ETV Bharat / city

দেবাঞ্জন খুনে নয়া মোড়, লোকেশন শেয়ার করেছিলেন প্রেমিকাই - নিমতার খুনের খবর

সেই রাতে দেবাঞ্জনের সঙ্গেই ছিলেন মেঘা (নাম পরিবর্তিত ) ৷ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন নিজেদের লোকেশন ৷ কোথায় ছিলেন তাঁরা? তা দেখে সহজেই বুঝতে পারে দুষ্কৃতীরা ৷

nimta debanjan
author img

By

Published : Oct 18, 2019, 8:03 PM IST

Updated : Oct 18, 2019, 8:31 PM IST

নিমতা, 18 অক্টোবর : নবমীর রাতে দেবাঞ্জনের উপর চলে দুই রাউন্ড গুলি ! এই তথ্যই সম্প্রতি এসেছে পুলিশের হাতে ৷ ব্যারাকপুর কমিশনারেটর গোয়েন্দা শাখা এবং নিমতা থানার পুলিশ গতরাতে জিজ্ঞাসাবাদ করে মেঘাকে (নাম পরিবর্তিত ) ৷ জিজ্ঞাসাবাদে উঠে এসেছে আরও কিছু অজানা তথ্য !

সেই রাতে দেবাঞ্জনের সঙ্গেই ছিল মেঘা (নাম পরিবর্তিত ) ৷ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন নিজের লোকেশন ৷ কোথায় ছিলেন তাঁরা? তা দেখে সহজেই বুঝতে পারে দুষ্কৃতীরা ৷ প্রায় 15 জন ছিল৷ সুপারি কিলারদের সাহায্য নিয়েই করা হয় দেবাঞ্জনের খুন ৷ 7 MM গুলি ব্যবহার করা হয়েছিল ৷ পুজোর ভিড়েই মিশেছিল আততায়ীরা ৷

দেখুন ভিডিয়োয়...

ফরেনসিক পরীক্ষা হয় দেবাঞ্জনের গাড়ির ৷ কত দূর থেকে গুলি করা হয়েছে ? কী ভাবে ঘটেছে দুর্ঘটনাটি ? তা পরীক্ষা করে দেখন ফরেনসিক বিশেষজ্ঞরা ৷ ফরেন্সিক বিশেষজ্ঞরা জানান কিছু নমুনা সংগ্রহ হয়েছে । সেইগুলি ল্যাবটারিতে পাঠানো হবে । ফাইনাল রিপোর্ট এলে খুনের ঘটনাটি আরও স্পষ্ট হবে । পাওয়া গেছে গুলির নমুনাও ৷

নবমীর রাতে ঠাকুর দেখে দেবাঞ্জন বান্ধবীকে ছাড়তে গেছিল উত্তর 24 পরগনার নিমতা এলাকায় । দশমীর ভোরে তাঁর দেহ বিরাটি রেলগেটের সামনে একটি গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় । প্রাথমিকভাবে পরিবারের সকলে বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে মেনে নিলেও দেবাঞ্জনের বাবা অরুণ দাস ঘটনাটি সম্পর্কে খোঁজ-খবর নিতে থাকেন । সন্দেহ হওয়ায় ঘটনার তিনদিন পর তিনি নিমতা থানার সামনে গাড়িটি দেখতে যান । গাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজি করতে গিয়ে সিটের তলা থেকে বুলেটের ভাঙা অংশ মেলে । তারপরই নিমতা থানায় খুনের অভিযোগ দায়ের করতে যান অরুণবাবু । এই ঘটনার পর মূল অভিযুক্ত প্রিন্স সিং পলাতক । তাকে ধরতে গতকাল তল্লাশি চালানো হয় । প্রিন্সকে ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ ।

নিমতা, 18 অক্টোবর : নবমীর রাতে দেবাঞ্জনের উপর চলে দুই রাউন্ড গুলি ! এই তথ্যই সম্প্রতি এসেছে পুলিশের হাতে ৷ ব্যারাকপুর কমিশনারেটর গোয়েন্দা শাখা এবং নিমতা থানার পুলিশ গতরাতে জিজ্ঞাসাবাদ করে মেঘাকে (নাম পরিবর্তিত ) ৷ জিজ্ঞাসাবাদে উঠে এসেছে আরও কিছু অজানা তথ্য !

সেই রাতে দেবাঞ্জনের সঙ্গেই ছিল মেঘা (নাম পরিবর্তিত ) ৷ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন নিজের লোকেশন ৷ কোথায় ছিলেন তাঁরা? তা দেখে সহজেই বুঝতে পারে দুষ্কৃতীরা ৷ প্রায় 15 জন ছিল৷ সুপারি কিলারদের সাহায্য নিয়েই করা হয় দেবাঞ্জনের খুন ৷ 7 MM গুলি ব্যবহার করা হয়েছিল ৷ পুজোর ভিড়েই মিশেছিল আততায়ীরা ৷

দেখুন ভিডিয়োয়...

ফরেনসিক পরীক্ষা হয় দেবাঞ্জনের গাড়ির ৷ কত দূর থেকে গুলি করা হয়েছে ? কী ভাবে ঘটেছে দুর্ঘটনাটি ? তা পরীক্ষা করে দেখন ফরেনসিক বিশেষজ্ঞরা ৷ ফরেন্সিক বিশেষজ্ঞরা জানান কিছু নমুনা সংগ্রহ হয়েছে । সেইগুলি ল্যাবটারিতে পাঠানো হবে । ফাইনাল রিপোর্ট এলে খুনের ঘটনাটি আরও স্পষ্ট হবে । পাওয়া গেছে গুলির নমুনাও ৷

নবমীর রাতে ঠাকুর দেখে দেবাঞ্জন বান্ধবীকে ছাড়তে গেছিল উত্তর 24 পরগনার নিমতা এলাকায় । দশমীর ভোরে তাঁর দেহ বিরাটি রেলগেটের সামনে একটি গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় । প্রাথমিকভাবে পরিবারের সকলে বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে মেনে নিলেও দেবাঞ্জনের বাবা অরুণ দাস ঘটনাটি সম্পর্কে খোঁজ-খবর নিতে থাকেন । সন্দেহ হওয়ায় ঘটনার তিনদিন পর তিনি নিমতা থানার সামনে গাড়িটি দেখতে যান । গাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজি করতে গিয়ে সিটের তলা থেকে বুলেটের ভাঙা অংশ মেলে । তারপরই নিমতা থানায় খুনের অভিযোগ দায়ের করতে যান অরুণবাবু । এই ঘটনার পর মূল অভিযুক্ত প্রিন্স সিং পলাতক । তাকে ধরতে গতকাল তল্লাশি চালানো হয় । প্রিন্সকে ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ ।

Intro:

দমদম, ১৮ অক্টোবর: দমদমের বাসিন্দা দেবাঞ্জন দাসের খুনের ঘটনায় তার প্রেমিকাকে রাতভর জিজ্ঞাসাবাদ করল ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দাশাখা ও নিমতা থানার পুলিশ। জেরায় চাঞ্চল্যকর তথ্য এসেছে তদন্তকারী পুলিশের হাতে। পুলিশ জানতে পেরেছে সেই রাতে দেবাঞ্জনের সঙ্গেই ছিল তৃষা। এবং ইনস্টাগ্রামে নিজের লোকেশন জানিয়ে দিচ্ছিল সে। ফলে দেবাঞ্জনের কোথায় রয়েছে তা সহজ ভাবেই বুঝে যায় দুষ্কৃতীরা। খুনে ব্যবহার করা হয়েছিল সুপারি কিলারদের। খুনের পরিকল্পনা ও বাস্তবায়নে কমপক্ষে ১৫ জন ছিল। খুব কাছ থেকে দেশি পিস্তল দিয়ে দুই রাউন্ড গুলি করা হয়েছিল। ৭ এম এম গুলি ব্যবহার করা হয়েছিল খুনে। খুনের সময় ভিড়ে মিশে ছিল কয়েকজন আততায়ী।

Body:এদিন যেই গাড়ি থেকে দেবাঞ্জনের রক্তাক্ত দেহ পাওয়া যায় সেই গাড়ির ফরেনসিক পরীক্ষা করা হয়। কত দূর থেকে বুলেট ছোড়া হয়। কিভাবে দুর্ঘটনা সাজানো হয় তা পরীক্ষা করে দেখে ফরেনসিক বিশেষজ্ঞরা। ফরেনসিক দলের তদন্তেও খুনের ইঙ্গিত পরিষ্কার। এবিষয়ে ফরেন্সিক বিশেষজ্ঞরা জানান বেশকিছু নমুনা সংগ্রহ হয়েছে। সেগুলি ল্যাবটারিতে পাঠানো হবে। ফাইনাল রিপোর্ট এলে পরিষ্কার করে বলা যাবে। এবং গুলির নমুনা পাওয়া গিয়েছে। এদিকে এই ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত প্রিন্স সিং পলাতক। তাকে ধরতে গতকাল জায়গায় জায়গায় তল্লাশী চালানো হয়। প্রিন্সকে ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।প্রসঙ্গত গোটা তদন্ত নজর রাখছেন খোদ ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন তদন্তকারী আধিকারিকদের। Conclusion:
Last Updated : Oct 18, 2019, 8:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.