ETV Bharat / city

বাঙালিকে নিয়ে সমস্যা ছিল ব্রিটিশদেরও, জয় নিয়ে মহুয়ার টুইটে এলগিনের কথা - মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলায় তৃণমূলের বিপুল জয়ের জন্য বাংলার মানুষকে কুর্নিশ জানালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ ভাইসরয় এলগিনের 1897 সালের একটি মন্তব্য তুলে ধরেছেন তিনি ৷

Nirvachan Sadan new crematorium in Delhi, Constitutional body burnt here, says Mahua Moitra
এই ছবিই পোস্ট করেছেন মহুয়া
author img

By

Published : May 3, 2021, 1:07 PM IST

কলকাতা, 3 মে: তৃতীয়বার ক্ষমতা দখলের পর প্রথম জনসমক্ষে এসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "বাংলাই পারে ৷ এটা বাংলার মানুষের জয় ৷" এ বার সেই বাঙালিকেই কুর্নিশ জানালেন তাঁর দলের আর এক সেনানী মহুয়া মৈত্র ৷ ব্রিটিশ শাসনকালে প্রকাশিত একটি প্রতিবেদনে বাঙালিদের নিয়ে লেখা ভাইসরয় এলগিনের একটি মন্তব্য গর্বের সঙ্গে তুলে ধরেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷ পাশাপাশি তিনি ফের একহাত নিয়েছেন নির্বাচন কমিশনকে ৷

রবিবার 200-রও বেশি আসনে বিজেপিকে উড়িয়ে দিয়ে ফের বাংলার মসনদে বসেছে তৃণমূল ৷ এ বারের নির্বাচনে তারা বারবার গুরুত্ব দিয়েছে বাংলা ও বাঙালির আবেগের দিকে ৷ দলের প্রধান স্লোগান ছিল, 'বাংলা নিজের মেয়েকে চায়'৷ বিজেপিকে বিঁধতে বারবার তুলে ধরা হয়েছে বহিরাগত তত্ত্ব ৷ রণনীতি কার্যকরী হয়েছে ৷ বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল ৷ এই জয়ের জন্য বাংলার জনগণকে কুর্নিশ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁরই পথে হেঁটে টুইট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও ৷

আরও পড়ুন: মন্ত্রিসভায় কারা ? কোভিড রুখতে কী দাওয়াই ? আজ জরুরি বৈঠকে মমতা

তিনি 1897 সালে ভাইসরয় এলগিনের যে মন্তব্যটি টুইট করেছেন তাতে লেখা রয়েছে, "বাঙালিরা খুবই অদ্ভুত ৷ আমরা তাঁদের যা বলি, প্রায়ই তাঁরা তা বিশ্বাস করেন না ৷ তাঁরা খুব খুঁটিয়ে চিন্তা করতে পারেন এবং জ্ঞান-বুদ্ধি দিয়ে নিজেদের মতামত নিজেরা দেন ৷ অত্যধিক উন্নয়নশীল ৷ ভারতের আর কোথাও আমরা এ রকম সমস্যার সম্মুখীন হইনি ৷" টুইটের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তৃণমূল সাংসদ ৷ হাতে আঁকা সেই ছবিতে পায়ে বল নিয়ে মমতাকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে মহিলা ব্রিগেডকে ৷

আর একটি টুইটে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন ৷ মহুয়া টুইটে লেখেন, "দিল্লিতে নয়া শ্মশান হল নির্বাচন কমিশন ৷ সেখানে সাংবিধানিক সংস্থাকে পোড়ানো হয় ৷"

কলকাতা, 3 মে: তৃতীয়বার ক্ষমতা দখলের পর প্রথম জনসমক্ষে এসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "বাংলাই পারে ৷ এটা বাংলার মানুষের জয় ৷" এ বার সেই বাঙালিকেই কুর্নিশ জানালেন তাঁর দলের আর এক সেনানী মহুয়া মৈত্র ৷ ব্রিটিশ শাসনকালে প্রকাশিত একটি প্রতিবেদনে বাঙালিদের নিয়ে লেখা ভাইসরয় এলগিনের একটি মন্তব্য গর্বের সঙ্গে তুলে ধরেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷ পাশাপাশি তিনি ফের একহাত নিয়েছেন নির্বাচন কমিশনকে ৷

রবিবার 200-রও বেশি আসনে বিজেপিকে উড়িয়ে দিয়ে ফের বাংলার মসনদে বসেছে তৃণমূল ৷ এ বারের নির্বাচনে তারা বারবার গুরুত্ব দিয়েছে বাংলা ও বাঙালির আবেগের দিকে ৷ দলের প্রধান স্লোগান ছিল, 'বাংলা নিজের মেয়েকে চায়'৷ বিজেপিকে বিঁধতে বারবার তুলে ধরা হয়েছে বহিরাগত তত্ত্ব ৷ রণনীতি কার্যকরী হয়েছে ৷ বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল ৷ এই জয়ের জন্য বাংলার জনগণকে কুর্নিশ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁরই পথে হেঁটে টুইট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও ৷

আরও পড়ুন: মন্ত্রিসভায় কারা ? কোভিড রুখতে কী দাওয়াই ? আজ জরুরি বৈঠকে মমতা

তিনি 1897 সালে ভাইসরয় এলগিনের যে মন্তব্যটি টুইট করেছেন তাতে লেখা রয়েছে, "বাঙালিরা খুবই অদ্ভুত ৷ আমরা তাঁদের যা বলি, প্রায়ই তাঁরা তা বিশ্বাস করেন না ৷ তাঁরা খুব খুঁটিয়ে চিন্তা করতে পারেন এবং জ্ঞান-বুদ্ধি দিয়ে নিজেদের মতামত নিজেরা দেন ৷ অত্যধিক উন্নয়নশীল ৷ ভারতের আর কোথাও আমরা এ রকম সমস্যার সম্মুখীন হইনি ৷" টুইটের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তৃণমূল সাংসদ ৷ হাতে আঁকা সেই ছবিতে পায়ে বল নিয়ে মমতাকে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে মহিলা ব্রিগেডকে ৷

আর একটি টুইটে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন ৷ মহুয়া টুইটে লেখেন, "দিল্লিতে নয়া শ্মশান হল নির্বাচন কমিশন ৷ সেখানে সাংবিধানিক সংস্থাকে পোড়ানো হয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.