ETV Bharat / city

Durga Puja : পুজোর কলকাতায় রাতে বাস পরিষেবা পরিবহণ দফতরের - Laxmi Puja

পঞ্চমী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত রাতের কলকাতায় পাওয়া যাবে বাস পরিষেবা ৷ পুজোর মরসুমে দর্শনার্থীদের সুবিধার জন্য এই বাস পরিষেবা চালু করছে পরিবহণ দফতর ৷ মোট 14টি রুটে এই বাস পরিষেবা পাবেন যাত্রীরা ৷ যার অধিকাংশই চলবে হাওড়া থেকে ৷

night-bus-service-in-kolkata-for-durga-puja
পুজোর কলকাতায় রাতে বাস পরিষেবা পরিবহন দফতরের
author img

By

Published : Oct 10, 2021, 4:13 PM IST

কলকাতা, 10 অক্টোবর : পুজোর কলকাতায় দর্শনার্থীদের জন্য সুখবর ৷ রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে পঞ্চমী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত চালু হচ্ছে রাতের বাস পরিষেবা ৷ মূলত পুজো উপলক্ষ্যেই এই পরিষেবা দেওয়া হচ্ছে ৷ যদিও, করোনার আগে রাতে শহরের রাস্তায় সরকারি বাস পরিষেবা দিত পরিবহণ দফতর ৷ কিন্তু, করোনা অতিমারি এবং নাইট কার্ফুর কারণে সেই পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে ৷ পুজোর সময় এবার মণ্ডপে প্রবেশ বন্ধ থাকলেও রাস্তায় বেরনোয় কোনও নিষেধাজ্ঞা নেই ৷ সেই সব দর্শনার্থীদের কথা ভেবেই রাতের বাস পরিষেবা শুরু করা হচ্ছে ৷

পরিবহণ দফতর সূত্রে খবর, 20 অক্টোবর পর্যন্ত এগারো দিনে মোট 14টি রুটে রাতের বাস পরিষেবা পাওয়া যাবে ৷ এই রুটগুলি হল-

  • হাওড়া স্টেশন থেকে বিমানবন্দর
  • হাওড়া স্টেশন থেকে ব্যারাকপুর
  • হাওড়া স্টেশন থেকে বারাসত
  • হাওড়া স্টেশন থেকে গড়িয়া
  • হাওড়া স্টেশন থেকে কামালগাজি
  • হাওড়া স্টেশন থেকে জোকা
  • হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ
  • হাওড়া স্টেশন থেকে ডানলপ
  • হাওড়া স্টেশন থেকে করুণাময়ী
  • হাওড়া স্টেশন থেকে নিউটাউন
  • শ্যামবাজার থেকে বারাসত
  • বেলগাছিয়া থেকে ধর্মতলা

আরও পড়ুন : Durga Pujo : 300 বছর ধরে মেদিনীপুরের মুখোপাধ্যায় পরিবারে অসুর ছাড়া পূজিত হন অভয়া দুর্গা

অন্যান্য বছরের মতো এ বছরও সারারাত ধরে ট্রেন নেই ৷ মেট্রো থাকলেও টোকন ব্যবস্থা আপাতত বন্ধ রাখা হয়েছে ৷ ফলে স্মার্ট কার্ড ছাড়া সাধারণ মানুষ মেট্রো চড়তে পারবে না ৷ আর তাই এবার বাড়তি বাস নামাচ্ছে পরিবহণ দফতর ৷ যাতে ঠাকুর দেখতে যাওয়া মানুষদের রাত পর্যন্ত বাস পায় ৷ তবে যেহেতু অধিকাংশ বাসই হাওড়া স্টেশন থেকে রয়েছে তাই শেষ পর্যন্ত গোটা ব্যবস্থা কতটা ফলপ্রসূ হবে সে নিয়ে সন্দেহ থাকছে ৷

আরও পড়ুন : Durga Puja: 156 বছরে পড়ল বারদ্রোণের জমিদার বাড়ির দুর্গাপুজো

কলকাতা, 10 অক্টোবর : পুজোর কলকাতায় দর্শনার্থীদের জন্য সুখবর ৷ রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে পঞ্চমী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত চালু হচ্ছে রাতের বাস পরিষেবা ৷ মূলত পুজো উপলক্ষ্যেই এই পরিষেবা দেওয়া হচ্ছে ৷ যদিও, করোনার আগে রাতে শহরের রাস্তায় সরকারি বাস পরিষেবা দিত পরিবহণ দফতর ৷ কিন্তু, করোনা অতিমারি এবং নাইট কার্ফুর কারণে সেই পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে ৷ পুজোর সময় এবার মণ্ডপে প্রবেশ বন্ধ থাকলেও রাস্তায় বেরনোয় কোনও নিষেধাজ্ঞা নেই ৷ সেই সব দর্শনার্থীদের কথা ভেবেই রাতের বাস পরিষেবা শুরু করা হচ্ছে ৷

পরিবহণ দফতর সূত্রে খবর, 20 অক্টোবর পর্যন্ত এগারো দিনে মোট 14টি রুটে রাতের বাস পরিষেবা পাওয়া যাবে ৷ এই রুটগুলি হল-

  • হাওড়া স্টেশন থেকে বিমানবন্দর
  • হাওড়া স্টেশন থেকে ব্যারাকপুর
  • হাওড়া স্টেশন থেকে বারাসত
  • হাওড়া স্টেশন থেকে গড়িয়া
  • হাওড়া স্টেশন থেকে কামালগাজি
  • হাওড়া স্টেশন থেকে জোকা
  • হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ
  • হাওড়া স্টেশন থেকে ডানলপ
  • হাওড়া স্টেশন থেকে করুণাময়ী
  • হাওড়া স্টেশন থেকে নিউটাউন
  • শ্যামবাজার থেকে বারাসত
  • বেলগাছিয়া থেকে ধর্মতলা

আরও পড়ুন : Durga Pujo : 300 বছর ধরে মেদিনীপুরের মুখোপাধ্যায় পরিবারে অসুর ছাড়া পূজিত হন অভয়া দুর্গা

অন্যান্য বছরের মতো এ বছরও সারারাত ধরে ট্রেন নেই ৷ মেট্রো থাকলেও টোকন ব্যবস্থা আপাতত বন্ধ রাখা হয়েছে ৷ ফলে স্মার্ট কার্ড ছাড়া সাধারণ মানুষ মেট্রো চড়তে পারবে না ৷ আর তাই এবার বাড়তি বাস নামাচ্ছে পরিবহণ দফতর ৷ যাতে ঠাকুর দেখতে যাওয়া মানুষদের রাত পর্যন্ত বাস পায় ৷ তবে যেহেতু অধিকাংশ বাসই হাওড়া স্টেশন থেকে রয়েছে তাই শেষ পর্যন্ত গোটা ব্যবস্থা কতটা ফলপ্রসূ হবে সে নিয়ে সন্দেহ থাকছে ৷

আরও পড়ুন : Durga Puja: 156 বছরে পড়ল বারদ্রোণের জমিদার বাড়ির দুর্গাপুজো

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.