ETV Bharat / city

নেই বাংলাদেশি পর্যটক, মাথায় হাত শহরের হোটেল ব্যবসায়ীদের - Live Coronavirus updates

কোরোনার আতঙ্কে বন্ধ রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত । বেশ কয়েকদিন ধরে এ-দেশে আসতে পারছেন না বাংলাদেশের নাগরিকরা । এর ফলে কপালে হাত পড়েছে শহরের মির্জা গালিব স্ট্রিট ও কিড স্ট্রিটের হোটেল ব্যবসায়ীদের ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 20, 2020, 6:08 PM IST

Updated : Mar 20, 2020, 8:12 PM IST

কলকাতা, 20 মার্চ : কোরোনার আতঙ্কে বন্ধ ভারত-বাংলাদেশ সীমান্ত । বেশ কয়েকদিন ধরে এ-দেশে আসতে পারছেন না বাংলাদেশের নাগরিকরা । এর ফলে কপালে হাত পড়েছে শহরের মির্জা গালিব স্ট্রিট ও কিড স্ট্রিটের হোটেল ব্যবসায়ীদের । স্বভাবতই চাপের মুখে পড়েছেন ব্যবসায়ীরা । বাংলাদেশিরা না আসাতে গোটা এলাকা জুড়ে হাহাকার অবস্থা ।

চিকিৎসা, পর্যটন, ব্যবসাসহ বিভিন্ন কারণে প্রতিদিন শ'য়ে-শ'য়ে বাংলাদেশি এ-দেশে আসেন । শহরে আসার বাংলাদেশিদের প্রথম পছন্দ মির্জা গালিব স্ট্রিট ও কিড স্ট্রিটের হোটেলগুলি । এখানে থেকেই তারা শহরের বিভিন্ন জায়গায় যাতায়াত করেন । বাংলাদেশিদের ভিড়ে এক প্রকার রমরমা থাকে এলাকার হোটেলগুলিতে । কিন্তু সম্প্রতি কোরোনা মোকাবিলায় সীমান্ত বন্ধ হওয়ার পর থেকেই এই এলাকার হোটেলগুলিতে সম্পূর্ণ অন্য ছবি । হোটেলগুলি কার্যত পর্যটক শূন্য ৷ আর এতেই ব্যবসায়ীদের মাথায় হাত । টান পড়েছে রুটি-রুজিতে । পরিস্থিতি না বদলানো পর্যন্ত কার্যত অসহায় অবস্থা তাদের। ETV ভারতের সামনে হোটেল ব্যবসায়ীরা তুলে ধরলেন তাদের সেই সমস্যার কথা ।

কী বলছেন হোটেল ব্যবসায়ীরা ?

কবে আবার সীমান্ত খুলবে, কবে আবার বাংলাদেশিরা শহরে আসবে, সেই অপেক্ষাতেই রয়েছেন হোটেল ব্যবসায়ীরা । আশা, খড়া কেটে আবারও স্বাভাবিক ছন্দে ফিরবে তাদের হোটেল ব্যবসা ৷

কলকাতা, 20 মার্চ : কোরোনার আতঙ্কে বন্ধ ভারত-বাংলাদেশ সীমান্ত । বেশ কয়েকদিন ধরে এ-দেশে আসতে পারছেন না বাংলাদেশের নাগরিকরা । এর ফলে কপালে হাত পড়েছে শহরের মির্জা গালিব স্ট্রিট ও কিড স্ট্রিটের হোটেল ব্যবসায়ীদের । স্বভাবতই চাপের মুখে পড়েছেন ব্যবসায়ীরা । বাংলাদেশিরা না আসাতে গোটা এলাকা জুড়ে হাহাকার অবস্থা ।

চিকিৎসা, পর্যটন, ব্যবসাসহ বিভিন্ন কারণে প্রতিদিন শ'য়ে-শ'য়ে বাংলাদেশি এ-দেশে আসেন । শহরে আসার বাংলাদেশিদের প্রথম পছন্দ মির্জা গালিব স্ট্রিট ও কিড স্ট্রিটের হোটেলগুলি । এখানে থেকেই তারা শহরের বিভিন্ন জায়গায় যাতায়াত করেন । বাংলাদেশিদের ভিড়ে এক প্রকার রমরমা থাকে এলাকার হোটেলগুলিতে । কিন্তু সম্প্রতি কোরোনা মোকাবিলায় সীমান্ত বন্ধ হওয়ার পর থেকেই এই এলাকার হোটেলগুলিতে সম্পূর্ণ অন্য ছবি । হোটেলগুলি কার্যত পর্যটক শূন্য ৷ আর এতেই ব্যবসায়ীদের মাথায় হাত । টান পড়েছে রুটি-রুজিতে । পরিস্থিতি না বদলানো পর্যন্ত কার্যত অসহায় অবস্থা তাদের। ETV ভারতের সামনে হোটেল ব্যবসায়ীরা তুলে ধরলেন তাদের সেই সমস্যার কথা ।

কী বলছেন হোটেল ব্যবসায়ীরা ?

কবে আবার সীমান্ত খুলবে, কবে আবার বাংলাদেশিরা শহরে আসবে, সেই অপেক্ষাতেই রয়েছেন হোটেল ব্যবসায়ীরা । আশা, খড়া কেটে আবারও স্বাভাবিক ছন্দে ফিরবে তাদের হোটেল ব্যবসা ৷

Last Updated : Mar 20, 2020, 8:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.