স ফ্যাকাল্টির ডিনরা ।

কলকাতা, 7 ডিসেম্বর : চলতি বছরে কোরোনা আবহে অনেক কিছুই বদলেছে। পালটে গেছে চিরাচরিত ক্লাসরুমের চিত্র, বদলেছে পরীক্ষার পদ্ধতি। এবার প্রথা মেনে প্রতি বছর হয়ে আসা সমাবর্তন অনুষ্ঠানেও পড়ল তার প্রভাব । এবছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা আগে থেকেই ছিল । বর্তমান পরিস্থিতি বিচার করে এবার সমাবর্তন অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গেছে, গতকাল কর্মসমিতির বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতি বছর 24 ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয় । সমাবর্তনের আগে 500 টাকা করে রেজিস্ট্রেশন ফি নেওয়া হয় । অনুষ্ঠানের জন্য গাউন ও সার্টিফিকেট ল্যামিনেশন বাবদ এই অর্থ নেওয়া হয়। কিন্তু, এবছর পড়ুয়াদের থেকে সমাবর্তন ফি না নেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সেইসময় উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছিলেন, যেহেতু ফিজ়িক্যালি সমাবর্তন অনুষ্ঠান করা যাবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, তাই ফি না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল কর্মসমিতির ভার্চুয়াল বৈঠকে সমাবর্তন নিয়েও আলোচনা হয় । সেখানেই অনিশ্চয়তা কাটিয়ে এবছর সমাবর্তন অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

স্নাতক, স্নাতকোত্তর ও উচ্চশিক্ষায় উত্তীর্ণ প্রায় 4 হাজার ছাত্রছাত্রী সমাবর্তন অনুষ্ঠান থেকে সার্টিফিকেট গ্রহণ করেন । কিন্তু, তা এখন আর সম্ভব নয়। তাই পড়ুয়াদের স্বার্থে 24 ডিসেম্বরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সার্টিফিকেটের ডিজিটাল কপি আপলোড করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কর্মসমিতির বৈঠকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস এ বিষয়ে জানান, কোরোনার কারণে এবছর সমাবর্তন অনুষ্ঠান করা সম্ভব নয় । তাই ডিগ্রি সার্টিফিকেটের ডিজিটাল ভার্সন ন্যাশনাল অ্যাকাডেমিক ডিপোজ়িটারিতে আপলোড করে দেওয়া হবে। যা ছাত্রছাত্রীরা 24 ডিসেম্বর ডাউনলোড করে নিতে পারবেন । পাশাপাশি, কোনও পড়ুয়া সার্টিফিকেটের হার্ডকপি চাইলে ক্যুরিয়ারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় তার পাঠিয়ে দেবে । দ্রুত এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা গেছে ।


আরও পড়ুন: সমাবর্তনে আমন্ত্রিত নন! টুইটে ক্ষোভ রাজ্যপালের

তবে, আনুষ্ঠানিকভাবে ওপেন থিয়েটারে সমাবর্তন না হলেও, ওইদিন ছোটো আকারে কোনও অনুষ্ঠান করা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটিও গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পাশাপাশি সেই কমিটিতে রয়েছেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজ়ি, আর্টস এবং সায়েন্স ফ্যাকাল্টির ডিনরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.