ETV Bharat / city

মেডিকেলেও 'রাজনীতির গন্ধ'; দেরি করলেই অ্যাবসেন্ট, সতর্কতা নির্মলের - nirmal majhi

কলকাতা মেডিকেল কলেজে আচমকা গতকাল হাজির হন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল মাজি। বলেন, "অভিযোগ আসছিল, বেশ কয়েকজন কর্মী দেরি করে আসছেন। নির্বাচনের আগে সরকারের ভাবমূর্তি কলঙ্কিত করার উদ্দেশেই এই ধরনের কাজ। তাঁদের আমি সতর্ক করছি। দেরি করলে শোকজ় করা হবে। সাড়ে ৯টার মধ্যে সবাইকে হাজির থাকতে হবে। ১০টা থেকে সাড়ে ১০টায় এলে অ্যাবসেন্ট করে দেওয়া হবে।"

নির্মল মাজি(ছবি সৌজন্যে : ফেসবুক)
author img

By

Published : Mar 17, 2019, 10:16 AM IST

কলকাতা, ১৭ মার্চ : দেরি করলে শোকজ়, বেশি দেরিতে অ্যাবসেন্ট। বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা নিশ্চিত করতে হবে। নির্বাচনের আগে মেডিকেলে কর্মীদের অনিয়মিত উপস্থিতি শুধরাতে এবং সরকারের ভাবমূর্তি ঠিক রাখতে গতকাল এই নিয়মগুলি উল্লেখ করে সবাইকে সতর্ক করলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল মাজি। গতকাল আচমকা কলকাতা মেডিকেল কলেজে হাজির হন তিনি। দেখেন বেশ কয়েকজন কর্মী দেরিতে এসেছেন। মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) ইন্দ্রনীল বিশ্বাসও সময়মতো উপস্থিত ছিলেন না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে হাজিরা দেওয়ার খাতায় তিনি নোট দেন বলে জানা গেছে। এবিষয়ে তিনি বলেন, "অভিযোগ আসছিল, বেশ কয়েকজন কর্মী দেরি করে আসছেন। নির্বাচনের আগে সরকারের ভাবমূর্তি কলঙ্কিত করার উদ্দেশেই এই ধরনের কাজ। তাঁদের আমি সতর্ক করছি। দেরি করলে শোকজ় করা হবে। সাড়ে ৯টার মধ্যে সবাইকে হাজির থাকতে হবে। ১০টা থেকে সাড়ে ১০টায় এলে অ্যাবসেন্ট করে দেওয়া হবে।"

গতকাল সকালে হঠাৎই নির্মলবাবু হাজির হন কলকাতা মেডিকেল কলেজে। তিনি সময়মতো এলেও কর্মীরা সকলে সময়ে উপস্থিত ছিলেন না। নির্মলবাবু বলেন, "সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। সরকারের এই ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছা করে দেরি করে আসছে। এই বিষয়ে আমরা নজর রাখছি। আজ সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ছিলাম‌। কয়েকজন দেরি করে এসেছেন। আবার আমার আসার খবর পেয়ে বেশ কয়েকজন তড়িঘড়ি চলে এসেছেন। অনেকেই মনে করেছিলেন, ছুটি কাটাবেন। আসি যাই মাইনে পাই। ব্যাপারটা এরকম।" তবে বেশিরভাগ ডাক্তার ও সুপার তো সময়ের আগেই চলে এসেছেন। এপ্রসঙ্গে তিনি বলেন, "অ্যাসিসটেন্ট সুপারিনটেনডেন্টদের মধ্যে দু'তিনজন দেরি করে এসেছেন।"

হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখার পর তাঁর লেখা নোট প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি জানান কোনও নোট দেওয়া হয়নি। বলেন, "বায়োমেট্রিক পদ্ধতিতে হাসপাতালে হাজিরা দেওয়ার পদ্ধতি চালু রয়েছে। একই সঙ্গে, হাজিরা দেওয়ার জন্য খাতায় সই করার ব্যবস্থাও চালু রয়েছে। তবে খাতায় হাজিরা দেওয়াটা বাধ্যতামূলক নয়।"

এপ্রসঙ্গে MSVP ইন্দ্রনীলবাবুর সাথে কথা বলা হলে তিনি শুধু বলেন, "১০টার পরে এলে হাফ CL নিতে হয়। না হলে ছুটি নিতে হয়‌।"

কলকাতা, ১৭ মার্চ : দেরি করলে শোকজ়, বেশি দেরিতে অ্যাবসেন্ট। বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা নিশ্চিত করতে হবে। নির্বাচনের আগে মেডিকেলে কর্মীদের অনিয়মিত উপস্থিতি শুধরাতে এবং সরকারের ভাবমূর্তি ঠিক রাখতে গতকাল এই নিয়মগুলি উল্লেখ করে সবাইকে সতর্ক করলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল মাজি। গতকাল আচমকা কলকাতা মেডিকেল কলেজে হাজির হন তিনি। দেখেন বেশ কয়েকজন কর্মী দেরিতে এসেছেন। মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) ইন্দ্রনীল বিশ্বাসও সময়মতো উপস্থিত ছিলেন না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে হাজিরা দেওয়ার খাতায় তিনি নোট দেন বলে জানা গেছে। এবিষয়ে তিনি বলেন, "অভিযোগ আসছিল, বেশ কয়েকজন কর্মী দেরি করে আসছেন। নির্বাচনের আগে সরকারের ভাবমূর্তি কলঙ্কিত করার উদ্দেশেই এই ধরনের কাজ। তাঁদের আমি সতর্ক করছি। দেরি করলে শোকজ় করা হবে। সাড়ে ৯টার মধ্যে সবাইকে হাজির থাকতে হবে। ১০টা থেকে সাড়ে ১০টায় এলে অ্যাবসেন্ট করে দেওয়া হবে।"

গতকাল সকালে হঠাৎই নির্মলবাবু হাজির হন কলকাতা মেডিকেল কলেজে। তিনি সময়মতো এলেও কর্মীরা সকলে সময়ে উপস্থিত ছিলেন না। নির্মলবাবু বলেন, "সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। সরকারের এই ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছা করে দেরি করে আসছে। এই বিষয়ে আমরা নজর রাখছি। আজ সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ছিলাম‌। কয়েকজন দেরি করে এসেছেন। আবার আমার আসার খবর পেয়ে বেশ কয়েকজন তড়িঘড়ি চলে এসেছেন। অনেকেই মনে করেছিলেন, ছুটি কাটাবেন। আসি যাই মাইনে পাই। ব্যাপারটা এরকম।" তবে বেশিরভাগ ডাক্তার ও সুপার তো সময়ের আগেই চলে এসেছেন। এপ্রসঙ্গে তিনি বলেন, "অ্যাসিসটেন্ট সুপারিনটেনডেন্টদের মধ্যে দু'তিনজন দেরি করে এসেছেন।"

হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখার পর তাঁর লেখা নোট প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি জানান কোনও নোট দেওয়া হয়নি। বলেন, "বায়োমেট্রিক পদ্ধতিতে হাসপাতালে হাজিরা দেওয়ার পদ্ধতি চালু রয়েছে। একই সঙ্গে, হাজিরা দেওয়ার জন্য খাতায় সই করার ব্যবস্থাও চালু রয়েছে। তবে খাতায় হাজিরা দেওয়াটা বাধ্যতামূলক নয়।"

এপ্রসঙ্গে MSVP ইন্দ্রনীলবাবুর সাথে কথা বলা হলে তিনি শুধু বলেন, "১০টার পরে এলে হাফ CL নিতে হয়। না হলে ছুটি নিতে হয়‌।"

Intro:কলকাতা, ১৬ মার্চ: সকাল সাড়ে ন'টার মধ্যেই সবাইকে হাজির থাকতে হবে হাসপাতালে। এর পরে দেরি করলে শোকজ করা হবে। ১০টা-সাড়ে ১০টায় এলে অ্যাবসেন্ট করে দেওয়া হবে। আর, অভ্যাসবশতঃ যাঁরা দেরি করে আসছেন, তাঁদের কাছ থেকে লিখিত কৈফিয়ৎ তলব করা হবে। শনিবার সকাল সকাল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে, এমনই 'দাওয়াই'-এর কথা বলেছেন মন্ত্রী নির্মল মাজি। যাঁরা দেরি করে এসেছেন, তাঁদের সতর্ক করেছেন। বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা নিশ্চিতের কথাও এ দিন বলেছেন তিনি।Body:ডাক্তার নির্মল মাজি কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতিরও চেয়ারম্যান। তিনি আচমকা যান। তিনি বলেন, "অভিযোগ আসছিল, বেশ কিছু কর্মী দেরি করে আসছেন। তাঁদের জন্য পরিষেবা ব্যাহত হচ্ছে।" এই জন্য তিনি এ দিন সকাল ন'টা নাগাদ এই হাসপাতালে যান। এ কথা জানিয়ে তিনি বলেন, "যাঁরা দেরি করে এসেছেন, তাঁদের সতর্ক করেছি। বলেছি, আপনারা দেরি করবেন না। এর পরে দেরি করলে শোকজ করা হবে। সময় মতো আসতে হবে। সাড়ে ন'টার মধ্যে সবাইকে হাজির থাকতে হবে। ১০টা-সাড়ে ১০টায় এলে অ্যাবসেন্ট করে দেওয়া হবে।"

নির্মল মাজির দাবি, "নির্বাচনের আগে এক শ্রেণির মানুষ রাজ্য সরকারের ভাবমূর্তি কলঙ্কিত করতে হাসপাতালে দেরি করে আসছেন। সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। এটাকে সাবোটেজ করার জন্য, ইচ্ছা করে দেরি করে আসছে। এই বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে।" একই সঙ্গে তিনি বলেন, "আজ সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ছিলাম‌।" কী দেখলেন তিনি? তাঁর কথায়, "কিছু মানুষ দেরি করে এসেছেন। আমার আসার খবর পেয়ে কিছু মানুষ তড়িঘড়ি চলে এসেছেন। মনে করেছিলেন, ছুটি কাটাবেন। আসি যাই মাইনে পাই-এর মতো।" বেশিরভাগ ডাক্তার সময় মতো চলে এসেছেন। সুপার সময়ের আগেই চলে এসেছেন। এ কথা জানিয়ে তিনি বলেন, "অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্টদের মধ্যে ২-৩ জন দেরি করে এসেছেন।"Conclusion:'অসুখ' সারাতে কোন 'দাওয়াই'-এর কথা বললেন তিনি? তাঁর কথায়, "আমি বলেছি, যাঁরা খুব দেরি করে আসবেন, তাঁদের অ্যাটেনডেন্স যেন না হয়। সবাই যাতে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দেন, সেটাও দেখতে হবে। অভ্যাসবশতঃ যাঁরা দেরি করে আসছেন, চিঠির মাধ্যমে তাঁদের কাছ থেকে কৈফিয়ৎ তলব করতে হবে।" যদিও সূত্রের খবর, এই হাসপাতালে শনিবার সকাল সওয়া ন'টা নাগাদ আচমকা গিয়েছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, মন্ত্রী নির্মল মাজি। সেখানকার মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) ইন্দ্রনীল বিশ্বাসের ঘরে তিনি বসেন। এ দিন তিনি যখন পৌঁছন, তখন অনেকেই পৌঁছননি হাসপাতালে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে হাজিরা দেওয়ার খাতায় তিনি 'নোট' দেন, 'তিনি এসেছিলেন, কিন্তু লোকজনকে পাননি'।

এই 'নোট'-এর বিষয়ে জানতে চাওয়া হলে, 'নোট' দেননি বলে জানিয়েছেন নির্মল মাজি। বায়োমেট্রিক পদ্ধতিতে হাসপাতালে হাজিরা দেওয়ার পদ্ধতি চালু রয়েছে। একই সঙ্গে, হাজিরা দেওয়ার জন্য খাতায় সই করার ব্যবস্থাও চালু রয়েছে এখানে। তবে, খাতায় সই করা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। MSVP-র ঘরে বসে ছিলেন তিনি। যে খাতায় সবাই হাজিরা দেওয়ার জন্য সই করেন, সেই খাতাটিও ওখানে ছিল। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের উপস্থিতিতে তখন যাঁরা ওই খাতায় সই করেন, নির্মল মাজি তাঁদের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান। সে সবের মধ্যে রয়েছে, তাঁদের বাড়ি কোথায়, কত দূর থেকে তাঁরা আসেন, কীভাবে তাঁদের আসতে হয়। কেউ দেরি করে এলে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়? MSVP বলেন, "১০টার পরে এলে হাফ CL নিতে হয়। না এলে ছুটি নিতে হয়‌।"

_______________________

নির্মল মাজির বক্তব্যের ফোন রেকর্ড:
wb_kol_8003_16march_cmch_maji_7203421
_____
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.